মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ১৯:০১, ৫ ডিসেম্বর ২০২২
নির্মাণ হচ্ছে মৌলভীবাজার রেড ক্রিসেন্টের নতুন ভবন (ভিডিও)
মৌলভীবাজার রেড ক্রিসেন্ট ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান।
মৌলভীবাজার জেলা পরিষদ ও রেড ক্রিসেন্টের চেয়ারম্যান মিছবাহুর রহমানের উদ্যোগে রেড ক্রিসেন্ট ভবনের নির্মাণকাজ শুরু হয়েছে। প্রায় ৯৪ লাখ টাকা ব্যয়ে তিনতলা এ ভবনটি নির্মাণ করে দিচ্ছে মৌলভীবাজার জেলা পরিষদ।
সোমবার (৫ ডিসেম্বর) দুপুরে রেড ক্রিসেন্ট ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান।
ভিডিও
এ সময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খোদেজা খাতুন, মৌলভীবাজার রেড ক্রিসেন্টের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাধাপদ দেব সজল, সহ-সভাপতি আলী হায়দার, সদস্য সৈয়দ মনসুরুল হক, মনবীর রায় মনজু, শাহীন চৌধুরী, হাসান আহমদ জাবেদ, সৈয়দা জেরিন আক্তার, আলাল খান, যুবপ্রধান কামরুল হাসান মুন্নাসহ রেড ক্রিসেন্ট এবং জেলা পরিষদরে সদস্যরা উপস্থিত ছিলেন।
অন্যান্যের মধ্যে মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের সাধারণ সম্পাদক সৈয়দ মোশাহিদ আহমদ চুন্নু, জ্যেষ্ঠ সাংবাদিক আব্দুল হামিদ মাহবুব প্রমুখ উপস্থিত ছিলেন।
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল
জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান আই নিউজকে বলেন, ‘আমি যখন দায়িত্ব নেই তখন রেড ক্রিসেন্ট ভবনটি জরাজীর্ণ ছিল। তারপরই নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেই। প্রকল্প গ্রহণ করি। এজন্য নিজে আমি মন্ত্রণালয়ে গিয়ে প্রকল্প পাশ করেছি।’
তিনি বলেন, ভবনটি নির্মাণ হলে নিচতলা ও দোতলা বাণিজ্যিকভাবে ভাড়া দিয়ে একটা রাজস্ব পাওয়া যাবে। যেটা দিয়ে অফিসের কর্মকর্তা-কর্মচারীদের বেতন এবং অন্যান্য ব্যয় মেটানো যাবে। সামাজিক অনেক উদ্যোগ বাস্তবায়ন করা যাবে। মানুষের পাশে দাঁড়ানো যাবে।
মৌলভীবাজার রেড ক্রিসেন্টের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাধাপদ দেব সজল বলেন, এ ভবনটি নির্মাণ হলে ব্লাড ব্যাংক ও ফ্রি-ফ্রাইডে ক্লিনিক চালু করা যায় কিনা আমরা ভাবছি। আর্থিক সহযোগিতা পেলে সেটা করা সম্ভব হবে।
মৌলভীবাজার রেড ক্রিসেন্ট ইউনিটের যুবপ্রধান কামরুল হাসান মুন্না বলেন, এটা আমাদের দীর্ঘদিনের দাবি ছিল। বহু প্রত্যাশিত এই ভবনটি নির্মাণ করে দেওয়ায় মৌলভীবাজার জেলা পরিষদ ও রেড ক্রিসেন্টের চেয়ারম্যান মিছবাহুর রহমানের প্রতি আমাদের অনেক কৃতজ্ঞতা।
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল | ICU | CCU | Dialysis | Emergency Call
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’