কামরুল হাসান শাওন, মৌলভীবাজার
আপডেট: ১১:৩২, ১০ অক্টোবর ২০২২
আজ মৌলভীবাজার যুবলীগের সম্মেলন
মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে যুবলীগের মঞ্চ।
দিবস নয়, ঘণ্টা ধরে প্রহর গুনছেন যুবলীগের নেতা-কর্মীরা। ইতোমধ্যে সম্মেলনের সকল প্রস্তুতিও সম্পন্ন। আজ মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হচ্ছে জেলা যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন।
এই রিপোর্ট যখন তৈরি করা হচ্ছে তখন সোমবার (১০ অক্টোবর) বেলা ১১টা। সম্মেলন উদ্বোধনের অপেক্ষায় জেলার নেতাকর্মীরা। তবে বৃষ্টিবিঘ্নিত সকালে সম্মেলন শুরু হতে কিছুটা বিলম্বিত হচ্ছে।
ইতোমধ্যেই রোববার (৯ অক্টোবর) রাতেই জেলা যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন জন্য মৌলভীবাজারে এসে পৌঁছেছেন কেন্দ্রীয় নেতারা। কেন্দ্রীয় নেতাদের স্বাগতম জানিয়েছেন স্থানীয় নেতারা।
সম্মেলনের উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেবেন- যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল।
জেলা যুবলীগের সভাপতি নাহিদ আহমদ জানান- সম্মেলনে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এডভোকেট জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুল আলম হানিফ এমপি, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বন ও পরিবেশ মন্ত্রী মো. শহাব উদ্দিন এমপি, উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- জেলা আওয়ামী লীগ সভাপতি নেছার আহমদ এমপি, সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, সৈয়দা জোহরা আলাউদ্দিনি এমপি। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন- যুবলীগের কেন্দ্রীয় নেতা রফিকুল আলম জোয়ারদার সৈকত, অধ্যাপক ড. মো. রেজাউল কবির ও সৈয়দা সানজিদা শারমীন।
কেন্দ্রীয় যুবলীগ নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত থাকবেন- যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল আলম জোয়ার্দ্দার সৈকত, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ড. রেজাউল করিম, উপ-মহিলা সম্পাদক সৈয়দা সানজিদা শারমিন, উপ-সংকৃতিক সম্পাদক ফজলে রাব্বি স্মরন, কেন্দ্র কমিটির সদস্য ফয়জুল হক মুবিন, কেন্দ্রীয় যুবলীগে প্রচার সম্পাদক জয়দেব নন্দী, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মো. আব্দুল মুকিত চৌধুরী, জেলা যুবলীগ সভাপতি নাহিদ আহমদ, সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমন প্রমুখ।
এছাড়া বাংলাদেশ আওয়মী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ অন্যান্য উপস্থিত থাকবেন।
মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মঞ্চে যুবলীগের নেতাকর্মীরা।
এ সম্মেলনকে ঘিরে উৎসবমুখর হয়ে উঠেছে মৌলভীবাজার শহর। নেতাকর্মীদের প্রত্যাশা এ সম্মেলনের মধ্য দিয়ে একটি মানবিক ও ত্যাগী নেতৃত্ব বেরিয়ে আসবে।
শহর ঘুরে দেখা গেছে- যুবলীগের নেতৃত্ব প্রত্যাশী নেতাকর্মীদের ব্যানার-পোস্টারে ছেয়ে গেছে শহরের বিভিন্ন সড়ক, ডিভাইডার ও গোল চত্বর। যুবলীগ নেতৃবৃন্দ জানিয়েছেন- প্রায় তিনশ’তোরণ আর সহস্রাধিক বিলবোর্ড-ফ্যাস্টুনে লাগানো হয়েছে। নেতাকর্মীরা বলছেন- এটা স্মরণকালে সবচেয়ে সুন্দর ও বড় আয়োজন।
আর এই পুরো আয়োজনটি একটি গণতান্ত্রিক চর্চার, অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের। যে সংগঠন বঙ্গবন্ধুর কাছেরজন শেখ ফজলুল হক মনির হাতে গড়া সংগঠন।
যুবলীগ নেতা বিষ্ণু দেব বলেন- মৌলভীবাজার যুবলীগ সবসময় মানবিক ও সৌহার্দপূর্ণ। নেই গ্রুপিং-হানাহানি। নেতাকর্মীদের প্রত্যাশা- সম্মেলনের মাধ্যমে বরাবরের মতো একটি মানবিক ও ত্যাগী নেতৃত্ব বেরিয়ে আসবেন। যারা জঙ্গীবাদ মোকাবেলা সেনানী হিসেবে কাজ করবে।
জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমন জানান- মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিতব্য সম্মেলনে সাতটি উপজেলা থেকে নেতাকর্মীরা আসবেন। ধারণা করা হচ্ছে সম্মেলনে ১২ হাজার থেকে ১৫ হাজার নেতাকর্মীর সমাবেশ ঘটবে।
- আরো পড়ুন : মুক্তি পাচ্ছে মাহিয়া মাহি’র সিনেমা ‘যাও পাখি বলো তারে’
জানা গেছে, সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী ১৯ নেতাকর্মী ইতোমধ্যে কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন। এর মধ্যে সভাপতি পদে ৯ জন ও সাধারণ সম্পাদক পদে ১০ জন রয়েছেন।
এই সম্মেলনে যুবলীগের নেতৃত্ব ভোটের মাধ্যমে নাকি মনোনীত হবেন তা এখনো নিশ্চিত করে জানা যায়নি।
সভাপতি পদে বর্তমান কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমন, যুগ্মসাধারণ সম্পাদক পান্না দত্ত, সাংগঠনিক সম্পাদক শেখ রুমেল আহমদ, সহসভাপতি মহিউদ্দিন চৌধুরী ফাহিম, যুগ্মসাধারণ সম্পাদক সৈয়দ সেলিম হক, সহসভাপতি মুজিবুর রহমান মুজিব, সদস্য মোবাশ্বির আহমেদ ও সিতার আহমদ, যুবলীগ নেতা আব্দুল মতিন।
সাধারণ সম্পাদক পদে বর্তমান কমিটির সাংগঠনিক সম্পাদক সুমেশ দাশ যীশু, সাংগঠনিক সম্পাদক হোসেন মো. ওয়াহিদ সৈকত, সাংগঠনিক সম্পাদক গৌছ উদ্দিন নিক্সন, প্রচার সম্পাদক হাবিবুর রহমান রাজিব, অর্থ সম্পাদক সন্দীপ দাস, উপদপ্তর সম্পাদক তুষার আহমদ, সহসম্পাদক সাদমান সাকিব চৌধুরী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আসাদ্দুজ্জামান রনি, সাধারণ সম্পাদক সাইফুর রহমান রনি ও সৈয়দ নাজমুল প্রমুখ।
উল্লেখ্য, ২০১৭ সালের ৪ মে মৌলভীবাজার জেলা যুবলীগের ত্রিবার্ষিক কাউন্সিলে সভাপতি হিসেবে নাহিদ আহমদ ও সাধারণ সম্পাদক হিসেবে সৈয়দ রেজাউর রহমান সুমন নির্বাচিত করার দুই বছর পর ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির তালিকা প্রকাশ করা হয়।
উদ্দীপ্ত নেতাকর্মীরা, বইছে উৎসবমুখরতা ভিডিও>>>
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’