নিজস্ব প্রতিবেদক
মৌলভীবাজারের মেজর জিয়ার ছকে ঘটে জঙ্গি ছিনতাইয়ের ঘটনা
জঙ্গি নেতা জিয়াউল হক ওরফে মেজর জিয়া
সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত শীর্ষ জঙ্গি নেতা জিয়াউল হক ওরফে মেজর জিয়ার নির্দেশ ও পরিকল্পনায় ঘটে জঙ্গি ছিনতাইয়ের ঘটনা। সোমবার (২১ নভেম্বর) ডিএমপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবিপ্রধান) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ এসব কথা বলেন।
এই মেজর জিয়ার বাড়ি মৌলভীবাজার শহরতলির মোস্তফাপুর এলাকায়।
ডিবিপ্রধান বলেন, জঙ্গিদের আদালত চত্বর থেকে ছিনিয়ে নেয়া হবে এটা তারা (জঙ্গিরা) আগেই জানত। ছিনতাইকাণ্ডে অংশ নিয়েছিল ১৮ জন। পরিকল্পনাকারীরা সবাই নজরদারিতে আছে। শিগগিরই তাদের গ্রেফতার করা হবে।
ডিবি প্রধান বলেন, আদালত থেকে জঙ্গি ছিনতাইয়ের মিশনে অংশ নেয় ১৮ জঙ্গি। তাদের ছয়জন সরাসরি ও বাকি ১০ থেকে ১২ জন আদালত এলাকায় রেকি করে। ছিনতাইয়ের মূল পরিকল্পনায় ছিলেন সংগঠনটির সামরিক শাখার নেতা সৈয়দ মোহাম্মদ জিয়াউল হক ওরফে মেজর জিয়া।
তিনি আরও বলেন, আদালত প্রাঙ্গণে ছিনতাইয়ের নেতৃত্ব দেয় আইমান ও সাব্বিরুল হক চৌধুরী নামে দুই জঙ্গি। এছাড়া এ ঘটনায় দায়িত্বে অবহেলায় পাঁচ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলেও জানান ডিবি প্রধান।
রোববার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে দুই জঙ্গি ছিনিয়ে নেয়ার ঘটনায় আসামিদের গ্রেফতারে কাজ করছে একাধিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দেশজুড়ে জারি করা হয়েছে রেড অ্যালার্টও। এ ঘটনায় রাতেই প্রসিকিউশন বিভাগ থেকে ছিনিয়ে নেয়া দুই জঙ্গিসহ ২১ জনকে আসামি করে কোতোয়ালি থানায় মামলা করা হয়েছে। অজ্ঞাতনামা আসামি ২০-২১ জন। মামলাটির তদন্তভার দেয়া হয়েছে কাউন্টার টেররিজম ইউনিটকে।
এদিকে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, জঙ্গি ছিনিয়ে নেয়ার ঘটনায় সহযোগীদের চিহ্নিত করা হয়েছে। গ্রেফতারে চলছে অভিযান।
প্রসঙ্গত, রোববার পুলিশের চোখে স্প্রে করে জাগৃতি প্রকাশনীর স্বত্বাধিকারী ফয়সল আরেফিন দীপন এবং লেখক ও ব্লগার অভিজিৎ রায় হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি মইনুল হাসান শামীম ওরফে সামির ওরফে ইমরান ও আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিব ওরফে সাজিদ ওরফে শাহাবকে ছিনিয়ে নেয় তাদের সহযোগীরা।
আইনিউজ/এইচএ
আইনিউজে আরও পড়ুন-
- রেসকিউ সেন্টার থেকে ফের লাউয়াছড়ার বুকে গেলো লজ্জাবতি বানরগুলো
- লোকালয়ে রয়েল বেঙ্গল টাইগার, আতঙ্কে গ্রামবাসী
- ঘুমন্ত মানুষের ঘামের গন্ধে আসে এই সাপ, দংশনে নিশ্চিত মৃত্যু
বিশ্বের মজার মজার গল্প আর তথ্য সম্বলিত আইনিউজের ফিচার পড়তে এখানে ক্লিক করুন
দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি
দিনমজুর বাবার ছেলে মাহির বুয়েটে পড়ার সুযোগ || BUET success story of Mahfujur Rhaman || EYE NEWS
হানিফ সংকেত যেভাবে কিংবদন্তি উপস্থাপক হলেন | Biography | hanif sanket life documentary | EYE NEWS
আশ্চর্য এন্টার্কটিকা মহাদেশের অজানা তথ্য | Antarctica continent countries | facts। Eye News
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’