সিলেট প্রতিনিধি
সিলেটে বাস থেকে শতাধিক শটগানের গুলি উদ্ধার!
![ছবির এই বাসটিতে তল্লাশি চালিয়ে গুলি উদ্ধার করে পুলিশ। ছবির এই বাসটিতে তল্লাশি চালিয়ে গুলি উদ্ধার করে পুলিশ।](https://www.eyenews.news/media/imgAll/2021April/সিলেটে-বাস-থেকে-গুলি-উদ্ধার-eyenews-2212081049.jpg)
ছবির এই বাসটিতে তল্লাশি চালিয়ে গুলি উদ্ধার করে পুলিশ।
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং এলাকা থেকে সিলেটগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে শটগানের ১০৫টি গুলি উদ্ধার করেছে পুলিশ। গুলিগুলো একটি থলের মধ্যে আলাদা দুটি বাক্সবন্দী অবস্থায় ছিল।
বুধবার (৭ ডিসেম্বর) দুপুর একটার দিকে সিলেট শহরতলির বটেশ্বর এলাকায় এই ঘটনাটি ঘটেছে। ঘটনায় বাসের চালক, সহকারীসহ সাতজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতেই বেলা একটার দিকে বটেশ্বর এলাকায় একটি যাত্রীবাহী বাস থামিয়ে তল্লাশি চালায় শাহপরান থানা পুলিশ। তল্লাশিতে বাসের মালামাল রাখার বাক্সে একটি ব্যাগের ভেতর থেকে দুটি বাক্সে শটগানের ১০৫টি গুলি উদ্ধার করা হয়।
তবে ব্যাগটির মালিককে খুঁজে পাওয়া যায়নি জানিয়েছে পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য বাসের চালক, সহকারী, যাত্রীসহ সাতজনকে আটক করেছে পুলিশ।
এ ব্যাপারে সিলেটের শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান সন্ধ্যায় বলেন, গুলিগুলোর মোড়কে ‘মেড ইন ইন্ডিয়া’ লেখা আছে। উদ্ধার গুলিগুলো শটগানে ব্যবহার করা হয়। তবে মালিককে পাওয়া যায়নি। পুলিশ মালিককে চিহ্নিত করতে তদন্তের পাশাপাশি সাতজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
আনিসুর রহমান আরও বলেন, গুলিগুলো কেন আনা হয়েছে, কোথায় নিয়ে যাওয়া হচ্ছে এবং মালিক কে, সেটা খুঁজতে বিস্তারিত তদন্ত করছে পুলিশ।
আইনিউজ/এইচএ
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল | ICU | CCU | Dialysis | Emergency Call
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’