হেলাল আহমেদ
মৌলভীবাজারে
ত্রিনয়নীর নান্দনিক প্রতিমা তৈরির পেছনের কারিগর ‘টাঙ্কু দা’
![এবছর দুর্গাপূজায় নিজের বানানো অসুরের নির্মাণ কাজে ব্যস্ত শিল্পী টাঙ্কু দা এবছর দুর্গাপূজায় নিজের বানানো অসুরের নির্মাণ কাজে ব্যস্ত শিল্পী টাঙ্কু দা](https://www.eyenews.news/media/imgAll/2021April/ত্রিনয়নী-শিববাড়ি-টাঙ্কু-দা-দুর্গাপূজা-eyenews2-2209271819.jpg)
এবছর দুর্গাপূজায় নিজের বানানো অসুরের নির্মাণ কাজে ব্যস্ত শিল্পী টাঙ্কু দা
হাতে গুণে আর মাত্র তিন দিন পরেই শারদীয় দুর্গাপূজা। সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ এই ধর্মীয় উৎসবের কেন্দ্রবিন্দ্রু মা দুর্গার প্রতিমা। দেশের হাজার হাজার মণ্ডপে তাই প্রতিমা তৈরির কারিগরেরা নির্মাণ করেন নান্দনিক সব দুর্গাপ্রতিমা। দুর্গাপূজার পাঁচটি দিন মণ্ডপে মণ্ডপে মানুষের ঢল থাকে প্রতিমা পরিদর্শনে। মৌলভীবাজারে দুর্গাপূজায় ত্রিনয়নী শিববাড়ি একটি পরিচিত নাম। নানা আয়োজনের মধ্য দিয়ে এক যুগেরও বেশি সময় ধরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দুর্গাপূজা উদযাপন করে আসছেন তারা।
সহস্রভুজা (হাজার হাতের দুর্গা), বিশালাকার প্রতিমাসহ ত্রিনয়নী শিববাড়ির বেশ কিছু আয়োজন এখনো এখানকার দর্শনার্থীদের কাছে স্মরণীয়। প্রতিবছর ত্রিনয়নী শিববাড়ির নান্দনিক সব প্রতিমা একা একা গড়ে যে মানুষটি আড়ালে রেখেছেন নিজের শিল্পী সত্তাকে তিনি প্রতিমা শিল্পী প্রসেনজিৎ পাল। যদিও এ নামের চেয়ে তাকে ‘টাঙ্কু দা’ নামেই চেনে বেশি মানুষ।
প্রায় চৌদ্দ বছর ধরে ত্রিনয়নী শিববাড়ির প্রতিমা তৈরি আসছেন তিনি। যেসব প্রতিমা দেখতে প্রতিবছর দুর্গাপূজায় বিভিন্ন জেলা থেকে মানুষ ত্রিনয়নী শিববাড়িতে এসে ভিড় জমান সেসব প্রতিমার কারিগর টাঙ্কু দা। তবে তিনি থাকে সব আলোচনার আড়ালে।
ত্রিনয়নী শিববাড়ির এবারের দুর্গাপূজায় টাঙ্কু দার করা কাজ।
আজ মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) প্রতিমা তৈরি করতে করতে আইনিউজের প্রতিবেদকের সাথে এই মাটির সুনিপুণ কারিগর আড্ডায় মেতেছিলেন। বলেন তার মাটি নিয়ে কাজ করতে করতে দীর্ঘ পথ চলার গল্প। ত্রিনয়নী শিববাড়ির সাথে একদম শুরু থেকেই তিনি কাজ করে আসছেন বলে জানান তিনি। প্রায় চৌদ্দ বছর ধরে ত্রিনয়নীর জন্য দুর্গাপূজায় প্রতিমা গড়েন।
দুর্গাপূজা ছাড়াও সারাবছর প্রতিমা তৈরির কাজেই ব্যস্ত থাকেন বলে জানান টাঙ্কু দা।
