সিলেট প্রতিনিধি
কামাল হ ত্যা র আসামীরা এখনো অধরা, বিএনপির নতুন কর্মসূচি
![নিহত বিএনপি নেতা আ ফ ম কামাল (৪৫) নিহত বিএনপি নেতা আ ফ ম কামাল (৪৫)](https://www.eyenews.news/media/imgAll/2021April/সিলেটে-কামাল-হত্যা-eyenews-2212261101.jpg)
নিহত বিএনপি নেতা আ ফ ম কামাল (৪৫)
সিলেটে বিএনপি নেতা কামাল হ ত্যা র দীর্ঘদিন পেরিয়ে গেলেও মামলার আসামীরা এখনো পুলিশের কাছে অধরা। এ হ ত্যা মামলার অন্যতম আসামী সম্রাটসহ অধিকাংশকেই এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ। এ ঘটনার প্রায় দেড় মাসের মাথায় এবার সিলেট জেলা বিএনপি নতুন কর্মসূচি ঘোষণা করেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি প্রদান ও মানবন্ধন করবে বিএনপি।
এ হ ত্যা মামলায় প্রথমদিকে তিন আসামি গ্রেপ্তার হয়। কিন্তু সিলেটে তখন বিএনপির বিভাগীয় গণসমাবেশের কারণে এ ঘটনার ব্যাপারে অনেকটা কৌশলী অবস্থান নেয় জেলা বিএনপি। এতে আড়ালে চলে যায় কামাল হ ত্যা র বিষয়টি। তবে সমাবেশের পর এবার ফের কামাল হ ত্যা নিয়ে সোচ্চার হয়েছে বিএনপি।
গতকাল রোববার (২৫ ডিসেম্বর) নগরীর একটি হোটেলে এক সভায় নতুন কর্মসূচির ঘোষণা দেন সিলেট জেলা বিএনপির নেতা কর্মীরা।
কামাল হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে আগামী ১ জানুয়ারি দুপুর ১২টায় স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি ও ৮ জানুয়ারি সকাল ১১টায় সিলেট শহীদ মিনারে মানববন্ধন করবে তারা।
এ ব্যাপারে জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী জানিয়েছেন, জেলা ও উপজেলা বিএনপির পক্ষ থেকে স্থানীয় প্রশাসনের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হবে। এরপর মানববন্ধন হবে। আসামিরা গ্রেপ্তার না হলে নতুন কর্মসূচি দেওয়া হবে।
গত ৬ নভেম্বর সন্ধ্যায় নগরীর আম্বরখানায় সন্ত্রাসীদের ছুরিকাঘাটে নিহত হন সিলেট জেলা বিএনপি নেতা কামাল। ঘটনার দুই দিন পর নিহতের ভাই মইনুল ইসলাম বিমানবন্দর থানায় ১০ জনের বিরুদ্ধে মামলা করেন। পরে আসামি মিশু, মনা মিয়া ও কুটি মিয়াকে গ্রেপ্তার করে র্যাব-পুলিশ।
বিমানবন্দর থানার ওসি খান মোহাম্মদ মাইনুল হক জাকির বলেন, ‘আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। শিগগির ভালো খবর দেওয়া যাবে।’
উল্লেখ্য, কামাল হত্যার পর আলোচনায় আসে বিশ্বনাথ উপজেলার লামাকাজি এলাকার আতাপুরের বাসিন্দা কথিত ছাত্রলীগ নেতা সম্রাট। সে দীর্ঘদিন ধরেই ছাত্রলীগের নাম ব্যবহার করে নানা অপরাধ করে আসছে। বিএনপি নেতা কামাল খুনের পর আলোচনায় উঠে আসে সম্রাট। তাকে গ্রেপ্তারের গুজব রটলেও তা নিশ্চিত করেনি র্যাব।
আইনিউজ/এইচএ
আইনিউজে আরও পড়ুন-
- কোমরে বাশি, হাতে তালি — গানই মদিনা ভাই’র জীবন-মরণ
- ‘গাছ হেংলানেছে- পয়সা মিলেগা’ : চা শ্রমিক ও চা শিল্প
- পোশাক নয়, নফসের বিরুদ্ধে জিহাদ জরুরি
দুবাইয়ে লটারি জিতে একরাতে কোটিপতি বাংলাদেশী যুবক | দুবাই প্রবাসী
মানুষ হত্যা করেছে মা হাতিকে, দুধের জন্য কাঁদছে বাচ্চা হাতিটি
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’