সিলেট প্রতিনিধি
সিলেটের বিয়ানীবাজারে বিএনপির মিছিলে ছাত্রলীগের ধাওয়া
![সিলেটের বিয়ানীবাজারে বিএনপির মিছিলে ছাত্রলীগের ধাওয়া সিলেটের বিয়ানীবাজারে বিএনপির মিছিলে ছাত্রলীগের ধাওয়া](https://www.eyenews.news/media/imgAll/2021April/Sylhet-BNP-Bianibazar-BNP-Eye-News-2211152056.jpg)
সিলেটের বিয়ানীবাজারে বিএনপির মিছিলে ছাত্রলীগের ধাওয়া
সিলেটের বিএনপির মিছিলে ধাওয়া দিয়েছেন আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা। ধাওয়া খেয়ে ছাত্রদলসহ বিএনপি’র নেতাকর্মীরা শহরের দক্ষিণবাজার ছেড়ে চলে যান। পরে তারা শহরতলী সুপাতলা এলাকায় গিয়ে অবস্থান নেন।
এ সময় ইটের আঘাতের মুসলিম মিয়া নামে এক শ্রমিক আহত হয়েছেন বলে জানা গেছে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুরে সিলেটের বিয়ানীবাজারের দক্ষিণবাজারে এ ঘটনা ঘটে। এতে পৌর শহরে উত্তেজনা ছড়িয়ে পরে।
- আই নিউজে আরো পড়ুন : বিএনপি মহাসচিবের পদ ছাড়ছেন ফখরুল
বিএনপি নেতাদের অভিযোগ, আগামী ১৯ নভেম্বর সিলেটে বিভাগীয় সমাবেশের প্রচারের অংশ হিসেবে বিয়ানীবাজারে মঙ্গলবার মিছিল বের করেন তারা। এতে বাধা প্রধান ও হামলা চালায় সরকার দল।
জানা যায়, বিএনপির বিভাগীয় গণসমাবেশকে সামনে রেখে মঙ্গলবার দুপুরে বিয়ানীবাজার পৌরশহর ও আশপাশ এলাকার প্রচারপত্র বিতরণ শুরু করে উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকমীরা। এসময় উপজেলা বিএনপির সভাপতি রেজাউল আলম ও সাধারণ সম্পাদক ছরওয়ার হোসেনসহ বিএনপি’র স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এরপর ছাত্রদল মিছিল শুরু করলে উপজেলা ছাত্রলীগের দুই গ্রুপ একত্র হয়ে তাদের ধাওয়া করে।
ছাত্রলীগের ধাওয়া খেয়ে ছাত্রদল সহ বিএনপি’র নেতাকর্মীরা শহরের দক্ষিণবাজার ছেড়ে চলে যান। পরে শহরতলী সুপাতলা এলাকায় গিয়ে অবস্থান নেন। ধাওয়ার খবর পেয়ে স্থানীয় নেতাকর্মীদের সাথে কেন্দ্রীয় ও জেলা বিএনপি’র নেতারাও সেখানে অবস্থান নেন।
আই নিউজে আরো পড়ুন : ৩ ডিসেম্বর ছাত্রলীগের সম্মেলন হচ্ছে না
এরপর লামাবাজার এলাকায় সংক্ষিপ্ত সভা করে বিএনপি। এতে জেলা বিএনপি’র সভাপতি কাইয়ুম চৌধুরী, জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও কেন্দ্রীয় সদস্য আবুল কাহের চৌধুরী শামীম, সাধারণ সম্পাদক এমরান হোসেন চৌধুরী, বিএনপি নেতা ফয়ছল আহমদ চৌধুরী বক্তব্য রাখেন।
বিএনপি নেতারা পথসভায় পুলিশ ও আওয়ামী লীগ নেতৃবৃন্দকে বিষোদগার করে বক্তব্য দিলে বিএনপির সভাস্থলে গিয়ে আবারও ধাওয়া করে ছাত্রলীগ। এ সময় তারা বিএনপি’র নেতাকর্মীদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পরে বিয়ানীবাজার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিয়ানীবাজার উপজেলা বিএনপি’র সভাপতি রেজাউল আলম বলেন, আমাদের পূর্ব নির্ধারীত কর্মসূচী আমরা শান্তিপূর্ণভাবে করার সময় ছাত্রলীগের সন্ত্রাসীরা বাধা দেয়। শান্তিপূর্ণ এ কর্মসূচীতে বিনা উস্কানিতে ছাত্রলীগ নির্লজ্জভাবে হামলা চালিয়েছে। আমরা এই হামলার নিন্দা জানাই। জড়িতদের গ্রেপ্তার দাবি করি।
ধাওয়ার অভিযোগ স্বীকার করে উপজেলা ছাত্রলীগ নেতা কলিম উদ্দিন বলেন, ছাত্রলীগের ধাওয়া খেয়ে বিএনপি ও ছাত্রদলের অপপ্রচারকারী ও গুজব প্রচারকারী নেতাকর্মীরা পালিয়ে গেছে।
অভিযোগ প্রসঙ্গে বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সদস্য কাওছার আহমদ বলেন, ছাত্রদলের নেতাকর্মীরা উস্কানিমুলক শ্লোগান দিয়ে এখানকার পরিস্থিতি অশান্ত করার চেষ্টা করেছিলো। আওয়ামী লীগ সেটি প্রতিহত করেছে।
দিনমজুর বাবার ছেলে মাহির বুয়েটে পড়ার সুযোগ || BUET success story of Mahfujur Rhaman || EYE NEWS
হানিফ সংকেত যেভাবে কিংবদন্তি উপস্থাপক হলেন | Biography | hanif sanket life documentary | EYE NEWS
আশ্চর্য এন্টার্কটিকা মহাদেশের অজানা তথ্য | Antarctica continent countries | facts। Eye News
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’