মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ১৬:৪৪, ২৪ অক্টোবর ২০২২
আ ত্ম হ ত্যা র দড়িতে মনে পড়ে যায় মায়ের মুখ
মৌলভীবাজারের হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ে ভারতীয় সাইক্লিস্ট সঞ্জয় বানজারা
সকল প্রস্তুতি সম্পন্ন। কিন্তু আ ত্ম হ ত্যা র দড়িতে মনে পড়ে যায় মায়ের মুখ। ফিরে আসেন জী ব ন কে শে ষ করে দেওয়া থেকে।
‘আ ত্ম হ ত্যা যন্ত্রণা শেষ করে না। বরং অন্য কাউকে দিয়ে দেয়। যন্ত্রণা ছড়িয়ে দেয়। মা-বাবা, ভাইবোন, সন্তান, স্বামী কিংবা স্ত্রীকে ভোগায়।’
দুইবার আ ত্ম হ ত্যা করতে চেয়েছিলেন ভারতীয় যুবক সঞ্জয় বানজারা। সিলিং ফ্যানে সকল প্রস্তুতি সম্পন্নও করেছিলেন। তখনই মায়ের মুখ চোখের সামনে ভেসে আসে। ফিরে আসেন আ ত্ম হ ত্যা থেকে। এরপরই তাঁর এমন অনুভূতি।
এখন তিনি আ ত্ম হ ত্যা প্রতিরোধে নিজ দেশ এবং বাংলাদেশে প্রচারণা চালাচ্ছেন। স্কুলে, বাজারে সব জায়গায়া প্রচারণা চালিয়ে যাচ্ছেন পশ্চিমবঙ্গের যুবক।
উত্তর ২৪ পরগণা জেলার গাইঘাটা থানার গুটরী গ্রামের যুবক সঞ্জয় বানজারা। নিজের জীবনের কথা বলেছেন আই নিউজের সাথে।
সঞ্জয় জানান- করোনাকালীন সময়ে প্রথমে বাইক দুর্ঘটনার স্বীকার হন তিনি। এরপর ব্যবসায়ও ক্ষতিগ্রস্ত হয়ে পড়েন। বন্ধ হয়ে যায় দোকানপাট। হতাশাগ্রস্ত হয়ে দুইবার জীবন শেষ করে দেওয়ার চেষ্টা করেন। তখন ২০২০ সাল।
সঞ্জয় বলেন- ‘সিলিং ফ্যানে সব আয়োজন সম্পন্ন করে ফেলেছিলাম। এরমধ্যে মায়ের মুখ ভেসে আসে। আর আ ত্ম হ ত্য করতে পারিনি।
পরে পাশের বাড়ির এক বোনের স্বামীর পরামর্শে সাইক্লিং শুরু করি। প্রথমে উদ্দেশ্যহীন ঘুরাফেরা করি। পরে আ ত্ম হ ত্যা র বিরুদ্ধে প্রচারণা শুরু করি। আট মাস ১৫ দিনে ২৪টি রাজ্য ঘুরেছি।
সঞ্জয় বলেন- ‘জীবনের একমাত্র অর্থ মানবতার সেবা করা। সমস্যার সমাধান বেঁচে থেকে করতে হয়। আ ত্ম হ ত্যা করে সমস্যার সমাধান হয় না। সাইকেল চালালে মানসিক অবস্থার উন্নতি হয়। আমি এখন সেই কাজই করে যাচ্ছি। আ ত্ম হ ত্যা বিরোধী প্রচারণা চালিয়ে যাচ্ছি।’
সঞ্জয় বানজারা গত ২৬ সেপ্টেম্বর বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। রাজধানী ঢাকাসহ দেশের কয়েকটি জেলা ঘুরে শনিবার (২২ অক্টোবর) বাইসাইকেল চালিয়ে এসেছেন মৌলভীবাজারে।
রোববার (২৩ অক্টোবর) মৌলভীবাজার শহরের হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ে গিয়ে প্রচারণা চালান। এ সময় সাথে ছিলেন মৌলভীবাজার সাইক্লিং কমিউনিটির ইমন আহমদ, থৌঙাম সঞ্জীবসহ অন্যান্য সদস্যরা। এতে সহযোগিতা করেন বিটিভির জেলা প্রতিনিধি ও আই নিউজের সম্পাদক হাসানাত কামাল, হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদা বেগম ও শিক্ষক মাধুরী মজুমদার।
সাইক্লিং কমিউনিটির ইমন আহমদ বলেন- সঞ্জয় বানজারা মৌলভীবাজারে প্রচারণা শেষে রোববার দুপুরে সিলেটের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন। মৌলভীবাজার অবস্থানকালে আমরা তাঁকে সর্বাত্মক সহযোগিতা করার চেষ্টা করেছি।
এদিকে সঞ্জয় বানজারা বাংলাদেশের মানুষের আতিথেয়তায় মুগ্ধ। তিনি বলেন- ‘এদেশের মানুষ খুবই অতিথিপরায়ন ও সহযোগিতাপরায়ণ। সবাই বেশ আপ্যায়ন করছেন।। মজা করে বলেন- ‘আমি তো খেতে খেতে শেষ হয়ে যাচ্ছি।’
আইনিউজ/এইচএ
আইনিউজে আরও পড়ুন-
- ২০ হাজার গানের জনক গাজী মাজহারুল আনোয়ার ও তার কীর্তি
- প্রেম-ভালোবাসার ১০ উপকারিতা : শ্রেষ্ঠ কিছু প্রেমের গল্প
- কোমরে বাশি, হাতে তালি — গানই মদিনা ভাই’র জীবন-মরণ
দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি
সবচেয়ে সুন্দরী নারীদের দেশ ।। Most beautiful woman in the world ।। Eye News
যে গ্রামে পুরুষ ছাড়া অন্তঃসত্ত্বা হচ্ছেন নারীরা | Women are pregnant without men | Kenyan Girls | Eye News
চুল বেঁধে ঘুমিয়ে নিজের যে ক্ষতি করছেন ।। Hair loss problems
পায়খানা ও প্রস্রাব দীর্ঘক্ষণ চেপে রাখলে যে ক্ষতি হয়??
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’