সাইফুল ইসলাম সুমন
নির্মলেন্দু চৌধুরী স্মরণে কলকাতায় ২ দিনের সিলেট উৎসব
![](https://www.eyenews.news/media/imgAll/2021April/কলকাতা-সিলেট-উতসব-২০২৩-eyenews-2301051913.jpg)
নির্মলেন্দু চৌধুরী ছিলেন উপমহাদেশের একজন বিখ্যাত লোকসঙ্গীত শিল্পী। বাংলা লোকসঙ্গীতকে আন্তর্জাতিক অঙ্গনে জনপ্রিয় করে তুলতে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সঙ্গীত সাধনায় অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ভারত সরকার কর্তৃক পদ্মভূষণ খেতাবে ভূষিত হন। সিলেটের ভূমিপুত্র লোকসংগীতের প্রবাদপ্রতীম শিল্পী নির্মলেন্দু চৌধুরীর জন্মশতবর্ষকে উৎসর্গ করে কলকাতায় শুরু হচ্ছে সিলেট উৎসব।
দক্ষিণ কলকাতা সিলেট অ্যাসোসিয়েশনের আয়োজনে এবং অল ইন্ডিয়া ফেডারেশন অফ শ্রীহট্ট সম্মিলনীজের সহযোগিতায় আগামী ৭ ও ৮ জানুয়ারি দক্ষিণ কলকাতার যোধপুর পার্ক ক্লাবের দুর্গাপুজো প্রাঙ্গণে এবারের সিলেট উৎসব অনুষ্ঠিত হবে।
সমগ্র অনুষ্ঠানটির পৃষ্ঠপোষকতায় আছে কেপিসি গ্লোবাল গ্রুপ। এই উৎসবে ভারত, বাংলাদেশ ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে বসবাসকারী সিলেটিরা অংশ নেবেন। সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিচ্ছেন বাংলাদেশ ও ভারতের প্রখ্যাত শিল্পীরা।
দুই দিনের এই অনুষ্ঠানে থাকছে সংগীতানুষ্ঠান, গুণীজন সংবর্ধনা, প্রদর্শনী মেলা, সেমিনার, নাট্যানুষ্ঠান ইত্যাদি। এই অনুষ্ঠানে যোগ দেবেন বাংলাদেশের বৃহত্তর সিলেট-সহ পশ্চিমবঙ্গের শিল্পীরা।
দক্ষিণ কলকাতা সিলেট অ্যাসোসিয়েশনের সভাপতি প্রদোষ রঞ্জন দে ও সম্পাদক বাপ্পু এন্দো জানিয়েছেন, এবারের সিলেট উৎসবের উদ্বোধন করবেন কেপিসি গ্লোবাল গ্রুপের চেয়ারম্যান ডা. কালী প্রদীপ চৌধুরী।
বিশেষ অতিথি থাকছেন কলকাতাস্থ বাংলাদেশের উপ-হাইকমিশনার আন্দালিব ইলিয়াস, সৌমেন ভারতীয়া, দৈনিক যুগশঙ্খ পত্রিকার চেয়ারম্যান বিজয়কৃষ্ণ নাথ প্রমুখ।
উৎসবে বাংলাদেশ থেকে লাভলি দেব, দেবদাস চৌধুরী, তুলিকা চৌধুরী, লাভলি লস্কর, বাউল গৌতম চক্রবর্তী অংশ নেবেন। শিলচর থেকে বাউল সর্বাণী ভট্টাচার্য, সন্তোষ চন্দ ও তাঁর দল। করিমগঞ্জের সুব্রত খাজাঞ্চি ও কলকাতার অলোক রায়চৌধুরী, মাদল রাজু চক্রবর্তী, বিপ্রেশ দাস, মিরাক্কেল বিজয়ী তপন দাস ও দক্ষিণ কলকাতা সিলেট অ্যাসোসিয়েশনের সাংস্কৃতিক দল শ্রীভূমি সংগীত অনুষ্ঠানে অংশ নেবেন। এছাড়াও দুই দিনই থাকছে সিলেটের নানা ঐতিহ্যবাহী খাবারের বিপুল আয়োজন।
অনুষ্ঠানের সামগ্রিক পরিচালনায় থাকা দক্ষিণ কলকাতা সিলেট এসোসিয়েশনের সাংস্কৃতিক সম্পাদিকা শ্রীমতী দীপ্তা দে বলেন, ২০১৯ সালে দক্ষিণ কলকাতা সিলেট এসোসিয়েশনের রজতজয়ন্তী বর্ষে বিশ্ব সিলেট উৎসবের পর মহামারী করোনার ভয়াল তাণ্ডবে আমরা বার্ষিক মিলনমেলার উদ্যোগ নিতে পারিনি ৩ বছর।
আমরা এবার সিলেট উৎসবের আয়োজন করেছি। দুর্দৈব থেকে স্বস্তিলাভের সংকেত পেয়ে সাহসে বুক বেঁধে সমস্ত সদস্য সদস্যাদের ও তাদের পরিবার পরিজনদের সম্মিলিত হবার আন্তরিক বাসনা নিয়ে আগামী ৭ ও ৮ জানুয়ারি নব উদ্যমে বার্ষিক মিলনমেলা অনুষ্ঠানে ব্রতী হয়েছে দক্ষিণ কলকাতা সিলেট এসোসিয়েশন সাথে নিয়েছে সর্বভারতীয় শ্রীহট্ট সম্মিলনীদের ফেডারেশনকে, তাদের বার্ষিক সাধারণ সভা উদযাপন করার জন্য।
৭ জানুয়ারি সকাল থেকে ৮ জানুয়ারি রাত অবধি দু দিনের পূর্ণাঙ্গ অধিবেশনে সমস্ত সভ্য-সভ্যাকে সর্বান্ধব সাদর আমন্ত্রণ জানাই সিলেট উৎসব ২০২৩ কে সর্বাঙ্গীণ সাফল্যমণ্ডিত করার জন্য সমবেত হতে ও সার্বিক সহযোগিতা করে আমাদের স্বস্তি ও আনন্দ দিতে।
আই নিউজ/এইচএ
এই বিভাগের আরও লেখা
- বঙ্গদেশীয় নারীবাদ: কিংবা কিছু কথা
- ভাটির কবি আব্দুল করিম এবং কিছু কথা
- দ্য কনসার্ট ফর বাংলাদেশ: ইতিহাসে ভিন্নরকম এক সঙ্গীতায়োজন
- এ পি জে আব্দুল কালাম: ‘দ্য মিসাইল ম্যান অফ ইন্ডিয়া’
দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি
সবচেয়ে সুন্দরী নারীদের দেশ ।। Most beautiful woman in the world ।। Eye News
যে গ্রামে পুরুষ ছাড়া অন্তঃসত্ত্বা হচ্ছেন নারীরা | Women are pregnant without men | Kenyan Girls | Eye News
চুল বেঁধে ঘুমিয়ে নিজের যে ক্ষতি করছেন ।। Hair loss problems
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’