কামরুল হাসান শাওন, মৌলভীবাজার
জেলা যুবলীগের সম্মেলন
তোরণ-ফেস্টুনের সৌন্দর্যে ছেয়ে গেছে মৌলভীবাজার
![সারা শহর জুড়ে ছেয়ে গেছে যুবলীগের ফেস্টুন-তোরণে সারা শহর জুড়ে ছেয়ে গেছে যুবলীগের ফেস্টুন-তোরণে](https://www.eyenews.news/media/imgAll/2021April/মৌলভীবাজার-যুবলীগ-সম্মেলন--eyenews2-2210081843.jpg)
সারা শহর জুড়ে ছেয়ে গেছে যুবলীগের ফেস্টুন-তোরণে
আগামী সোমবার (১০ অক্টোবর) অনুষ্ঠিত হতে যাচ্ছে মৌলভীবাজার জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন। আর এ সম্মেলনকে ঘিরে উৎসবমুখর হয়ে উঠেছে মৌলভীবাজার শহর। ধারণা করা হচ্ছে মৌলভীবাজারের ইতিহাসে সবচেয়ে বেশি জাঁকজমকপূর্ণ এবারের আয়োজন।
জেলা যুবলীগ নেতৃবৃন্দ জানিয়েছেন- প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুষ্ঠান বাদে এটাই সবচেয়ে কালারফুল ও বড় আয়োজন।
শহর ঘুরে দেখা গেছে- যুবলীগের নেতৃত্ব প্রত্যাশী নেতাকর্মীদের ব্যানার-পোস্টারে ছেয়ে গেছে শহরের বিভিন্ন সড়ক, ডিভাইডার ও গোল চত্বর। যুবলীগ নেতৃবৃন্দ জানিয়েছেন- প্রায় তিনশ’তোরণ আর সহস্রাধিক বিলবোর্ড-ফ্যাস্টুনে লাগানো হয়েছে।
জেলা যুবলীগ সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমন আই নিউজকে বলেন- এটা স্মরণকালে সবচেয়ে সুন্দর ও বড় আয়োজন। নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও প্রাণচাঞ্চল্য দেখা গেছে।
তিনি জানান- কোর্ট রোড, সৈয়দ মুজতবা আলী রোড, শাহমোস্তফা রোড, শ্রীমঙ্গল রোডসহ গুরুত্বপূর্ণ সড়কে বিলবোর্ড, ফেস্টুন ও তোরণ দেওয়া হয়েছে।
সৈয়দ রেজাউর রহমান সুমন জানান- সম্মেলনে সাতটি উপজেলা থেকে নেতাকর্মীরা আসবেন। ধারণা করা হচ্ছে সম্মেলনে ১২ হাজার থেকে ১৫ হাজার নেতাকর্মীর সমাবেশ ঘটবে।
সম্মেলনের উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে থাকবেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত হবেন- বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এডভোকেট জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুল আলম হানিফ এমপি, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বন ও পরিবেশ মন্ত্রী মো. শহাব উদ্দিন এমপি, উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ এমপি।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেবেন- যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- জেলা আওয়ামী লীগ সভাপতি নেছার আহমদ এমপি, সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, সৈয়দা জোহরা আলাউদ্দিনি এমপি। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন- যুবলীগের কেন্দ্রীয় নেতা রফিকুল আলম জোয়ারদার সৈকত, অধ্যাপক ড. মো. রেজাউল কবির ও সৈয়দা সানজিদা শারমীন।
- মৌলভীবাজার জেলা যুবলীগের সম্মেলন উপলক্ষে মতবিনিময় সভা
- জুড়ীতে সিএনজি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে শিশুর মৃত্যু
জানা গেছে, সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী ১৯ নেতাকর্মী ইতোমধ্যে কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন। এর মধ্যে সভাপতি পদে ৯ জন ও সাধারণ সম্পাদক পদে ১০ জন রয়েছেন।
এই সম্মেলনে যুবলীগের নেতৃত্ব ভোটের মাধ্যমে নাকি মনোনীত হবেন তা এখনো নিশ্চিত করে জানা যায়নি।
আইনিউজ/এইচএ
আইনিউজে আরও পড়ুন-
- ২০ হাজার গানের জনক গাজী মাজহারুল আনোয়ার ও তার কীর্তি
- প্রেম-ভালোবাসার ১০ উপকারিতা : শ্রেষ্ঠ কিছু প্রেমের গল্প
- কোমরে বাশি, হাতে তালি — গানই মদিনা ভাই’র জীবন-মরণ
দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি
দুর্গা পূজা, দেবী বরণে প্রস্তুত শারদ প্রাঙ্গণ | Durgapuja | Moulvibazar
বিশ্ব হার্ট দিবসে মৌলভীবাজারে ফ্রি হার্ট ক্যাম্প || Eye News || National Heart Day || Moulvibazar
মৌলভীবাজারে মঙ্গলঘট নিয়ে নারীদের শোভাযাত্রা
মৌলভীবাজারে ১৬৩ মেধাবী শিক্ষার্থী পেলো অপটিমিস্টের সাড়ে ১৭ লক্ষ টাকার আর্থিক সহায়তা || Eye News
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’