মৌলভীবাজার প্রতিনিধি
জন্ম-মৃত্যু নিবন্ধনে দেশসেরা মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান
মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান
জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম দক্ষতার সাথে সম্পাদনের স্বীকৃতি স্মরূপ জাতীয় পর্যায়ে দেশসেরা (শ্রেষ্ঠ) হয়েছেন মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান।
পাশাপাশি মৌলভীবাজারের স্থানীয় সরকার উপ-পরিচালক মল্লিকা দে শ্রেষ্ঠ উপ-পরিচালক নির্বাচিত হয়েছেন।
আগামী রোববার (১৬ অক্টোবর) জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালন করা হবে। দিবসটি উপলক্ষে রাজধানীর ঢাকার আগারগাঁওয়ে বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে জন্ম ও মৃত্যু নিবন্ধনে অবদানের জন্য বিশেষ স্বীকৃতি পুরস্কার দেওয়া হবে।
এ পুরস্কারের জন্য সারাদেশে ১০ জনকে সম্মাননা দেওয়া হবে। এরমধ্যে আছেন স্থানীয় সরকার উপ-পরিচালক সাতজন, ইউনিয়ন চেয়ারম্যান দুইজন। তবে সারাদেশে একজন মাত্র মেয়র এ পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন।
মনোনীত প্রতিষ্ঠান ও ব্যক্তিকে সম্মাননা সনদ ও ক্রেস্ট প্রদান করা হবে।
রেজিস্টার জেনারেল ও অতিরিক্ত সচিব মো. রাশেদুল হাসান গত মঙ্গলবার (১১ অক্টোবর) এ বিষয়ে এক নির্দেশনাপত্রে স্বাক্ষর করেন।
সম্মাননা বিষয়ে জানতে চাইলে মেয়র ফজলুর রহমান আই নিউজকে বলেন, ‘জন্ম ও মৃত্যু নিবন্ধন জটিল একটা প্রক্রিয়া ছিলো। মানুষের ভোগান্তি লাঘবে আমি বেশকিছু পদক্ষেপ নেই। প্রথমে পৌরসভায় এ সেকশনে পর্যাপ্ত লোকবলকে নিয়োজন করি। বড় পরিসরে কক্ষ করে দেই। সচেতনতনা বাড়াতে র্যা লি, লিফলেট ও মাইকিং করি। গণমাধ্যমে, জনসভায়, হাটবাজারে সর্বত্র প্রচারণা চালিয়ে যাচ্ছি। মনিটরিং বাড়াই। এটা অব্যাহত আছে।’
ফজলুর রহমান বলেন, যেকোনো স্বীকৃতি কাজের গতি ও উৎসাহ বাড়িয়ে দেয়। এই পুরস্কারও কাজের এবং কষ্টের স্বীকৃতি।
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’