নিজস্ব প্রতিবেদক
সিলেটে শিশুদের রক্তে মিলছে উচ্চ ক্ষতিকারক সিসা
![শিশুদে রক্তে আশঙ্কাজনভাবে সিসার উপস্থিতি পাওয়া যাচ্ছে শিশুদে রক্তে আশঙ্কাজনভাবে সিসার উপস্থিতি পাওয়া যাচ্ছে](https://www.eyenews.news/media/imgAll/2021April/শিশুদের-রক্তে-মিলছে-সিসা-eyenews-2210261647.jpg)
শিশুদে রক্তে আশঙ্কাজনভাবে সিসার উপস্থিতি পাওয়া যাচ্ছে
সিসা একটি বিষাক্ত পদার্থ এটা সকলেই জানেন। মানুষ যখন খাবার, পানীয় গ্রহণ করে ও শ্বাসপ্রশ্বাস নেয় তখন সিসা আমদের দেহে প্রবেশ করে। যা পরবর্তীতে বড় ধরনের শারিরীক অসুখের জন্ম দেয়। এই বিষাক্ত সিসার উপস্থিতি পাওয়া যাচ্ছে সিলেটের শিশুদের রক্তে!
আন্তর্জাতিক শিশু সংস্থা ইউনিসেফের উদ্যোগে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) এবং আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্রের (আইসিডিডিআরবি) গবেষণায় ওঠে এসেছে এমন চিত্র। সম্প্রতি এই গবেষণা পরিচালনা করা হয়।
সিসা একটি শক্তিশালী নিউরোটক্সিন যা শিশুদের মস্তিষ্কে অপূরণীয় ক্ষতি করে। এটি বিশেষ করে পাঁচ বছরের কম বয়সীদের ক্ষেত্রে ধ্বংসাত্মক পরিণতি বয়ে আনে। মস্তিষ্কের পুরোপুরিভাবে বিকশিত হওয়ার সুযোগ পাওয়ার আগেই ক্ষতিসাধন করে। এতে শিশুদের সারাজীবনের জন্য স্নায়বিক, মানসিক ও শারীরিক প্রতিবন্ধিকতার মুখে পড়তে হয়।
গবেষণায় দেখা গেছে সিলেটের দুই থেকে চার বছর বয়সী শিশুদের শতভাগের শরীরেই সিসার উপস্থিতি ধরা পড়েছে।
সিলেট ছাড়াও এই তালিকায় রয়েছে ঢাকা, টাঙ্গাইল, খুলনা ও পটুয়াখালী। মূলত এই চার জেলার শিশুদের ওপর গবেষণাটি পরিচালিত হয়। ঢাকা বাদে বাকি চার জেলা থেকে ৯৮০ শিশুকে গবেষণার আওতায় আনা হয়। এসব শিশুর প্রত্যেকের রক্তে সিসার উপস্থিতি পাওয়া গেছে।
এর মধ্যে ৬৫ শতাংশ শিশুরই রক্তে সিসার মাত্রা যুক্তরাষ্ট্রের সিডিসি নির্ধারিত মাত্রা ৩ দশমিক ৫ মাইক্রোগ্রামের বেশি। এ ছাড়া ২৪ মাস থেকে ৪৮ মাস বয়সী শিশুদের শতভাগের শরীরেই সিসার উপস্থিতি পাওয়া গেছে।
এদিকে, ঢাকা জেলার ৫০০ শিশুকে গবেষণার আওতায় আনা হয়। তাদের প্রত্যেকের শরীরের রক্তে সিসার উপস্থিতি মিলেছে।
গবেষণা প্রতিবেদন অনুসারে, বয়স্কদের তুলনায় শিশুদের শরীরে সিসার নেতিবাচক প্রভাব বেশি। এর প্রভাবে শিশুদের বুদ্ধিমত্তা কমে যায়। মনোযোগের ঘাটতি তৈরি করে এবং লেখাপড়ায়ও তারা দুর্বল হয়ে পড়ে। ছোটবেলা থেকেই যাদের শরীরে সিসার মাত্রাতিরিক্ত উপস্থিতি মিলছে, বড় হয়ে তাদের আগ্রাসী হয়ে ওঠার আশঙ্কাও অনেক বেশি।
গবেষকরা জানান, সিসা একটি শক্তিশালী নিউরোটক্সিন যা শিশুদের মস্তিষ্কে অপূরণীয় ক্ষতি করে। এটি বিশেষ করে পাঁচ বছরের কম বয়সীদের ক্ষেত্রে ধ্বংসাত্মক পরিণতি বয়ে আনে। মস্তিষ্কের পুরোপুরিভাবে বিকশিত হওয়ার সুযোগ পাওয়ার আগেই ক্ষতিসাধন করে। এতে শিশুদের সারাজীবনের জন্য স্নায়বিক, মানসিক ও শারীরিক প্রতিবন্ধিকতার মুখে পড়তে হয়। মারাত্মক সিসা দূষণ অনেক সময় মৃত্যুর কারণ হয়।গবেষকরা আরও জানান, সিসা দূষণে দেশে প্রতি বছর ৩১ হাজার মানুষের মৃত্যু হয়। যা দেশে মোট মৃত্যুর ৩ দশমিক ৬ শতাংশ।
তবে সিসা দূষণের ক্ষেত্রে সিলেট জেলায় ঝুঁকি কিছুটা কম বলে জানিয়েছেন গবেষকরা।
আইইডিসিআরের গবেষক ও সিনিয়র সায়েন্টিফিক অফিসার ড. নওরোজ আফরিন বলেন, ‘টাঙ্গাইল, খুলনা, সিলেট ও পটুয়াখালী এ চার জেলায় শিশুদের (১৮ বছরের কম বয়স) দেহে সিসার মাত্রা পরীক্ষা করা হয়। এতে পরীক্ষিত ৯৮০ শিশুর রক্তে সিসা মিলেছে। এর মধ্যে ৬৫ শতাংশ শিশুর রক্তে সিসার মাত্রা যুক্তরাষ্ট্রের সিডিসি নির্ধারিত মাত্রা ৩ দশমিক ৫ মাইক্রোগ্রামের চেয়ে বেশি। ২৪ থেকে ৪৮ মাস বয়সী শিশুদের শতভাগের শরীরেই সিসা পাওয়া গেছে। খুলনা ও টাঙ্গাইল জেলা উচ্চ ঝুঁকিপূর্ণ এবং সিলেট ও পটুয়াখালী জেলায় ঝুঁকি কম।’
আইনিউজ/এইচএ
আইনিউজে আরও পড়ুন-
- রেসকিউ সেন্টার থেকে ফের লাউয়াছড়ার বুকে গেলো লজ্জাবতি বানরগুলো
- লোকালয়ে রয়েল বেঙ্গল টাইগার, আতঙ্কে গ্রামবাসী
- ঘুমন্ত মানুষের ঘামের গন্ধে আসে এই সাপ, দংশনে নিশ্চিত মৃত্যু
বিশ্বের মজার মজার গল্প আর তথ্য সম্বলিত আইনিউজের ফিচার পড়তে এখানে ক্লিক করুন
দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি
দিনমজুর বাবার ছেলে মাহির বুয়েটে পড়ার সুযোগ || BUET success story of Mahfujur Rhaman || EYE NEWS
হানিফ সংকেত যেভাবে কিংবদন্তি উপস্থাপক হলেন | Biography | hanif sanket life documentary | EYE NEWS
আশ্চর্য এন্টার্কটিকা মহাদেশের অজানা তথ্য | Antarctica continent countries | facts। Eye News
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’