স্পোর্টস ডেস্ক, আই নিউজ
এমসিডিসি টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট শুরু
![](https://www.eyenews.news/media/imgAll/2021April/mcdc-T-20-Cricket-eye-news-2212262330.jpg)
মৌলভীবাজারে শুরু হয়েছে মুহিবুসসামাদ স্মৃতি এমসিডিসি টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট-২০২২।
উদ্বোধনী ম্যাচে রিয়েল সোলজার্সকে ১৮ রানে হারিয়ে শুভ সূচনা করেছে গোল্ডেন স্টার।
সোমবার (২৬ ডিসেম্বর) মৌলভীবাজার জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান টুর্নামেন্ট উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সৈয়দ সেলিম হক, কমিশনার, ৮নং ওয়ার্ড, মৌলভীবাজার পৌরসভা। হাসান আহমেদ জাবেদ সাধারণ সম্পাদক, কোয়াব মৌলভীবাজার জেলা। জগলুল হুদা মিটু, পরিচালক সিলেট স্ট্রাইকার্স (বিপিএল), খয়রুজ্জামান শ্যামল, সাধারণ সম্পাদক, আম্পায়ার্স অ্যান্ড স্কোরার্স অ্যাসোসিয়েশন সিলেট বিভাগ, আসাদ সামাদ স্বত্ত্বাধিকারী, আল বুসাইরি পারফিউম, মৌলভীবাজার জেলা ও সিলেট ক্রিকেট দলের বিভাগীয় কোচ রাসেল আহমেদ, এমসিডিসি সভাপতি সাখাওয়াৎ লিটন, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান রাজীব এবং এমসিডিসির কার্যনির্বাহী কমিটির সকল সদস্যসহ টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলের মালিক ও ম্যানেজাররা।
উদ্বোধনী খেলায় গোল্ডেন স্টার প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ১০৭ রান করে। রিয়েল সোলজার্স ৮৯ রানে অলআউট হয়। ফলে গোল্ডেন স্টার ১৮ রানে জয়লাভ করে। গোল্ডেন স্টারের এনামুল ৩৪ রান করে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, তৃনমুল পর্যায়ের ক্রিকেট উন্নয়নে এমসিডিসি যেভাবে কাজ করে যাচ্ছে তা প্রশংসার দাবি রাখে। জেলা ক্রীড়া সংস্থা তাদের অগ্রগতিতে সব ধরনের সহযোগিতা করে যাবে।
সভাপতি সাখাওয়াৎ লিটন বলেন, আমরা আমাদের লক্ষ নিয়ে এগিয়ে যাচ্ছি। গত বছর শুরু করেছিলাম যাত্রা, এবার ক্রিকেট বলে আবার শুরু করলাম। এ টুর্নামেন্টে সর্বাধিক ৫০ জন ক্রিকেটার রয়েছে যারা এবারই প্রথম ক্রিকেট বলে অংশ নিচ্ছে। অভিজ্ঞদের সঙ্গে খেলে নতুনরাও নিজেদের মেধা দিয়ে এগিয়ে যাবে, সে সুযোগ আমরা করে দিতে চাই।
রাউন্ড রিবন লিগ পদ্ধতিতে ৮ দল নিয়ে অনুষ্ঠিত হচ্ছে এ টুর্নামেন্ট।
১০ জানুয়ারি ফাইনালের মধ্য দিয়ে সমাপ্তি হবে এবারের আয়োজনের।
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও)
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’