সিলেট প্রতিনিধি
সিসিকের নগর এক্সপ্রেস বাসগুলো এখন পরিত্যক্ত
![নগর এক্সপ্রেসের কিছু বাস নগর এক্সপ্রেসের কিছু বাস](https://www.eyenews.news/media/imgAll/2021April/নগর-এক্সপ্রেস-সিলেট-সিটি-কর্পোরেশন-eyenews-2212111759.jpg)
নগর এক্সপ্রেসের কিছু বাস
সিলেট নগর ও শহরতলি এলাকার পরিবহনসংকট দূর করতে গণপরিবহন হিসেবে ২০১৯ সালে চালু হয়েছিল নগর এক্সপ্রেস। নগরের বাসিন্দাদের দুর্ভোগ লাঘব করতে সিটি করপোরেশনের তত্ত্বাবধানে ও সিটি বাস মালিক গ্রুপের মাধ্যমে পরিচালিত হয় এ পরিষেবা। তবে বিভিন্ন অব্যবস্থাপনার কারণে সেই নগর এক্সপ্রেস সেবা এখন বন্ধ প্রায়। নগর এক্সপ্রেসের বাসগুলোর ঠাই হয়েছে সিলেটের ঐতিহ্য আলী আমজদের ঘড়ি প্রাঙ্গণে।
টাকা খরচ করে কেনা সিসিকের এই বাসগুলো এখন যত্রতত্র রাখা হচ্ছে বিদায় অপচয় হচ্ছে রাষ্ট্রীয় সম্পদের। তাছাড়া সিলেটের ঐতিহ্য আলী আমজদ ঘড়ির ঠিক নিচে এই বাসগুলোকে এনে রাখায় ক্ষোভ প্রকাশ করেছেন নগরীর সুধীজন।
এ ব্যাপারে সিটি করপোরেশনের পরিবহন শাখার তত্ত্বাবধায়ক প্রকৌশলী আলী আকবর চৌধুরী সাংবাদিকদের জানান- কিনব্রিজ এলাকা কিছু ফাঁকা থাকে বিধায় বাসগুলো রাখা হয়ে থাকতে পারে। তবে ঐতিহ্যবাহী আলী আমজদের ঘড়ি আড়ালের বিষয়টি তিনি দেখবেন।
সিটি বাস মালিক গ্রুপ আহ্বায়ক ও সিটি করপোরেশনের কাউন্সিলর মো. মখলিছুর রহমান সাংবাদিকদের জানান- সিলেট কেন্দ্রীয় ট্রাক টার্মিনালে নগর এক্সপ্রেস বাসগুলো রাখার জন্য সিদ্ধান্ত হয়েছে। আর সেখানে বাসগুলো রাখার জন্য ছাউনি নির্মাণ করার কথাও জানিয়েছেন মেয়র। কিন্তু বাসগুলো স্থানান্তর করা যাচ্ছে না এখন পর্যন্ত ছাউনি নির্মাণ না হওয়াতে। তাই বাধ্য হয়ে কিনব্রিজ এলাকাসহ আশপাশ এবং নগরের সাগরদিঘীর পাড় এলাকার বর্ণমালা বিদ্যালয়ের মাঠে বাসগুলো রাখা হচ্ছে।
তিনি আরোও বলেন- অনেকটা অপারগ হয়ে সেখানে রাখতে হচ্ছে। আমরাও বুঝি এতে কিছুটা সমস্যা হচ্ছে। তবে বাসগুলো রাস্তায় রাখলে অনেক সময় ক্ষতি হচ্ছে। আমরা চাই নির্ধারিত একটি স্থান সিটি করপোরেশন কর্তৃপক্ষ আমাদের দিক।
আইনিউজ/এইচএ
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল | ICU | CCU | Dialysis | Emergency Call
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’