সিলেট প্রতিনিধি
আপডেট: ১৪:২৩, ১৩ অক্টোবর ২০২২
সিলেটে রায়হান হ ত্যা : ৬ নম্বর আসামি এখন প্যারিসে
![২০২০ সালের অক্টোবর বন্দর পুলিশ ফাঁড়িতে মৃত্যু হয় রায়হান আহমেদের ২০২০ সালের অক্টোবর বন্দর পুলিশ ফাঁড়িতে মৃত্যু হয় রায়হান আহমেদের](https://www.eyenews.news/media/imgAll/2021April/রায়হান-হত্যা-পুলিশ-ফাড়ি-eyenews-2210131413.jpg)
২০২০ সালের অক্টোবর বন্দর পুলিশ ফাঁড়িতে মৃত্যু হয় রায়হান আহমেদের
সিলেট নগরীর বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে ২০২০ সালের ১১ অক্টোবর ভোর রাতে নির্যাতন করে রায়হান আহমদ (৩৪) নামে এক যুবককে হ ত্যা করা হয়। সে ঘটনার দুই বছর পেরিয়ে গেছে। ইতিমধ্যে কারাগারে আছেন এ হ ত্যা মামলায় অভিযুক্ত ৫ আসামি। তবে সম্প্রতি জানা গেছে এই মামলার ছয় নম্বর আসামি আবদুল্লাহ আল নোমান বর্তমানে ফ্রান্সের প্যারিসে অবস্থান করছেন বলে জানিয়েছে একাধিক সূত্র।
গত সোমবার (১০ অক্টোবর) রায়হান হ ত্যা মামলার দুই বছর পূর্ণ হয়েছে। ইতোমধ্যে আলোচিত এ হ ত্যা মামলায় ৬৯ সাক্ষীর মধ্যে ৪৪ জনের সাক্ষ্যগ্রহণ করেছেন সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিচারক। এছাড়া আদালতে ১৬৪ ধরায় জবানবন্দি দেওয়া ১০ জন আদালতে সাক্ষ্য দিয়েছেন।
এদিকে, দুই বছর আগে রায়হান হ ত্যার ঘটনার পর থেকে লাপাত্তা হয়ে যান এ হ ত্যা মামলার ৬ নম্বর আসামি কোম্পানীগঞ্জের বাসিন্দা আবদুল্লাহ আল নোমান। ঘটনার চার দিন পর থেকেই পলাতক হন নোমান। তিনি কোম্পানীগঞ্জ উপজেলার বুড়িডহর গ্রামের ইছরাইল আলীর ছেলে।
৬ নম্বর আসামি নোমানের বিরুদ্ধে রায়হান হ ত্যায় জড়িত না থাকলেও নোমানের প্রমাণ লোপাটের অভিযোগ এনেছে তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। নোমান ছাড়া ওই মামলার বাকি পাঁচ আসামি সিলেট মহানগর পুলিশে কর্মরত ছিলেন। তারা বর্তমানে কারাগারে।
মামলার ছয় নম্বর আসামি আব্দুল্লাহ আল নোমান
অপরাধী হয়েও যেভাবে প্যারিস গেলেন নোমান
খোঁজ নিয়ে জানা গেছে, রায়হান হ ত্যা র পর নগরীর মজুমদারির ভাড়া বাসাতেই ছিলেন নোমান। হার্ডডিস্ক গায়েবের খবর গণমাধ্যমে আসার পর এলাকা ছেড়ে দেন। এরপর বেশ কিছুদিন দেশের বিভিন্ন স্থানে অবস্থানের পর উত্তরবঙ্গ হয়ে ভারতে পাড়ি জমান।
জানা গেছে ভারতের কেরালাতেও কিছুদিন অবস্থান করেন নোমান। সেখানে ইন্টারনেটের মাধ্যমে পরিচয় হওয়া এক বন্ধুর মাধ্যমে নাম-পরিচয় লুকিয়ে ভিন্ন নামে ভারতের আধার কার্ড, পাসপোর্টসহ জাল কাগজপত্র জোগাড় করেন। এরপর ভারত থেকে অন অ্যারাইভাল ভিসায় আরও একটি দেশে আশ্রয় নেন। পরে সেখান থেকে ইউরোপে পাড়ি জমান।
