মৌলভীবাজার প্রতিনিধি
শেখ রাসেল পদক গ্রহণ করেছে মৌলভীবাজারের শৈশব সিংহ
![অদম্য মেধাবী শৈশব সিংহ অদম্য মেধাবী শৈশব সিংহ](https://www.eyenews.news/media/imgAll/2021April/শেখ-রাসেল-পদক-পেলো-মেধাবী-শৈশব-সিংহ-eyenews-2210181858.jpg)
অদম্য মেধাবী শৈশব সিংহ
শেখ রাসেল পদক ২০২২ গ্রহণ করেছে মৌলভীবাজারের অনন্য মেধাবী শৈশব সিংহ। আজ মঙ্গলবার (১৮ অক্টোবর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে পদকটি গ্রহণ করে শৈশব। শিল্প ও সংস্কৃতি ক্ষেত্রে তাঁকে এই পদক দেওয়া হয়।
ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মঙ্গলবার সকালে ‘শেখ রাসেল দিবস’-এর উদ্বোধন এবং ‘শেখ রাসেল পদক’প্রদান অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গণভবন প্রান্ত থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত ছিলেন সরকারপ্রধান।
এ সময় মন্ত্রী পরিষদ বিভাগের সদস্যগণ, সংসদ সদস্যগণ, সচিবগণ, শিক্ষাবিদ, রাজনীতিবিদ, সাংবাদিক, লেখক, সাহিত্যিক, সরকারি কর্মকর্তা এবং সুশীল সমাজের প্রতিনিধি নানা স্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয় এই আয়োজন করে।
অনন্য মেধাবী শৈশব সিংহ
শিক্ষক বাবার সন্তান শৈশব সিংহ মৌলভীবাজারের এক অনন্য মেধাবী। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সে বিভিন্ন পুরস্কার অর্জন করেছে। অংশগ্রহণ করেছে মেধাভিত্তিক আয়োজনে।
সে এবার শেখ রাসেল পদক ২০২২-এ ভূষিত হয়েছে। মৌলভীবাজার জেলা শিশু বিষয়ক কর্মকর্তা ও শিশু উন্নয়ন গবেষক জসীম উদ্দীন মাসুদ জানান- এর আগে চারবার সে দেশসেরার সম্মান পেয়েছে। শিক্ষক বাবা শ্যামল সিংহ ও গৃহিনী মা সূচন্দা সিনহার একমাত্র পুত্র শৈশব সিংহ। সে এবং মৌলভীবাজারের দি ফ্লাওয়ার্স কেজি এন্ড হাইস্কুলের ছাত্র।
শৈশব এর আগে মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমি আয়োজিত প্রতিযোগিতায় দু’বার দেশসেরা হওয়ার গৌরব অর্জন করে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর আয়োজিত দেশব্যাপী এই চিত্রাংকন প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছিল। শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত প্রতিযোগিতায়ও সে দেশসেরা হয়েছিলো।
আন্তর্জাতিক পর্যায়ে অর্জন
১) MITSUBISHI ASIAN CHILDERN'S ENIKKI FESTA SELECTED FOR THE BANGLADESH CHILDREN'S SPECIAL EXHIBITION 2015-2016-তে অংশগ্রহণ।
২) INTERNATIONAL ART EXHIBITION & COMPETITION KOLKATA, INDIA 2018-তে বিশেষ স্থান অর্জন করে।
৩) INTERNATIONAL ART EXHIBITION & COMPETITION KOLKATA, INDIA 2019-এ তৃতীয় স্থান অর্জন করে।
৪) International Children's Painting Exhibition 2022.At Mithila Yean Art Gallery, Thamel, Kathmandu, Nepal-এ শীর্ষ দশে স্থান করে নেয় শৈশব।
জাতীয় পর্যায়ে অর্জন
১)গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় সারাদেশব্যাপি "বঙ্গবন্ধু ও বাংলাদেশ" শীর্ষক চিত্রাংকন প্রতিযোগিতায়-২০২১-তে গ বিভাগে প্রথম স্থান অর্জন করে।
২) মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের বাংলদেশ শিশু একাডেমির আয়োজনে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং মহান বিজয় দিবস ২০২১ উদযাপন উপলক্ষে সারাদেশব্যাপি চিত্রাংকন প্রতিযোগিতায় গ বিভাগে প্রথম স্থান অর্জন করে।
৩) মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় বাংলদেশ শিশু একাডেমির আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২১ উদ্যাপন উপলক্ষে সারাদেশব্যাপি চিত্রাংকন প্রতিযোগিতায় গ বিভাগে প্রথম স্থান অর্জন করে।
