রণজিৎ জনি, মৌলভীবাজার
আপডেট: ১৩:৩৫, ১৩ নভেম্বর ২০২২
রাখের উপবাস শেষে চোখের জলে ডাক্তার সত্য রঞ্জন দাসকে স্মরণ
![ডা. সত্য রঞ্জন দাসের স্মরণে অনুষ্ঠিত সভা। ছবি- প্রতিনিধি ডা. সত্য রঞ্জন দাসের স্মরণে অনুষ্ঠিত সভা। ছবি- প্রতিনিধি](https://www.eyenews.news/media/imgAll/2021April/সত্য-রঞ্জন-দাসের-স্মরণসভা-eyenews-2211131248.jpg)
ডা. সত্য রঞ্জন দাসের স্মরণে অনুষ্ঠিত সভা। ছবি- প্রতিনিধি
মৌলভীবাজারে মানবতার ডাক্তার খ্যাত ডাক্তার সত্য রঞ্জন দাসের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। রাখের উপবাস অনুষ্ঠানের পর আয়োজিত এ সভায় প্রয়াত সত্য বাবুর পরিবার, আত্মীয়স্বজনসহ সর্বস্তরের মানুষ চোখের জলে স্মরণ করে নিয়েছেন ডাক্তার সত্য রঞ্জন দাসকে।
শনিবার (১২ নভেম্বর) সদর উপজেলার সৈয়ারপুরে অবস্থিত শ্রী শ্রী লোকনাথ সেবাশ্রমের উদ্যোগে এই স্মরণসভার আয়োজন করা হয়। রাখের উপবাসের অনুষ্ঠান শেষে সন্ধ্যা ৮টার দিকে লোকনাথ মন্দির প্রাঙ্গণে এই স্মরণসভা শুরু হয়।
স্মরণ সভায় রনধীর রায় কানুর সভাপতিত্বে এবং বাবু হিমাংশু নাহার সঞ্চালনায় উপস্থিত অতিথিরা বক্তব্য দেন।
বক্তব্যে বক্তারা বলেন- ‘ডা. সত্য রঞ্জন দাস শুধু একজন চিকিৎসকই ছিলেন না একটা সময় তিনি হয়ে ওঠেছিলেন মৌলভীবাজারে গরীব-দুঃখী মানুষের ভরসার জায়গা। সবাই তার কাছে আসতো, কারণ তিনি সবাইকে গ্রহণ করতেন। সকলেই তার কাছ থেকে উপকৃত হয়েছেন। টাকা দিয়ে সেবা নেন নি, বরং সেবা নিয়ে যার যা খুশি তাই দিয়েছে, তিনি কখনো কিছু বলতেন না। নিরবে গ্রহণ করতেন। এমন মানুষ আজকের দিনে খুঁজে পাওয়া দুস্কর।’
বাবার স্মৃতি স্মরণ করে এদিন সভায় বক্তব্য দেন প্রয়াত ডা. সত্য রঞ্জন দাসের মেয়ে স্বর্ণালী দাস। তার অশ্রুসিক্ত বক্তব্য সভার পরিবেশ শোকাচ্ছন্ন করে তোলে।
স্মরণ সভায় উপস্থিত ছিলেন- এড্ভোকেট সুনিল কুমার দাস, ডা. দীনেশ সুত্রধর, এডভোকেট রমা কান্ত দাসগুপ্ত, অধ্যাপক রজত গোস্বামী, শিব প্রসন্ন ভট্টাচার্য, সাবেক কাউন্সিলর স্বাগত কিশোর দাস চৌধুরী, বতমান কাউন্সিলর এডভোকেত পার্থ সারথী পাল, চন্দন রায়, সত্য বাবুর মেয়ে স্বর্ণালী দাস, ভাতিজা ডা. সান্তনু দাসসহ আরও অনেকেই।
উল্লেখ্য, গত ৩০ অক্টোবর ভোর ৫টা ১৫ মিনিটে সিলেটের মাউন্ট অ্যাডোরা হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
ডা. সত্য রঞ্জন দাস মৌলভীবাজারের মানবতার ডাক্তার হিসেবে পরিচিত ছিলেন। ফি হিসেবে কেউ ৫০ টাকা, কেউ ১০০ টাকা দিয়ে তাঁর কাছ থেকে রোগের চিকিৎসাপত্র নিতেন। টাকা না থাকলে বিনামূল্যেই রোগী দেখতেন এই মানবতার ডাক্তার।
শহরের সেন্ট্রাল রোডে ছিলো তাঁর চেম্বার। বাসা সৈয়ারপুরে। সবই ছিলো সাধারণ মানুষের জন্য উন্মুক্ত। ভরসার জায়গা। প্রবীণ এই ডাক্তারের মৃত্যুতে তাই শহর জুড়ে নেমে আসে শোকের ছায়া।
মৌলভীবাজারে রাখের উপবাস উদযাপিত
এদিকে স্মরণসভার আগে শ্রী শ্রী লোকনাথ মন্দির প্রাঙ্গণে মহা আড়ম্বরপূর্ণ পরিবেশে উদযাপিত হয়েছে রাখের উপবাস। রাখের উপবাস ঘিরে মৌলভীবাজার লোকনাথ মন্দির প্রাঙ্গণে হাজারো ভক্তবৃন্দের সমাগম ঘটে।
মৌলভীবাজারে লোকনাথ মন্দিরে রাখের উপবাস পালিত
সনাতন ধর্মালম্বীদের মধ্যে বাবা লোকনাথের অনুসারীগণ প্রতিবছর কার্তিক মাসের শেষ ১৫ দিনের প্রতি শনি ও মঙ্গলবার ‘রাখের উপবাস’ উৎসব পালন করে থাকেন। সেই ধারাবাহিকতায় প্রতিবছর মৌলভীবাজার লোকনাথ মন্দিরে রাখের উৎসব পালিত হয়।
বিভিন্ন প্রাণঘাতী রোগ থেকে বাঁচতে কার্তিক মাসে উপবাস পালন করে আশ্রম প্রাঙ্গণে প্রদীপ ও ধূপ জ্বালাতে বলেছিলেন বাবা লোকনাথ। তাই উপবাসের দিন লোকনাথ মন্দির প্রাঙ্গণ ভরে যায় প্রদীপ ও ধূপে।
আইনিউজ/এইচএ
আইনিউজে আরও পড়ুন-
- রেসকিউ সেন্টার থেকে ফের লাউয়াছড়ার বুকে গেলো লজ্জাবতি বানরগুলো
- লোকালয়ে রয়েল বেঙ্গল টাইগার, আতঙ্কে গ্রামবাসী
- ঘুমন্ত মানুষের ঘামের গন্ধে আসে এই সাপ, দংশনে নিশ্চিত মৃত্যু
বিশ্বের মজার মজার গল্প আর তথ্য সম্বলিত আইনিউজের ফিচার পড়তে এখানে ক্লিক করুন
দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি
দিনমজুর বাবার ছেলে মাহির বুয়েটে পড়ার সুযোগ || BUET success story of Mahfujur Rhaman || EYE NEWS
হানিফ সংকেত যেভাবে কিংবদন্তি উপস্থাপক হলেন | Biography | hanif sanket life documentary | EYE NEWS
আশ্চর্য এন্টার্কটিকা মহাদেশের অজানা তথ্য | Antarctica continent countries | facts। Eye News
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’