বর্তমানে নোমান ফ্রান্সে অবস্থান করছেন। প্যারিস শহর থেকে দূরে একটি গ্রামে পরিচিত এক অভিবাসীর বাসায় আশ্রয় নেন বলে জানা গেছে।
যা বলছেন হ ত্যা মামলার আইনজীবী
রায়হান হ ত্যা মামলার আইনজীবী ব্যারিস্টার আবুল ফজল চৌধুরী বলেন, রায়হানের স্ত্রী, মা, সুরতহাল প্রস্তুতকারী ও চাচাসহ ৪৪ জন আদালতে সাক্ষ্য দিয়েছেন। আলোচিত এ হ ত্যা মামলার সাক্ষী ৬৯ জন। মামলায় ক্রমান্বয়ে আদালতে সাক্ষ্য দেবেন ওসমানী হাসপাতালের চিকিৎসক, তদন্ত কর্মকর্তাসহ বাকিরা। আমরা আশাবাদী, ন্যক্কারজনক এ ঘটনায় ন্যায়বিচার পাবো। ইতোমধ্যে আদালতে যতজন সাক্ষ্য দিয়েছেন তারা ঘটনার যথাযথ বর্ণনা দিয়েছেন।
তিনি আরও বলেন, রায়হান হ ত্যা মামলার আসামিরা কারাগারে থাকলেও এজাহারভুক্ত ৬ নম্বর আসামি আব্দুল্লাহ আল নোমান ঘটনার পর থেকেই পলাতক। যতটুকু জেনেছি, তিনি প্যারিসে আছেন। আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেও তাকে খুঁজে পায়নি বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এরপর তার মালামাল ক্রোকের আদেশ দিলেও ব্যক্তিগত মালামাল না থাকায় ক্রোক তামিল হয়নি।
রায়হানের দেহে ১১১ আঘাতের চিহ্ন!
আদালত সূত্র জানায়- রায়হানের দেহে ১১১ আঘাতের চিহ্ন উঠে আসে ফরেনসিক প্রতিবেদনে। আঘাতগুলো লাঠির। অতিরিক্ত আঘাতের কারণে রক্তক্ষরণে রায়হানের মৃত্যু হয়। আঘাতে শরীরের মাংস থেঁতলে যায়। রগ ফেটে গিয়ে আন্তঃদেহে রক্তক্ষরণ হয়। আঘাতের সময় রায়হানের পেট খালি ছিল। পেটে কেবল এসিডিটি লিকুইড ছিল।
রায়হান হত্যা মামলার অভিযোগপত্রে বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জের দায়িত্বে থাকা উপ-পরিদর্শক (এসআই) আকবর হোসেন ভূঁইয়াকে প্রধান অভিযুক্ত করা হয়।
অন্য অভিযুক্তরা হলেন সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আশেক এলাহী, কনস্টেবল হারুনর রশিদ, টিটু চন্দ্র দাস (৩৮), ফাঁড়ির টুইআইসি (সেকেন্ড-ইন-কমান্ড) পদে থাকা সাময়িক বরখাস্ত উপ-পরিদর্শক হাসান উদ্দিন ও এসআই আকবরের আত্মীয় কোম্পানীগঞ্জ উপজেলার সংবাদকর্মী আবদুল্লাহ আল নোমান (প্যারিসে পলাতক)।
পুলিশ সূত্রে জানায়, ২০২০ সালের ১০ অক্টোবর মধ্যরাতে সিলেটের আখালিয়ার বাসিন্দা রায়হান আহমদকে বন্দরবাজার ফাঁড়িতে তুলে নিয়ে নির্যাতন করা হয়। পরদিন সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
মৃত্যুর ১২ দিন পর মামলা করেন রায়হানের স্ত্রী
রায়হানের মৃত্যুর পরদিন ১২ অক্টোবর তার স্ত্রী তাহমিনা আক্তার তান্নী বাদী হয়ে পুলিশি হেফাজতে মৃত্যু (নিবারণ) আইনে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা করেন। মামলার পর মহানগর পুলিশের একটি অনুসন্ধান কমিটি তদন্ত করে ফাঁড়িতে নিয়ে রায়হানকে নির্যাতনের সত্যতা পায়। ফাঁড়ির ইনচার্জের দায়িত্বে থাকা এসআই আকবর হোসেন ভূঁইয়াসহ চার জনকে ওই বছরের ১২ অক্টোবর সাময়িক বরখাস্ত এবং তিন জনকে প্রত্যাহার করা হয়।
