মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ১১:১৪, ১২ নভেম্বর ২০২২
মহাসড়কের গাছ কাটার সময় চলন্ত মোটরসাইকেলে পড়ে সাংবাদিক নি হ ত
![](https://www.eyenews.news/media/imgAll/2021April/Bikromajit-Sangbadik-Bikromajit-Srimangal-Eye-News-2211111950.jpg)
সড়কের পাশে নিয়ম না মেনে অবৈধভাবে গাছ কাটার সময় চলন্ত মোটরসাইকেলে পড়ে এক সাংবাদিক ঘটনাস্থলে মৃ ত্যু ব র ণ করেছেন। এ ঘটনায় আহত হয়েছেন নি হ ত সাংবাদিকের ছেলে।
শুক্রবার (১১ নভেম্বর) দুপুরে দিকে মৌলভীবাজার সদর উপজেলার মোকামবাজার এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে ঘটনাটি ঘটে।
এদিকে সরকারি গাছ চুরি করে গাছ কাটা এবং সাংবাদিকের মৃ ত্যু র ঘটনায় তী ব্র ক্ষো ভ প্রকাশ করেছেন স্থানীয় সাংবাদিকেরা।
নি হ ত সাংবাদিক বিক্রমজিত বর্মণ শ্রীমঙ্গলের ভাড়াউড়া চা বাগানের বাসিন্দা। তিনি বাংলা টিভির শ্রীমঙ্গল উপজেলা প্রতিনিধি।
স্থানীয় সাংবাদিক পুলিশ এবং প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার সকাল থেকে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে স্থানীয়রা চুরি করে সরকারি গাছ কাটছিল। গাছ কাটার সময় সড়ক নিরাপত্তা নিশ্চিত করা হয়নি। এ সময় সাংবাদিক বিক্রমজিত বর্মণ মৌলভীবাজার থেকে মোটরসাইকেল চালিয়ে শ্রীমঙ্গলে যাচ্ছিলেন। মোকামবাজার এলাকায় ঘটনাস্থলে পৌঁছার পর একটি গাছ তার ওপর ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই তিনি নি হ ত হন। খবর পেয়ে পুলিশ লা শ উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল ম র্গে পাঠায়।
এ ঘটনায় বিক্রমজিতের সাথে থাকা তাঁর ছেলে জয় বর্ধণ আ হ ত হয়েছেন।
শ্রীমঙ্গলের সাংবাদিকেরা জানান- বিক্রমজিত বৃহস্পতিবার সকালে ছেলেকে জয় বর্ধনকে নিয়ে মৌলভীবাজার জেলা সদরে যান। সেখানে ছেলে জয় বর্ধন ফ্যামেলি প্লানিংয়ের চাকরি পরীক্ষার ইন্টারভিউ দেয়। ইন্টারভিউ শেষে বিক্রমজিত ছেলেকে নিয়ে মোটরসাইকেলযোগে শ্রীমঙ্গলে বাড়ির উদ্দ্যেশে ফিরছিলেন। এ সময় দুর্ঘটনাটি ঘটে।
মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ইয়াসুনুল হক জানান, নি হ ত সংবাদকর্মী বিক্রমজিত বর্মণের লা শ উদ্ধার করে সদর হাসপাতালের ম র্গে পাঠানো হয়। সেখানে তাঁর ম য় না ত দ ন্ত সম্পন্ন হয়েছে।
এদিকে সরকারি গাছ চুরি করে কাটা এবং সহকর্মী মৃ ত্যু র ঘটনায় ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছে শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাব। সংগঠনের সভাপতি অ্যাডভোকেট আজাদুর রহমান বলেন, দোষীদের চিহ্নিত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।
মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. জিয়াউর রহমান বলেন, মহাসড়কে গাছ কাটার কিছু নির্দেশনা রয়েছে। সেটা না মেনে গাছ কাটা হয়েছে। ফলে এই দুর্ঘটনা ঘটে। আমরা এ বিষয়ে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিচ্ছি।
এদিকে ম য় না ত দ ন্ত শে ষে শুক্রবার সন্ধ্যা রাতে শ্রীমঙ্গলের ভাড়াউড়া চা বাগানের শ্মশানঘাটে বিক্রমজিতের শে ষ কৃ ত্য সম্পন্ন হয়।
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’