সিলেট প্রতিনিধি
সিলেট নগরীতে দিঘি রক্ষায় মানববন্ধন
![সিলেটে দিঘি রক্ষায় মানববন্ধন। ছবি- আইনিউজ সিলেটে দিঘি রক্ষায় মানববন্ধন। ছবি- আইনিউজ](https://www.eyenews.news/media/imgAll/2021April/সিলেটে-দিঘী-রক্ষায়-মানববন্ধন-কর্মসূচি-eyenews-2212211236.jpg)
সিলেটে দিঘি রক্ষায় মানববন্ধন। ছবি- আইনিউজ
এক সময়ের পুকুর ও দিঘির শহর সিলেটে ক্রমান্বয়ে নিঃশেষ হচ্ছে পুকুর-দিঘি। সিলেট নগরীতে একাধিক এলাকার নাম আছে দিঘি ও জলাশয়ের নামে কিন্তু সেখানে ডোবার চিহ্ন খুঁজে পাওয়া কঠিন। এ অবস্থায় টিকে থাকা পুকুর-দিঘি রক্ষায় জনসচেতনতা তৈরী হলেও ভূমিখেকো চক্র পুকুর-দিঘি ভরাটের চেষ্টা বন্ধ করেনি।
জলাধার সংরক্ষণ আইন-২০০০ অবজ্ঞা করে সিলেটের মাছুদিঘির একাংশ সুপরিকল্পিত ভাবে ভরাট করা হয়েছে। সেই ভড়াটকৃত স্থানে সম্প্রতি স্থাপনা নির্মাণের চেষ্টা করা হয়। এই অপচেষ্টার প্রতিবাদে ও ভূমিখেকোদের হাত থেকে মাছুদিঘি রক্ষা, সংস্কার ও পুনঃখননের দাবিতে মানবন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
মঙ্গলবার (২০ ডিসেম্বর) বেলা সাড়ে বারোটায় মির্জাজাঙ্গাল-তালতলা সড়কের মাছুদিঘির পাড় মোড়ে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও মাছুদিঘি পাড়ের স্থানীয় বাসিন্দাদের যৌথ উদ্যোগে আয়োজন করা এই কর্মসুচিতে এলাকার সর্বস্থরের শতাধিক নাগরিক অংশগ্রহণ করেন।
স্থানীয় মুরুব্বী সিরাজ বখতের সভাপতিত্বে কর্মসুচি পালনকালে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেট শাখার সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম।
বক্তব্যে আব্দুল করিম কিম বলেন, মাছুদিঘিকেও নগরীর অন্যান্য দিঘির মত নিশ্চিহ্ন করে দেয়া হবে। তাই দিঘি রক্ষায় ঐক্যবদ্ধ কর্মসুচি প্রয়োজন। একের পর এক পুকুর-দিঘি নিশ্চিহ্ন হওয়ায় সিলেট সিটি কর্পোরেশনের কাছে অবশিষ্ট পুকুর-দিঘি রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি আমরা বিভিন্ন সময়ে জানিয়েছি।
তিনি জানান, নগরীর পুকুর-দিঘি রক্ষার জন্য একটি কমিটি গঠন করা হয়। দুঃখের বিষয় ২০২১ সালের ডিসেম্বর মাসে এই কমিটির একটি সভা হয়। সেই সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হলেও তা বাস্তবায়ন করা হয়নি। উপরন্তু এক বছরেও কমিটির আর কোন সভা আহবান করেনি সিলেট সিটি কর্পোরেশন। এই অবস্থায় নগরের কেন্দ্রস্থলে শতবর্ষ প্রাচীন মাছুদিঘির ভরাট করা অংশে স্থাপনা নির্মাণ করার ঘটনায় ক্ষোভও প্রকাশ করেন তিনি।
সিলেট সিটি কর্পোরেশনের ১৩ নং ওয়ার্ডের কাউন্সিলর শান্তনু দত্ত সন্তু বলেন, এই দিঘির ভরাট হয়ে যাওয়া অংশ খনন করে দিঘিকে পূর্বাবস্থায় ফিরিয়ে নেয়া উচিত। এলাকার জনপ্রতিনিধি হিসাবে এই আন্দোলনের সাথে একাত্বতা প্রকাশ করছি।
সংরক্ষিত মহিলা কাউন্সিলর শাহানা ইসলাম (শানু) বলেন, এই দিঘির কারনে এখানকার পরিবেশ অনেক সুন্দর কিন্তু দিঘিতে আবর্জনা ফেলা হচ্ছে। অবিলম্বে সেই অবর্জনা অপসারণের উদ্যোগ নিতে হবে। আমরা সেই উদ্যোগ নিচ্ছি।
ভূমিসন্তান বাংলাদেশের সমন্বয়ক আশরাফুল কবির বলেন, দিঘিগুলো সিলেটের ঐতিহ্যের অংশ। দিঘির নামেই সিলেটের বিভিন্ন এলাকার পরিচিতি রয়েছে। সিলেটকেও বলা হতো দিঘীর শহর। অথচ এই শহরেই এখন দিঘী নেই। পরিবেশ ও ঐতিহ্য রক্ষার স্বার্থে দিঘিগুলো সংরক্ষণ করা উচিত।
কর্মসুচিতে আরো বক্তব্য রাখেন সিলেট কৃষি বিশবিদ্যালয়ের সহযোগী অধাপক বাসু দেব পাল, ভূমিসন্তান বাংলাদেশ-এর সমন্বয়ক আশরাফুল কবির, স্থানীয় মুরুব্বীনাকু দে, আলতাফ হোসেন লষ্কর, রফিক বখত, জাফর খান প্রমুখ।
মানববন্ধনে অংশগ্রহন করেন স্থানীয় এলাকাবাসীদের মধ্যে বেলাল হোসেন, তপন পাল, উপেন্দর দেব নাত, বিমলেন্দু কুমার দে, আলতাফ বখত, ডাঃ রাসেল আহমদ, সাহেদ বখত, ছালিক আহমদ, সাদাত খান, নমিত কুমার দে, সাঈদ খান, বিধান দাশ, মিনহাজ খান, শংকর লাল, মুরাদ হোসেন, সায়েম আহমদ প্রমুখ।
আইনিউজ/এইচ
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল | ICU | CCU | Dialysis | Emergency Call
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’