মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ২০:২৭, ১৩ ডিসেম্বর ২০২২
মির্জা ফখরুলসহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে মৌলভীবাজার বিএনপির বিক্ষোভ মিছিল
![বিএনপি নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল। ছবি- প্রতিনিধি বিএনপি নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল। ছবি- প্রতিনিধি](https://www.eyenews.news/media/imgAll/2021April/মৌলভীবাজারে-বিএনপির-বিক্ষোভ-সমাবেশ-eyenews-2212132020.jpg)
বিএনপি নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল। ছবি- প্রতিনিধি
বিএনপি মহাসচিবসহ সকল নেতাকর্মীদের অবিলম্বে মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে মৌলভীবাজার বিএনপি।
আজ মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দুপুরে শহরের প্রেসক্লাবের সম্মুখ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। চৌমোহনা হয়ে এম সাইফুর রহমান সড়কের হামিদিয়া পয়েন্টে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে মিছিলটি শেষ হয়।
জেলা বিএনপির সহসভাপতি ফয়সল আহমেদের পরিচালনায় বক্তব্য দেন- জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও পৌরসভার সাবেক মেয়র ফয়জুল করিম ময়ুন, সহসভাপতি আশিক মোশাররফ, জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান প্রমুখ।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, চেয়ারপার্সনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীসহ গ্রেফতারকৃত নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবি জানান মৌলভীবাজার বিএনপির নেতৃবৃন্দ।
এছাড়া, ৭ ডিসেম্বর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশের গুলিবর্ষণে মকবুল হোসেন হত্যা, মিথ্যা গায়েবী মামলা, হামলা, সন্ত্রাস, নৈরাজ্য, বিএনপি কেন্দ্রীয় কার্যালয় পুলিশ জবর-দখল করার অভিযোগ এনে এর প্রতিবাদ জানান নেতাকর্মীরা।
সংক্ষিপ্ত সমাবেশে জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ফয়জুল করিম ময়ূন বলেন- ‘পুলিশ যখন নয়াপল্টনের বিএনপির কার্যালয়ে মূহুর্মূহু গুলি, গণহারে নেতাকর্মীদের গ্রেফতার ও হামলা চালিয়ে তাণ্ডবলীলা করেছিল তখন মহাসচিবকে পার্টি অফিসে পুলিশ ঢুকতে বাঁধা দিয়েছিল। তখন মহাসচিব পার্টি অফিসের সামনেই মাটিতে বসে পড়েছিলেন। তাহলে তিনি কিভাবে নাশকতার সাথে যুক্ত হলেন। আইনশৃঙ্খলা বাহিনীর সামনে কিভাবে নাশকতা করলেন এটাই দেশবাসীর কাছে আজ বিরাট প্রশ্ন হয়ে দেখা দিয়েছে।
ময়ূন বলেন- সেদিন বিএনপির নেতাকর্মীদের ওপর পুলিশের গ্রেফতার ও নির্মম অত্যাচার নির্যাতনের এ দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ও গনমামাধ্যমে সারাদেশের মানুষ ও সারা পৃথিবীর মানুষ দেখেছে। ১০ তারিখের সমাবেশের স্থান নির্ধারণ করতে দিনভর এমনকি রাত পর্যন্ত মির্জা আব্বাস, রুহুল কবীর রিজভী আহমেদ, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীসহ বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ কাজ করছিলেন। অথচ দিনে অন্যান্য নেতাদের ও রাত তিনটায় দলের মহাসচিব ও মির্জা আব্বাসকে বাসা থেকে প্রথমে আটকে রাখা হয়, পরে নাশকতার অভিযোগে গ্রেফতার দেখিয়ে জেলে পাঠানো হয়। সেখানে তাদের সাধারণ কয়দীর মতো রাখা হয়।
তিনি বলেন- আজকে বিএনপি শান্তিপূর্ণ সমাবেশ নিয়ে কথা হয়। এর আগে দেশের বিভাগীয় পর্যায়ে নয়টি শান্তিপূর্ণ সমাবেশ হয়েছে। কোথাও কোন গণ্ডগোল হয়নি। শতবাধা ডিঙ্গিয়ে সাধারণ মানুষ তার নিজ খরচে গণসমাবেশে গিয়ে এ গণবিরোধী সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে। ঢাকার গণসমাবেশে লক্ষ লক্ষ জনসাধারণ জীবনবাজী রেখে যোগ দিয়েছে। কোনও গণ্ডগোল গোলাযোগ হয়নি। তাহলে এতা ভয় কিসের।
এদিনস মাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি বদরুল আলম, মো. হেলু মিয়া, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বকসী মিসবাহ উর রহমান, জেলা বিএনপির সহসাধারণ সম্পাদক আব্দুর রহিম রিপন, পৌর বিএনপির সভাপতি অলিউর রহমান, সদর উপজেলা বিএনপির সেক্রেটারী মিজানুর রহমান নিজাম, জেলা কৃষকদলের আহবায়ক শামীম আহমদ, যুগ্ম আহবায়ক আব্দুল করিম ঈমানী, জেলা জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের দপ্তর সম্পাদক এডভোকেট নিয়ামুল হক, সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক শামীম জাফর, সাংগঠনিক সম্পাদক সফিউর রহমান, সদর উপজেলা যুবদলের আহবায়ক হাফেজ আহমেদ মাহফুজ, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শিবলু আহমেদ, মৌলভীবাজার সরকারি কলেজ ছাত্রদলের জনি আহমদ, পৌর ছাত্রদলের সদস্য সচিব সুলতান আহমেদ টিপু প্রমুখ। এতে ছাত্রদল, যুবদল, কৃষকদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
আইনিউজ/এইচএ
আইনিউজে আরও পড়ুন-
- রেসকিউ সেন্টার থেকে ফের লাউয়াছড়ার বুকে গেলো লজ্জাবতি বানরগুলো
- লোকালয়ে রয়েল বেঙ্গল টাইগার, আতঙ্কে গ্রামবাসী
- ঘুমন্ত মানুষের ঘামের গন্ধে আসে এই সাপ, দংশনে নিশ্চিত মৃত্যু
বিশ্বের মজার মজার গল্প আর তথ্য সম্বলিত আইনিউজের ফিচার পড়তে এখানে ক্লিক করুন
দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি
দিনমজুর বাবার ছেলে মাহির বুয়েটে পড়ার সুযোগ || BUET success story of Mahfujur Rhaman || EYE NEWS
হানিফ সংকেত যেভাবে কিংবদন্তি উপস্থাপক হলেন | Biography | hanif sanket life documentary | EYE NEWS
আশ্চর্য এন্টার্কটিকা মহাদেশের অজানা তথ্য | Antarctica continent countries | facts। Eye News
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’