মৌলভীবাজার প্রতিনিধি
জাপাইগো | প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা | কর্মশালা
![কর্মশালায় বক্তব্য রাখেন জাপাইগো-এর প্রোগ্রাম ম্যানেজার তারিকুল ইসলাম কর্মশালায় বক্তব্য রাখেন জাপাইগো-এর প্রোগ্রাম ম্যানেজার তারিকুল ইসলাম](https://www.eyenews.news/media/imgAll/2021April/জাপাইগো-প্রসব-পরবর্তী-পরিবার-পরিকল্পনা-কর্মশালা-মৌলভীবাজার-Eyenews-2210271600.jpg)
কর্মশালায় বক্তব্য রাখেন জাপাইগো-এর প্রোগ্রাম ম্যানেজার তারিকুল ইসলাম
প্রসবের পরে সুস্থ ও নিরাপদ থাকার জন্য একটা মেয়াদে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ করা খুবই প্রয়োজন। সেটা হতে পারে দুই বছর, তিন বছর বা পাঁচ বছর। কিন্তু অধিকাংশ নারীরা সেটা নিতে চান না। অস্বস্তিবোধ করেন।
হাসপাতাল বা ক্লিনিকে প্রসব পরবর্তী জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা করে দিলেও অনেকে সেটা রাখতে চান না। আছে পুরুষদের নিয়ন্ত্রণ ও হস্তক্ষেপ। পরিবার ও আশেপাশের লোকজনের কটুকথাও শুনতে হয়। এর পেছনে বড় কারণ অসচেতনতা ও অজ্ঞতা। এমনটাই বলছেন মৌলভীবাজারের চিকিৎসক, নার্স ও স্বাস্থকর্মীরা। সারাদেশের মতো এটা মৌলভীবাজারেরও চিত্র।
প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা বিষয়ে মঙ্গলবার (২৫ অক্টোবর) মৌলভীবাজার শহরের রেস্ট ইন হোটেলে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় গর্ভবতী মায়েদের প্রসব পরবর্তী স্বাস্থ্য সেবা, জন্ম নিয়ন্ত্রণ ও সচেতনতা বিষয়ে আলোচনা করা হয়।
‘Accelerating Access to Post-Partum Family Planning in Bangladesh’ বা ‘বাংলাদেশে প্রসবোত্তর পরিবার পরিকল্পনায় অভিগমন ত্বরান্বিত করা’- বিষয়ক এ কর্মশালায় চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, মিডওয়াইফ, চা বাগান এলাকায় স্বাস্থ্য সেবা প্রদানকারী, ইউপি সদস্য, জনপ্রতিনিধি, কেমিস্ট এন্ড ড্রাগিস্ট প্রতিনিধি এবং সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
মৌলভীবাজার জেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ এবং বেসরকারি সংস্থা জাপাইগো তিনবছরব্যাপী মাঠের কাজ শেষে ক্লোজআউট এ কর্মশালার আয়োজন করে।
এতে সভাপতিত্ব করেন মৌলভীবাজার পরিবার ও পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক খন্দকার মাহবুবুর রহমান। প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. চৌধুরী মো. জালাল উদ্দিন মুর্শেদ।
বক্তব্য রাখেন জাপাইগো-এর প্রোগ্রাম ম্যানেজার তারিকুল ইসলাম।
মৌলভীবাজারে প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা নিয়ে জাপাইগো-এর কাজের সার্বিক চিত্র তুলে ধরেন ডা. শারমিন জাহান।
অংশগ্রহণকারীদের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন- মৌলভীবাজার মা ও শিশু হাসপাতালের চিকিৎসক ডা. বিশ্বজিৎ ভৌমিক, শ্রীমঙ্গল উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী, গাইনি কনসালটেন্ট ডা. মির্জা ফারজানা হলি, কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুল আলম, মৌলভীবাজার সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বর্নালী দাশ, কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. রকিবুল আলম পলাশ, বিটিভির জেলা প্রতিনিধি ও আই নিউজের সম্পাদক হাসানাত কামাল প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. রবিউস সানি ও সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা সুমন চন্দ্র দেবনাথ।
কর্মশালায় অংশ্রগ্রহণকারী চিকিৎসক, সাংবাদিক, নার্স, স্বাস্থ্যকর্মী ও জনপ্রতিনিধিরা বলেন- প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা নিশ্চিতে সচেতনতা খুবই প্রয়োজন। নিয়মিত উঠান বৈঠক, মা সমাবেশ করতে হবে। গর্ভবতী মা, পুরুষ অভিভাবক ও পরিবারের সদস্যদের কাউন্সিলিং করতে হবে। জনপ্রতিনিধি এবং ইমাম-মুয়াজ্জিনদের মাধ্যমে প্রচারণা চালাতে হবে।
কর্মশালায় জানানো হয়- অনেক প্রাইভেট ক্লিনিক-হাসপাতাল প্রসব বিষয়ক রিপোর্ট জেলা ও উপজেলা স্বাস্থ্য বিভাগের কাছে প্রদান করেন না। অথচ এটা খুবই প্রয়োজন।
এছাড়া শুধু মায়েদের নয়, পুরুষদের জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ করতেও পরামর্শ দিয়েছেন অনেকে।
প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা গ্রহণের সুফল
চিকিৎসকেরা জানান- প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা গ্রহণ খুবই প্রয়োজন। এতে অপরিকল্পিত গর্ভধারণের ঝুঁকি থাকে না। মায়ের স্বাস্থ্য ভালো থাকে। মা তার শিশুর সঠিক যত্ন নিতে পারেন। পরিবার ছোট থাকলে পরিবারে স্বচ্ছলতা আসে।
আইনিউজ/এইচএ
আইনিউজে আরও পড়ুন-
- রেসকিউ সেন্টার থেকে ফের লাউয়াছড়ার বুকে গেলো লজ্জাবতি বানরগুলো
- লোকালয়ে রয়েল বেঙ্গল টাইগার, আতঙ্কে গ্রামবাসী
- ঘুমন্ত মানুষের ঘামের গন্ধে আসে এই সাপ, দংশনে নিশ্চিত মৃত্যু
বিশ্বের মজার মজার গল্প আর তথ্য সম্বলিত আইনিউজের ফিচার পড়তে এখানে ক্লিক করুন
দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি
দিনমজুর বাবার ছেলে মাহির বুয়েটে পড়ার সুযোগ || BUET success story of Mahfujur Rhaman || EYE NEWS
হানিফ সংকেত যেভাবে কিংবদন্তি উপস্থাপক হলেন | Biography | hanif sanket life documentary | EYE NEWS
আশ্চর্য এন্টার্কটিকা মহাদেশের অজানা তথ্য | Antarctica continent countries | facts। Eye News
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’