৪) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আয়োজনে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপন উপলক্ষে সারাদেশব্যাপী চিত্রাংকন প্রতিযোগিতায় ২০২১, গ বিভাগে প্রথম স্থান অর্জন করে।
৫) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর এঁর ১০২ তম জন্মবার্ষিকী ২০২২ ও জাতীয় শিশু দিবস ২০২১ উদ্যাপন উপলক্ষে সারাদেশব্যাপী চিত্রাংকন প্রতিযোগিতায় ঘ বিভাগে শ্রেষ্ঠ স্থান অর্জন করে।
৬) শহীদ দিবসওআন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২১ উপলক্ষে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর কর্তৃক সারা দেশব্যাপী আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় গ গ্রুপে প্রথম স্থান অর্জন করে।
৭) শেখ রাসেল পদক-২০২২ (শিপ্লকলা ও সাংস্কৃতি বিভাগ)।
আঞ্চলিক পর্যায়ে অর্জন
১) বাংলদেশ শিশু একাডেমি সিলেউপলক্ষে উপলক্ষ্যে চিত্রাংকন প্রতিযোগিতায় গ বিভাগে প্রথম স্থান অর্জন করে।
২) world Migratory Bird Day-2017-তে Art Competition, (Group-B)-এ প্রথম স্থান অর্জন করে।
৩) জাতীয় শিশু পুরষ্কার প্রতিযোগিতা ২০১৯ চিত্রাংকন প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জন করে।
৪) জাতীয় শিশু পুরষ্কার প্রতিযোগিতা ২০২০ চিত্রাংকন প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে তৃতীয় স্থান অর্জন কররে।
৫) বিজয় ফুল তৈরী ২০১৯ প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জন করে।
শিল্পকলাসহ অন্যান্য কর্ম
বাংলাদেশ শিশু একাডেমির প্রধান কার্যালয় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে তৈরী করা আমন্ত্রণপত্রে শৈশব সিংহের আঁকা ছবি ব্যবহার করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ঢাকা এর প্রাঙ্গনে প্রদর্শিত ‘আমার মুজিব’ চিত্রকর্মটি শৈশবের আঁকা। মৌলভীবাজার জেলা প্রশাসনের ২০২২ সালের মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের আমন্ত্রণপত্রে শৈশবের আঁকা ছবি ব্যবহার করা হয়েছে। বঙ্গবন্ধুর ছেলেবেলা নিয়ে প্রকাশিত ছোটদের উপযোগী বই "ভয়ানক ছেলে"বই প্রচ্ছদ ও অলংকরণ এবং বঙ্গবন্ধুর ১৮টি ছবি পেন্সিল ড্রইং করেশে শৈশব সিংহ। বইটির ICBN:978-984-95066-0-7।
শৈশব সিংহ স্কাউট, গণিত অলিম্পিয়াড, বিজ্ঞান মেলা, বিজ্ঞান কুইজে ও বিদ্যালয়ের বিভিন্ন অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে অংশ গ্রহণ করে। কিশোর বাতায়নের বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এছাড়াও শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০১৭ সালে সুন্দর হাতের লেখায়.২য় পুরষ্কার অর্জন করে।
এছাড়াও জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন সরকারি প্রতিযোগিতায়-৪৫টি ও বেসরকারী প্রতিযোগিতায় ৩৫টির অধিক সনদ অর্জন করেছে শৈশব সিংহ।
মৌলভীবাজার শৈশবের বেড়ে ওঠার শহর।
আইনিউজ/এইচএ
আইনিউজে আরও পড়ুন-
- ২০ হাজার গানের জনক গাজী মাজহারুল আনোয়ার ও তার কীর্তি
- প্রেম-ভালোবাসার ১০ উপকারিতা : শ্রেষ্ঠ কিছু প্রেমের গল্প
- কোমরে বাশি, হাতে তালি — গানই মদিনা ভাই’র জীবন-মরণ
দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি
সবচেয়ে সুন্দরী নারীদের দেশ ।। Most beautiful woman in the world ।। Eye News
যে গ্রামে পুরুষ ছাড়া অন্তঃসত্ত্বা হচ্ছেন নারীরা | Women are pregnant without men | Kenyan Girls | Eye News
চুল বেঁধে ঘুমিয়ে নিজের যে ক্ষতি করছেন ।। Hair loss problems
পায়খানা ও প্রস্রাব দীর্ঘক্ষণ চেপে রাখলে যে ক্ষতি হয়??
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’