সাজু মারছিয়াং, শ্রীমঙ্গল
শ্রীমঙ্গলে খ্রিস্ট ধর্মালম্বীদের ঘরে ঘরে বড়দিনের আনন্দ
![বড়দিন উৎসবে চার্চের সামনে খ্রিষ্ট ধর্মাবলম্বীরা। ছবি- আইনিউজ বড়দিন উৎসবে চার্চের সামনে খ্রিষ্ট ধর্মাবলম্বীরা। ছবি- আইনিউজ](https://www.eyenews.news/media/imgAll/2021April/শ্রীমঙ্গলে-বড়দিন-উদযাপন-eyenews-2212251825.jpg)
বড়দিন উৎসবে চার্চের সামনে খ্রিষ্ট ধর্মাবলম্বীরা। ছবি- আইনিউজ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নানা আয়োজনে মধ্যে পালন করা হয়েছে খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিন। এটি খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব ক্রিসমাস। খ্রিস্টধর্মের প্রবর্তক যিশুখ্রিস্ট এই দিনে ফিলিস্তিনের পশ্চিম তীরের বেথলেহেম শহরের এক গোয়ালঘরে জন্মগ্রহণ করেন।
খ্রিস্টধর্মাবলম্বীদের বিশ্বাস, সৃষ্টিকর্তার মহিমা প্রচার এবং মানব জাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালনা করার জন্য যিশুখ্রিস্ট জন্ম নিয়েছিলেন। রোববার (২৫ ডিসেম্বর) সকালে শ্রীমঙ্গল ধর্মপল্লীর সাধু যোসেফের গীর্জায় বিশাল আয়োজনে জাঁকজমকপূর্ণভাবে বড়দিন পালন করা হয়। এর আগে গত শনিবার দিবাগত রাত থেকেই যীশুর জন্মোৎসব বড়দিনের উৎসবে মেতেছে জেলার খ্রিস্ট ধর্মালম্বীরা।
এদিকে জেলার বিভিন্ন চা বাগান, গারো পল্লী, ও খাসিয়া পুঞ্জিতে বসবাস কৃত খ্রিস্ট ধর্মালম্বীরা ও বড় দিন পালন করেছেন। তাছাড়া বড়দিন উপলক্ষে ফুল, নানা রঙের বেলুন, নকশা করা কাগজ ও জরি ব্যবহার করে সাজানো হয় গির্জাগুলো।
জানা যায়, ‘খ্রিস্টান সম্প্রদায়ের মানুষের বিশ্বাস যিশু খ্রিস্ট মানুষের রূপ ধরে পৃথিবীতে এসেছিলেন সব পাপ থেকে মুক্তি দিতে আর মানবিক বন্ধনকে আরও সুদৃঢ় করতে। তার এই আগমনকে স্মরণ করে খ্রিস্টানরা শ্রদ্ধা ভালোবাসায় বিশ্বব্যাপী তাকে স্মরণ করেন ও জাকজমকপূর্ণভাবে দিনটি উদযাপন করেন।’
এ জন্মদিন উপলক্ষে সকালে ক্যাথলিক মিশনে উপস্থিত থেকে বড়দিনের শুভ উদ্বোধন করেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক চীফ হুইপ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।
এসময় উপস্থিত ছিলেন সিলেট কাথলিক ধর্মপ্রদেশের ধর্মপাল বিশপ শরৎ ফ্রান্সিস গমেজ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলী রাজিব মাহমুদ মিঠুন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানুলাল রায়, শ্রীমঙ্গল ধর্মপল্লীর পাল পূরোহিত সিএসসি ফাদার নিকোলাস বাড়ৈ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সর্দার, নারী ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত প্রমূখ।
শ্রীমঙ্গলের লাউয়াছড়া পুঞ্জির মান্ত্রী ফিলা পতমী বলেন, আজ সারা পৃথিবীর খ্রিস্টান সমাজের শুভ বড়দিন। বড়দিনে আমাদের খাসিয়াদের মধ্যে ও যে সকল চার্চগুলো আছে, সে সকল চার্চে আজ বড়দিন উদযাপন করা হচ্ছে। বিশেষ করে আমাদের ক্যাথলিক চার্চ ও বিভিন্ন পুঞ্জির চার্চ গুলো, তাতে আজকে সবাই বড়দিন পালন করছে। এই দিনে মহাসমারোহে শিশুদের খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং একসাথে খাওয়া দাওয়া এসব অনুষ্ঠান হয়ে থাকে এই বড়দিনে।
শ্রীমঙ্গল ধর্মপল্লীর পাল পূরোহিত ফাদার নিকোলাস বাড়ৈ সিএসসি বলেন,আজ বড়দিন, ২৫ শে ডিসেম্বর যীশু খ্রীষ্টের জন্মদিন। খ্রিস্ট ধর্মাবলম্বীরা সবাই মহা আনন্দের সাথে আধ্যাত্মিকতা পূর্ণভাবে উদযাপন করছে।বড়দিন উপলক্ষে আমরা দুই ধরনের প্রস্তুতি নিই—আধ্যাত্মিক ও বাহ্যিক। শনিবার রাত সাড়ে আটটায় যিশুর জন্মতিথি বা বড়দিন পালন করা হয়েছে। এর মধ্য দিয়েই মূলত বড়দিনের উৎসব শুরু হয়। আর বাহ্যিক প্রস্তুতি হিসেবে গোশালা সাজানো, আলোকসজ্জা ইত্যাদি করা হয়। আজ সবাই সবার সাথে শুভেচ্ছা বিনিময় করে এবং সব ধর্মের মানুষের সাথে খ্রীস্ট ধর্মেরা বড়দিনের শুভেচ্ছা বিনিময় করে থাকে। আজকের এই শুভ বড়দিনে আপনাদের সবাইকে জানাই বড় দিনের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। সকলের জন্য শুভ বড়দিন।
আইনিউজ/এইচএ
আইনিউজে আরও পড়ুন-
- কোমরে বাশি, হাতে তালি — গানই মদিনা ভাই’র জীবন-মরণ
- ‘গাছ হেংলানেছে- পয়সা মিলেগা’ : চা শ্রমিক ও চা শিল্প
- পোশাক নয়, নফসের বিরুদ্ধে জিহাদ জরুরি
দুবাইয়ে লটারি জিতে একরাতে কোটিপতি বাংলাদেশী যুবক | দুবাই প্রবাসী
মানুষ হত্যা করেছে মা হাতিকে, দুধের জন্য কাঁদছে বাচ্চা হাতিটি
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’