ফরহাদ হোসেন, রাজনগর
আপডেট: ১৯:০৩, ১১ অক্টোবর ২০২২
রাজনগরে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ১৬ কোটি টাকার জমি উদ্ধার
বৃষ্টি উপেক্ষা করেই শুরু হয় অবৈধ স্থাপনা উচ্ছেদের কাজ
মৌলভীবাজারের রাজনগরের মুন্সিবাজারে অবৈধভাবে দখল করে রাখা জেলা প্রশাসন এবং সড়ক ও জনপথ বিভাগের প্রায় ১৬ কোটি ৩০ লাখ টাকার জমি উদ্ধার করা হয়েছে।
এসময় কাঁচা, আধাপাকা ও পাকা মিলিয়ে প্রায় ৮০ টি দোকান ও স্থাপনা বুলডেজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হয়। এসব স্থাপনা দীর্ঘদিন ধরে ব্যবহার করাব্যবসায়ীরা উচ্ছেদের আগমুহুর্তে মালামাল সরাতে গিয়ে বিপাকে পড়েন। তবে প্রশাসন জানিয়েছে, উচ্ছেদ অভিযানের আগে তাদেরকে স্থাপনা সরাতে একাধিকবার জানানো হয়েছে।
আজ মঙ্গলবার (১১ অক্টোবর) সকালে বৃষ্টি উপক্ষো করে, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর উপস্থিতিতে এই অভিযানে সহায়তা করে জেলা পুলিশ।
উপজেলা প্রশাসন ও স্থানীয় দোকান মালিকদের সূত্রে জানা যায়, উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের জেএল নং ৩৫ এর দক্ষিণভাগ মৌজায় মুন্সিবাজারে সড়ক ও জনপথ বিভাগের ৬৩.৯০ শতাংশ এবং জেলা প্রশাসনের খাস খতিয়ানের ১.৩০ শতাংশ জমিতে দীর্ঘদিন ধরে কাঁচা, আধাপাকা ও পাকা দোকানকোঠা নির্মান করে অবৈধভাবে দখল করে রেখেছিল স্থানীয় কিছু মানুষ।
এসব দোকান ও অন্যান্য স্থাপনা সরকারী জায়গা থেকে সরিয়ে নিতে অবৈধভাবে থাকা ব্যবসায়ীদের বারবার প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। কিন্তু বিষয়টিকে পাত্তা না দিয়ে ওই ব্যবসায়ীরা উচ্ছেদ ঠেকাতে প্রশাসনের বিভিন্ন দপ্তরে তদবির করতে থাকে।
তবে প্রশাসন এব্যাপারে অনড় অবস্থান নেয়ায় গত সোমবার জেলা প্রশাসনের নির্দেশে উপজেলা প্রশাসন অবৈধভাবে থাকা ব্যাবসায়ীদের মালামাল সরিয়ে নিয়ে স্থাপনা ভাঙ্গতে মাইকিং করে।
দখলে থাকা ৮০টি দোকান উচ্ছেদ করে ৬৫.২০ শতাংশ জমি উদ্ধার করা হয়
মঙ্গলবার সকালে পুলিশের সহায়তায় উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা পাল, সহকারী কমিশনার (ভূমি) সানজিদা আক্তার, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ সাফকাত আলী, মৌলভীবাজার সড়ক বিভাগের নির্বাহী প্রকৗশলী মো. জিয়া উদ্দিনের উপস্থিতিতে বুলডেজার মেশিনে গুঁড়িয়ে দিয়ে এসব দোকান উচ্ছেদ করা শুরু হয়। এসময় ব্যবসায়ীরা তড়িঘড়ি করে মালামাল সরিয়ে নিতে গিয়ে বৃষ্টি থাকায় বিপাকে পড়েন।
সব মিলিয়ে অবৈধভাবে দখলে থাকা ৮০টি দোকান উচ্ছেদ করে ৬৫.২০ শতাংশ জমি উদ্ধার করা হয়। যার বাজারমূল্য প্রায় ১৬ কোটি ৩০ লক্ষ টাকা বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।
মুন্সিবাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান আইয়ুব বলেন, কয়েক মাস আগে প্রশাসনের পক্ষ থেকে নোটিশ দেয়া হয়েছিল। দোকান ও স্থাপনা সরিয়ে নিতে গতকাল (সোমবার) মাইকিং করা হয়েছে। সড়ক ও প্রশাসনের জমি ছেড়ে দিতে সাবাই বাধ্য। তাই ব্যবসায়ীরা এব্যাপারে বাঁধা দিচ্ছেন না।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ সাফকাত আলী বলেন, আমরা ব্যবসায়ীদের আগে জানিয়েছি। তারা নিজেরা না সরানোর কারণে আমরা উচ্ছেদ করছি। উচ্ছেদ শুরু হওয়ার পর কিছু ব্যবসায়ী মালামাল সরাতে শুরু করেছেন। তবে ভাঙ্গার আগেই কেউ মালামাল সরিয়ে নিতে চাইলে বাঁধা দেয়া হচ্ছে না।
উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা পাল বলেন, উপজেলা প্রশাসন ও থানা পুলিশ উচ্ছেদ অভিযানে সহযোগিতা করেছে। জেলা প্রশাসনের খাস ও সড়ক বিভাগের মিলিয়ে ৬৫.২০ শতাংশ জমি উদ্ধার করা হয়েছে। এখানকার প্রতি শতাংশ জমির বাজার মূল্য ২৫ লক্ষ টাকা।
আইনিউজ/এইচএ
আইনিউজে আরও পড়ুন-
- ২০ হাজার গানের জনক গাজী মাজহারুল আনোয়ার ও তার কীর্তি
- প্রেম-ভালোবাসার ১০ উপকারিতা : শ্রেষ্ঠ কিছু প্রেমের গল্প
- কোমরে বাশি, হাতে তালি — গানই মদিনা ভাই’র জীবন-মরণ
দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি
দুর্গা পূজা, দেবী বরণে প্রস্তুত শারদ প্রাঙ্গণ | Durgapuja | Moulvibazar
বিশ্ব হার্ট দিবসে মৌলভীবাজারে ফ্রি হার্ট ক্যাম্প || Eye News || National Heart Day || Moulvibazar
মৌলভীবাজারে মঙ্গলঘট নিয়ে নারীদের শোভাযাত্রা
মৌলভীবাজারে ১৬৩ মেধাবী শিক্ষার্থী পেলো অপটিমিস্টের সাড়ে ১৭ লক্ষ টাকার আর্থিক সহায়তা || Eye News
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’