অঞ্জন রায়, নবীগঞ্জ (হবিগঞ্জ) থেকে
আপডেট: ১৬:৪০, ৬ ডিসেম্বর ২০২২
নবীগঞ্জে ছাত্রলীগের পাল্টাপাল্টি কমিটি, উত্তপ্ত পরিস্থিতি
![](https://www.eyenews.news/media/imgAll/2021April/Nabiganj-Satra-Lig-Nabiganj-Chhatra-League-Eye-News-2212061637.jpg)
হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলা ও পৌর ছাত্রলীগের পাল্টাপাল্টি দুটি কমিটি গঠিত হয়েছে। এ নিয়ে দেখা দিয়েছে উত্তেজনা।
জানা যায়, সোমবার (৫ ডিসেম্বর) রাত ১১টায় নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগ কমিটি অনুমোদন দেয় হবিগঞ্জ জেলা ছাত্রলীগ। ঠিক এক ঘন্টার পর কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরে প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে একটি অংশ।
অভিযোগ উঠেছে ইডিট করে নকল স্বাক্ষরে এ প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
জেলা ছাত্রলীগ সূত্র জানায়, রোববার নবীগঞ্জ পৌর ছাত্রলীগ ও নবীগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগ কমিটি অনুমোদিত হয়। পৌর ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হন সুব্রত চক্রবর্তী, সাধারণ সম্পাদক মো. হাসান মিয়া তালুকদার, সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল ইসলাম তালুকদার।
নবীগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হন মো, মনসুর হাসান, সাধারণ সম্পাদক আবু মেহের পনির, সাংগঠনিক সম্পাদক হৃদয় দাশ।
একদিন পরে সোমবার (৫ ডিসেম্বর) রাত ১০টায় হবিগঞ্জ জেলা ছাত্রলীগ নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের আহবায়ক কমিটি অনুমোদন করে। আহবায়ক পদে নাজিম উদ দৌলা চৌধুরী, যুগ্ম-আহবায়ক পদে সজীব খান, মো. সৈকত আহমেদ ও ইমরান আহমেদ রেজা নির্বাচিত হন।
জেলা ছাত্রলীগের প্রেস বিজ্ঞপ্তির এক ঘন্টা পর কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদকের স্বাক্ষরে নবীগঞ্জ উপজেলা কমিটি ও নবীগঞ্জ পৌর কমিটি একটি প্রেস বিজ্ঞপ্তির সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এর কিছুক্ষণ পরে নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তির আগের তারিখ উল্লেখ করে উপজেলার নবীগঞ্জ সদর ইউনিয়ন, করগাঁও ইউনিয়ন ও কুর্শি ইউনিয়ন ছাত্রলীগের কমিটি অনুমোদন দেয়া হয়।
এই কমিটি কেন্দ্র করে নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের একাংশ বাজারে রাত বারোটায় একটি প্রতিবাদ মিছিল বের করে এবং মহড়া দেয়।
এ অবস্থায় নবীগঞ্জে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। সাধারণ মানুষের মধ্যে আতংক দেখা দিয়েছে।
বাংলাদেশ ছাত্রলীগ হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ফয়জুর রহমান রবিন জানান, আমরা জেলা ছাত্রলীগ থেকে নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের কমিটি অনুমোদন করে প্রকাশ করি৷ এর এক ঘন্টা পর কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদকের স্বাক্ষর নকল করে সুপার এডিট করে সম্পূর্ণ ফেইক প্রেস রিলিজ প্রকাশ করে একটি চক্র৷ যা পুরোপুরি ভিত্তিহীন৷ বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাধারণ সম্পাদক যেকোন কমিটি ভেরিফাইড ফেসবুক পেইজ থেকে প্রকাশ করে থাকেন৷ আর এখন ৩০তম সম্মেলন নিয়ে ব্যস্ততার মধ্যে আছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ৷ যারা অপপ্রচার করছেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক এবং আইনি পদক্ষেপ নেয়া হবে বলেও জানান জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক৷
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল | ICU | CCU | Dialysis | Emergency Call
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’