মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ২২:১৬, ১৯ অক্টোবর ২০২২
এক্স রোটার্যাক্টর্স গ্রুপ অব মৌলভীবাজারের অভিষেক
এক্স রোটার্যাক্টর্স গ্রুপ অব মৌলভীবাজারের অভিষেক অনুষ্ঠান।
এক্স এক্স রোটার্যাক্টর্স গ্রুপ অব মৌলভীবাজার-এর অভিষেক অনুষ্ঠিত হয়েছে। মানবিক ও সামজিক ক্ষেত্রে মানুষের পাশে থেকে কাজ করার প্রত্যয় নিয়ে এক্স রোটার্যাক্টরা নতুন করে সংগঠিত হয়েছেন বলে জানিয়েছেন।
গত ৮ অক্টোবর মৌলভীবাজার শহরের বেঙ্গল কনফারেন্স হলে অভিষেক অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র ফজলুর রহমান ও উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন।
সভাপতিত্ব করেন নবগঠিত সংগঠনের সভাপতি সৈয়দ বদরুল হক টিটু।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনএসবি চক্ষু হাসপাতালের সাধারণ সম্পাদক সৈয়দ মোশাহিদ আহমদ চুন্নু, অধ্যাপক সৈয়দ মুজিবুর রহমান, অধ্যাপক মামুনুর রশীদ, বিটিভির জেলা প্রতিনিধি ও আই নিউজের সম্পাদক হাসানাত কামাল।
কমিটি উপদেষ্টা পরিষদ | Advisory Council
শাহাদত হুসেইন, সৈয়দ বদরুল হক টিটু, এনামুল কবির তুষার, শামীম আহমদ, সৈয়দ আশরাফুল ইসলাম সায়েম, আমিনুর রহমান কাবিদ ও মোহাম্মদ নাছিম উদ্দিন।
পরিচালনা পরিষদ | Governing Body
-
সভাপতি- সৈয়দ বদরুল হক টিটু।
-
সহ সভাপতি- মহসিন আহমদ খাঁন লিটন, অসিত কুমার দাস ও মিয়া মোহাম্মদ শহিদুর রহমান।
-
সচিব- সায়েমুর রহমান।
-
যুগ্ম সচিব- তজম্মুল ইসলাম, শিপন আহমদ ও মনোয়ার আহমদ রহমান।
-
কোষাধ্যক্ষ- শাহরিয়ার মোস্তফা তানিম, সহ কোষাধ্যক্ষ- মাইনুল হুসেন বেলাল।
-
নিরীক্ষক- জসিম উদ্দিন আগুন। ক্লাব সেবা- সালেহ আহমদ। সমাজসেবা- সৈয়দ ফারাবি।
-
যোগাযোগ- মুহিম আহমদ, আব্দুর রব চৌধুরী সুমন ও মেহেদী হাসান রাজা।
-
শৃংখলা রক্ষা- সৈয়দ জিল্লুর রহমান ও সাচ্চু মিয়া।
-
সম্পাদক- সৈয়দ মনসুর আহমেদ সুমেল, সহ-সম্পাদক- এমদাদ আহমদ খাঁন।
এক্স রোটার্যাক্টর্স গ্রুপ অব মৌলভীবাজার-এর সভাপতি সৈয়দ বদরুল হক টিটু আই নিউজকে বলেন, আমরা সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখতে চাই। মানুষের পাশে থাকতে চাই। ইতোমধ্যে আমরা বিভিন্ন বিদ্যালয়ে শিশুদের মধ্যে স্কুলব্যাগ বিতরণ করেছি। আমাদের সামাজিক উদ্যোগ অব্যাহত থাকবে।
এক্স রোটার্যাক্টর্স গ্রুপ অব মৌলভীবাজারের অভিষেক অনুষ্ঠানে অতিথি এবং এক্স রোটার্যাক্টরা।
আই নিউজে আরও পড়ুন
-
ধরা পরেও ভয় নেই ডাকাতদের, হাসছেন গাল ভরে, করছেন ঠাট্টা-ইয়ার্কি
-
দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি
দিনমজুর বাবার ছেলে মাহির বুয়েটে পড়ার সুযোগ || BUET success story of Mahfujur Rhaman || EYE NEWS
হানিফ সংকেত যেভাবে কিংবদন্তি উপস্থাপক হলেন | Biography | hanif sanket life documentary | EYE NEWS
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’