এরপর কনস্টেবল হারুনসহ তিন জনকে গ্রেফতার করে মামলার তদন্তকারী সংস্থা পিবিআই। তবে প্রধান অভিযুক্ত আকবর ১৩ অক্টোবর পুলিশি হেফাজত থেকে পালিয়ে ভারতে চলে যান। ৯ নভেম্বর সিলেটের কানাইঘাট সীমান্ত থেকে তাকে গ্রেফতার করা হয়।
তদন্তের শেষ পর্যায়ে ২০২১ সালের ২৯ জানুয়ারি প্রধান আসামি আকবরকে পালাতে সহায়তা করা ও আলামত গোপন করার চেষ্টার অভিযোগে বন্দরবাজার ফাঁড়ির টুআইসি পদে থাকা সাময়িক বরখাস্ত উপ-পরিদর্শক হাসান উদ্দিনকে গ্রেফতার করে পিবিআই।
এরপর ২০২১ সালের ৫ মে পিবিআই আলোচিত এ মামলার চার্জশিট আদালতে জমা দেয়। নির্ধারিত তারিখে শুনানি শেষে ৩০ সেপ্টেম্বর এক হাজার ৯০০ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন গ্রহণ করেন আদালত। এরপর শুরু হয় বিচারকাজ।
রায়হানের মায়ের অনশন ও সিসিক মেয়রের আশ্বাস
রায়হান হ ত্যা র পর রায়হান আহমদের মা সালমা বেগম ১১ অক্টোবর সকাল থেকেই ছেলে হ ত্যা র বিচার চেয়ে আমরণ অনশন শুরু করেন। সেসময় তার সাথে তার স্বজনরাও উপস্থিত ছিলেন। বিকেলের দিকে রায়হানের মা অনশনরত অবস্থায় অসুস্থ হয়ে পড়লে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী এসে সুবিচারের আশ্বাস দিয়ে অনশন ভাঙান।
সে সময় মেয়র রায়হানের মাকে আশ্বস্ত করে বলেন, ‘যতক্ষণ পর্যন্ত দোষীদের গ্রেপ্তার ও বিচার না হবে, ততক্ষণ পর্যন্ত সিলেটবাসী এই আন্দোলনে রায়হানের পরিবারের পাশে থাকবে।’
তিনি রায়হানের মাকে বলেছিলেন, ‘রায়হান হত্যার ঘটনায় অভিযুক্ত এসআই আকবর ও অন্যান্য আসামিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের জন্য আমরা পররাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীসহ পুলিশের ঊর্ধ্বতন কর্তকর্তাদের সঙ্গে কথা বলব।’
আইনিউজ/এইচএ
আইনিউজে আরও পড়ুন-
- ২০ হাজার গানের জনক গাজী মাজহারুল আনোয়ার ও তার কীর্তি
- প্রেম-ভালোবাসার ১০ উপকারিতা : শ্রেষ্ঠ কিছু প্রেমের গল্প
- কোমরে বাশি, হাতে তালি — গানই মদিনা ভাই’র জীবন-মরণ
দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি
সবচেয়ে সুন্দরী নারীদের দেশ ।। Most beautiful woman in the world ।। Eye News
যে গ্রামে পুরুষ ছাড়া অন্তঃসত্ত্বা হচ্ছেন নারীরা | Women are pregnant without men | Kenyan Girls | Eye News
চুল বেঁধে ঘুমিয়ে নিজের যে ক্ষতি করছেন ।। Hair loss problems
পায়খানা ও প্রস্রাব দীর্ঘক্ষণ চেপে রাখলে যে ক্ষতি হয়??
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’