আলাপ করতে করতে টাঙ্কু দা বলেন, প্রায় চৌদ্দ বছর ধরে দুর্গাপূজা এলে ত্রিনয়নী শিববাড়ির জন্য প্রতিমা গড়ি। এমনও বছর গিয়েছে যেবছর আমার তৈরি প্রতিমা নিয়ে অনেক আলোচনা হয়েছে। আবার কোনো বছর কিছুটা খারাপ হয়েছে। ভালো খারাপ নিয়েই তো কাজ। তারপরও ভালো লাগে।
তিনি বলেন, ত্রিনয়নী শিববাড়িতে প্রতিবছর অনেক মানুষ আসে। মৌলভীবাজার সদরে সবথেকে বেশি মানুষের জমায়েত হয় এই মণ্ডপে। অনেক মানুষ আমার হাতে তৈরি প্রতিমা দেখেন। সবাই জানেনা আমার কথা। তবে আশেপাশের সকলেই জানে। যেবছর সহস্রভুজা (হাজার হাতের দুর্গা) প্রতিমা বানাই সে বছর সেটা নিয়ে বেশ আলোচনা হয়েছিলো।
পিতৃ পেশা হিসেবেই গ্রহণ করেছেন প্রতিমা তৈরির কাজ
টাঙ্কু দা'র সাথে আলাপ করতে করতে জানা যায়, পারিবারিকভাবেই প্রতিমা তৈরির কাজ শিখেছেন টাঙ্কু দা। পিতৃ পেশা হিসেবেই গ্রহণ করেছেন প্রতিমা তৈরির কাজ। দীর্ঘ বছরের অভিজ্ঞতায় প্রতিমা তৈরিতে খুঁজে পেয়েছেন নিজস্ব ঢং, মুন্সিয়ানা। তাই বিভিন্ন পূজার মূর্তি, প্রতিমা গড়ে দিতে সারাবছর টাঙ্কু দার চাহিদাও ব্যাপক।
তিনি চার দশকেরও বেশি সময় ধরে প্রতিমা তৈরির কাজ করে আসছেন। দীর্ঘদিন মাটি নিয়ে কাজ করতে করতে আজকে তিনি প্রতিমা তৈরির এক নান্দনিক কারিগর। তবে মৌসুমি কারিগর নয়। টাঙ্কু দা প্রতিমা তৈরি করেন সারাবছরই।
বর্তমানে মৌলভীবাজার সদরের পূর্ব সৈয়ারপুরে একটি বাসায় সংসার নিয়ে বসবাস করেন প্রসেনজিৎ পাল (টাঙ্কু দা)। প্রতিমা তৈরি করেই পার করে দিয়েছেন জীবনের এতগুলো বছর।
মাঝেমাঝে মৌলভীবাজারের বাইরেও প্রতিমা তৈরির কাজের ডাক আসে। দলবল নিয়ে যান টাঙ্কু দা। তৈরি করে দিয়ে আসেন প্রতিমা। দক্ষ হাতের সুনিপুণ কৌশলে নিজের কাজের মধ্য দিয়ে মাটির শরীর দিয়ে গড়ে তোলেন প্রতিমা। যা দেখে অবাক হয় আগত দর্শনার্থীরা। আলোচনা হয়, সমালোচনা হয়। তারপর বিসর্জনের মধ্য দিয়ে ভেসে যায়। টাঙ্কু বাবুর ডাক আসে নতুন জায়গা থেকে নতুন প্রতিমা গড়ে দেবার।
আইনিউজ/এইচএ
আইনিউজে আরও পড়ুন-
- ২০ হাজার গানের জনক গাজী মাজহারুল আনোয়ার ও তার কীর্তি
- প্রেম-ভালোবাসার ১০ উপকারিতা : শ্রেষ্ঠ কিছু প্রেমের গল্প
- কোমরে বাশি, হাতে তালি — গানই মদিনা ভাই’র জীবন-মরণ
দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি
সবচেয়ে সুন্দরী নারীদের দেশ ।। Most beautiful woman in the world ।। Eye News
যে গ্রামে পুরুষ ছাড়া অন্তঃসত্ত্বা হচ্ছেন নারীরা | Women are pregnant without men | Kenyan Girls | Eye News
চুল বেঁধে ঘুমিয়ে নিজের যে ক্ষতি করছেন ।। Hair loss problems
পায়খানা ও প্রস্রাব দীর্ঘক্ষণ চেপে রাখলে যে ক্ষতি হয়??
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’