শমশেরনগর (মৌলভীবাজার) প্রতিনিধি
ভোর হলেই শমশেরনগর চা বাগানে দৌড়াবেন দেশি-বিদেশী ৫০০ রানার
আজ থেকেই চা বাগান মাঠে আসতে শুরু করেছেন রানাররা। ছবি- প্রতিনিধি
রাতে পেরিয়ে শুক্রবার (২ ডিসেম্বর) ভোর হলেই মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগর চা বাগান ফুটবল মাঠ থেকে চা বাগানের আঁকা বাঁকা পথ ও পাহাড়ি এলাকায় শুরু হবে আল্ট্রা ট্রেইল ম্যারাথন।
আজ (১ ডিসেম্বর) দুপুর থেকে দেশ বিদেশের রানাররা এসে শমশেরনগর চা বাগান মাঠের কোণে নিজেদের তাবু স্থাপন শুরু করেছেন। ভারত, আমেরিকা, ইংল্যান্ড, চেক প্রজাতন্ত্র, রাশিয়াসহ বিভিন্ন দেশের ১৮ জন রানারসহ ৫০০ রানার এ ম্যারাথনে অংশ নিচ্ছে।
শমশেরনগর রানার্স কমিউনিটির আয়োজনে এবার চতুর্থবারের মত আয়োজন করা হয় আল্ট্রা ট্রেইল ম্যারাথন।
আয়োজক সূত্রে জানা যায়, এর আগে তারা ৩ বার আল্ট্রা ট্রেইল ম্যারাথনের আয়োজন করেছিলেন। সর্বশেষ ২০২০ সালের ১৯ জানুয়ারি দেশী বিদেশী সহস্রাধিক রানারের অংশগ্রহণে ১০ কিলোমিটার, ২১ কিলোমিটার ও ৫০ কিলোমিটার এই ৩ ধাপের দৌড়ের আয়োজন করা হয়েছিল। করোনা সংক্রমণের কারণে গত ২ বছর আর ম্যারাথন আয়োজন করা জায়নি।
শমশেরনগর রানার্স কমিউনিটির প্রশাসক (এডমিন) নবীল শমশেরী জানান, এবার শুক্রবার ভোরে ২১ কিলোমিটার ও ৫০ কিলোমিটার এই দুই ধাপে দৌড়াবেন রানাররা। শুক্রবার ভোর সাড়ে ৬টায় শমশেরনগর চা বাগান ফুটবল মাঠ থেকে এ দৌড় শুরু হবে।
বৃহস্পতিবার দুপুর থেকে অনেক রানার এসে শমশেরনগর চা বাগান মাঠেল এক কোণে তাদের নিজস্ব তাবু স্থাপন করেছেন। অনেকেই বিভিন্ন হোটেল, রিসোর্ট ও আত্মীয় স্বজনদের বাসা বাড়িতে অবস্থান নিয়েছেন। ভারত, আমেরিকা, ইংল্যান্ড, রাশিয়া, চেক রি-পাবলিকসহকয়েকটি দেশের ১৮ জন বিদেশী রানারও এ ম্যারাথনে অংশ গ্রহন করছেন। ম্যারাথন আয়োজনে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে।
শমশেরনগর চা বাগান, আলীনগর, চা বাগান ও চাতলাপুর চা বাগানের সহযোগিতায় দৌড়বিদরা চা বাগানের আঁকা-বাঁকা পথ ও পাহাড়ি চায়ের টিলা পথে দৌড়ে আবার শমশেরনগর চা বাগান মাঠে ফিরবেন।
ইতিমধ্যেই এলাকায় উৎসবের আবেশ বিরাজ করছে। শুক্রবার বিকেলে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন।
আইনিউজ/এইচএ
আইনিউজে আরও পড়ুন-
- রেসকিউ সেন্টার থেকে ফের লাউয়াছড়ার বুকে গেলো লজ্জাবতি বানরগুলো
- লোকালয়ে রয়েল বেঙ্গল টাইগার, আতঙ্কে গ্রামবাসী
- ঘুমন্ত মানুষের ঘামের গন্ধে আসে এই সাপ, দংশনে নিশ্চিত মৃত্যু
বিশ্বের মজার মজার গল্প আর তথ্য সম্বলিত আইনিউজের ফিচার পড়তে এখানে ক্লিক করুন
দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি
দিনমজুর বাবার ছেলে মাহির বুয়েটে পড়ার সুযোগ || BUET success story of Mahfujur Rhaman || EYE NEWS
হানিফ সংকেত যেভাবে কিংবদন্তি উপস্থাপক হলেন | Biography | hanif sanket life documentary | EYE NEWS
আশ্চর্য এন্টার্কটিকা মহাদেশের অজানা তথ্য | Antarctica continent countries | facts। Eye News
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’