পুলক পুরকায়স্থ, মৌলভীবাজার
শারদ প্রাঙ্গণে আগমনী সুর
![পূজাকে আনন্দমুখর করে তুলতে মৌলভীবাজার জেলা জুড়ে বর্ণাঢ্য প্রস্তুতি পূজাকে আনন্দমুখর করে তুলতে মৌলভীবাজার জেলা জুড়ে বর্ণাঢ্য প্রস্তুতি](https://www.eyenews.news/media/imgAll/2021April/মৌলভীবাজারে-দুর্গাপূজা-eyenews-2210021606.jpg)
পূজাকে আনন্দমুখর করে তুলতে মৌলভীবাজার জেলা জুড়ে বর্ণাঢ্য প্রস্তুতি
শারদের আবহে সনাতন ধর্মাবলম্বীদের বছরব্যাপী অপেক্ষার প্রহর শেষ শুরু হয়েছে শারদীয় দুর্গোৎসবের আনন্দ। সারাদেশের ন্যায় মৌলভীবাজারেও মন্ডপের মন্ডপের দুর্গা দেবীকে বরণে আয়োজনের কমতি নেই।
পঞ্জিকামতে, রবিবার (২ অক্টোবর) মৌলভীবাজার শহর ঘুরে দেখা যায় কেন্দ্রীয় কালীবাড়ি, রামকৃষ্ণ মিশন, আখড়া ও দুর্গাবাড়ীসহ সৈয়ারপুরের ত্রিণয়নী ও আবাহন এবং গীর্জাপাড়ার মহেশ্বরীতে চলছে মহাসপ্তমীর আয়োজন।
এর আগে গতকাল শনিবার (১ অক্টোবর) দুর্গাদেবীর ষষ্ঠ্যাদি কল্পারম্ভ এবং বোধন আমন্ত্রণ ও অধিবাসের মধ্যদিয়ে উৎসবের প্রথম দিন ষষ্ঠী পূজা সম্পন্ন হয়।
এদিকে পূজাকে আনন্দমুখর করে তুলতে মৌলভীবাজার জেলা জুড়ে বর্ণাঢ্য প্রস্তুতি এখন সারদা প্রাঙ্গন গুলোতে বইছে উৎসবের আমেজ। ঢাক, ঢোল আর শঙ্খ আর উলুধ্বনির মধ্য দিয়ে মুখরিত হয়ে উঠেছে শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা।
জেলার প্রতিটি শারদ প্রাঙ্গনে পূজার আনন্দে মেতে উঠতে দেখা গেছে শিশু-কিশোর, তরুণ-তরুণীসহ সব বয়সী মানুষকে। শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের প্রত্যাশা ব্যক্ত করেছেন সনাতন ধর্মাবলম্বীরা।
এদিকে কুলাউড়া উপজেলার কাদিপুরের শিববাড়িতে এবার পাথরের তৈরি প্রায় ২৩ ফুট উঁচু তপ্তকাঞ্চন বর্ণের সহস্রভুজা দুর্গা প্রতিমা স্থাপিত হয়ে পূজিত হচ্ছেন।
এছাড়াও শহরের ত্রিনয়ানি শিববাড়ি মন্দিরের পূজামণ্ডপের মূল গেট বানানো হচ্ছে বুর্জ খলিফার আদলে। রয়েছে আবাহন পূজামণ্ডপে ৩৫ ফুট উচ্চতার বিশ্বরূপ প্রতিমাসহ নানাবিধ ব্যতিক্রমী আয়োজন।
দেবীকে বরণে আয়োজনের কমতি নেই। এরই মধ্যে পাঁচ দিনব্যাপী পূজার সব প্রস্তুতি শেষ হয়েছে জানিয়ে জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি আশু রঞ্জন দাস জানান, জেলায় এবার ১ হাজার ৬টি পূজা মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এ মধ্যে সদরে ১০৯টি, বড়লেখায় ১৫১টি, জুড়িতে ৭২টি, কুলাউড়ায় ২১৮টি, কমলগঞ্জে ১৬০টি, রাজনগরে ১২৯টি ও শ্রীমঙ্গলে ১৬৭টি পূজা মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বর্ণিল সাজে সাজানো হয়েছে পুরো জেলা শহর। আনন্দ ও উদ্দীপনার মধ্য দিয়ে দুর্গোৎসব উদযাপনে জেলা জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
এ বিষয়ে জেলা পুলিশ সুপার মো. জাকারিয়া জানান, নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপনের জন্য প্রতিটি মন্দিরে সব ধর্মের মানুষ নিয়ে সম্প্রীতি কমিটি গঠন করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে মনিটরিং রয়েছে। প্রতিটি মন্দিরে সিসিটিভি ক্যামেরা স্থাপন ও কয়েক স্তরের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।
পুলিশ সুপার আরও বলেন, ‘সার্বিক পরিস্থিতি মোকাবিলায় এবং আনন্দঘন পূজা উদযাপন আমরা সচেষ্ট রয়েছি।’
আইনিউজ/এইচএ
আইনিউজে আরও পড়ুন-
- কোমরে বাশি, হাতে তালি — গানই মদিনা ভাই’র জীবন-মরণ
- ‘গাছ হেংলানেছে- পয়সা মিলেগা’ : চা শ্রমিক ও চা শিল্প
- পোশাক নয়, নফসের বিরুদ্ধে জিহাদ জরুরি
দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি
সবচেয়ে সুন্দরী নারীদের দেশ ।। Most beautiful woman in the world ।। Eye News
যে গ্রামে পুরুষ ছাড়া অন্তঃসত্ত্বা হচ্ছেন নারীরা | Women are pregnant without men | Kenyan Girls | Eye News
চুল বেঁধে ঘুমিয়ে নিজের যে ক্ষতি করছেন ।। Hair loss problems
পায়খানা ও প্রস্রাব দীর্ঘক্ষণ চেপে রাখলে যে ক্ষতি হয়??
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’