পুলক পুরকায়স্থ মৌলভীবাজার
আপডেট: ২১:৩২, ৫ অক্টোবর ২০২২
দেবীদুর্গাকে বিদায় জানালো মর্ত্যের ভক্তরা
![](https://www.eyenews.news/media/imgAll/2021April/Protima-Bisorjon_Eye-News-2210052130.jpg)
দেবীদুর্গার কৈলাসে ফেরার দিনে ধুপের ধোঁয়া, ঢাক ঢোল, শাঁখ আর উলুধ্বনীতে অশ্রুভেজা শ্রদ্ধাঞ্জলিতে দেবীকে বিদায় জানালো মর্ত্যের ভক্তরা।
দেবীদুর্গার কৈলাসে ফিরে যাওয়ার মধ্য দিয়ে শেষ হলো এবারের মত সনাতন ধর্মালম্বিদের সবচেয়ে বড় পার্বণ শারদীয় দুর্গোৎসবের।
বিজয়া দশমীতে সারাদেশের ন্যায় মৌলভীবাজার জেলার মন্ডপে মন্ডপে পূজা-অর্চনার পর নানা আয়োজনে বিসর্জন দেয়া হয় দেবীদুর্গার প্রতিমাকে। এই দিনেই আনন্দের মাঝে বাজতে শুরু করে বিসর্জনের বিষাদের সুর।
বুধবার (৫ অক্টোবর) দশমী তিথিতে জেলার প্রতিটি পূজামণ্ডপে ভোগ প্রদান এবং দর্পণ বিসর্জন ও সিঁদুর খেলা। পরে অশ্রুশিক্ত চোখে ভক্তরা বিদায় জানান দেবীদুর্গাকে।
মৌলভীবাজার জেলা পুজা উদযাপন পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী দুপুর তিনটায় মনুনদের দক্ষিণ প্রান্তে পৌরশহরের পূজা মণ্ডপগুলোর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবীকে বিদায় জানানো হয়।
এদিকে জেলার বিভিন্ন পূজামণ্ডপে দুর্গতিনাশিনী দেবীকে বিদায় দিতে সকাল থেকেই মন্ডপে মন্ডপে ভিড় করেন সনাতন ভক্তরা। দেবীদুর্গার কাছে আগামী দিনের জন্য আশীর্বাদ চান ভক্তরা। শহরের পুজা মন্ডপ গুলোতে অঞ্জলি, দর্পণ বিসর্জন, সিঁদুর দানের মধ্য দিয়ে শুরু হয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা।
- আরো পড়ুন : মহা অষ্টমী তিথিতে শ্রীমঙ্গলে কুমারী পূজা
এ বছর মৌলভীবাজার জেলায় এক হাজার ছয়টি মণ্ডপে পূজার আয়োজন করা হয় জানিয়ে জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি আশু রঞ্জন দাস বলেন, 'বিকেল ৩টা থেকে পৌর শহরে প্রতিমা বিসর্জন শুরু হয়। সাম্প্রদায়িক সম্প্রীতিসহ সব মঙ্গল গ্রহণ ও অশুভকে বিসর্জনের মধ্য দিয়ে প্রতিমা বিসর্জন করা হয়।'
ইউটিউবে দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি
দিনমজুর বাবার ছেলে মাহির বুয়েটে পড়ার সুযোগ
শেখ রাসেলকে নিয়ে লেখা কবিতা- `বিশ্বমানব হতেই তবে`
শিশু কিশোরদের জন্য ফেসবুকের নতুন ‘নিয়ন্ত্রণ’ ফিচার
৮০ বছর বয়সে বৃদ্ধা নূরজাহান বেগমের মানবেতর জীবন
বাংলাদেশের সাংস্কৃতি উৎসবে মুগ্ধ বিদেশিনী
লাউয়াছড়ায় ছেড়ে দেওয়া হয়েছে ভাইরাল অজগর সাপ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’