শ্রীমঙ্গল প্রতিনিধি
শ্রীমঙ্গলে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে শীতবস্ত্র বিতরণ
![বীর মুক্তিযোদ্ধাদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ। ছবি- আই নিউজ বীর মুক্তিযোদ্ধাদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ। ছবি- আই নিউজ](https://www.eyenews.news/media/imgAll/2021April/শীতবপ্সত্র-বিতরণ-eyenews-2301071829.jpg)
বীর মুক্তিযোদ্ধাদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ। ছবি- আই নিউজ
বৃটেন ভিত্তিক আন্তর্জাতিক দাতব্য প্রতিষ্ঠান আল-খায়ের ফাউন্ডেশনের সহযোগীতায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।
আজ শনিবার (৭ জানুয়ারী) শ্রীমঙ্গল উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বীর মুক্তিযোদ্ধাদের হাতে কম্বল তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মো. আলী রাজিব, মাহমুদ মিঠুন।
অনুষ্ঠানের সংক্ষিপ্ত বক্তব্য রাখেন আল-খায়ের ফাউন্ডেশনের বাংলাদেশ এর মিডিয়া প্রধান শাহারিয়ার হাবিব, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার কমুদ রঞ্জন দেব, ডিপুটি কমান্ডার মো. মোয়াজ্জেম হোসেন ও মুক্তিযোদ্ধা ফোরকান উদ্দিন বীর প্রতীক।
অনুষ্ঠানে ৭০ জন বীর মুক্তিযোদ্ধাকে উন্নমানের ১পিচ কম্বল, ১ জোড়া হাত মৌজা ও ১টি উলের মাংকি ক্যাপ প্রদান করা হয় এবং উপজেলার ২শতাধীক জীবিত ও মৃত্য মুক্তিযোদ্ধা পরিবারকে এ সামগ্রী প্রধান করা হবে।
আল-খায়ের ফাউন্ডেশনের বাংলাদেশ এর মিডিয়া প্রধান শাহারিয়ার হাবিব জানান, প্রতিষ্ঠানের বাংলাদেশ প্রধান তারেক মাহমুদ সজিব এর সার্বিক সহযোগীতা ও দিকনির্দেশনায় তারা এ কার্যক্রম পরিচালনা করে আসছেন। বৃটেন ভিত্তিক এ প্রতিষ্ঠানের পৃথিবীর প্রায় ৭০টি দেশে প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রম অব্যহত আছে।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধূরী, সহ সভাপতি মো. কাওছার ইকবাল, সাধারণ। সম্পাদক ইমাম হোসেন সোয়েল, যুগ্ন সম্পাদক এম এ রকিব, কোষাধ্যক্ষ সৈয়দ ছায়েদ আহমেদ, দপ্তর সম্পাদক এম মুসলিম চৌধূরী, সাহাত্যে ও প্রকাশনা সম্পাদক বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন, আল-খায়ে ফাউন্ডেশনের বাংলাদেশ এর সিলেট চাপ্টার এর এডমিন অফিসার হাসনাত রিফাত, প্রতিনিধি সাংবাদিক আহমেদ সেলিম প্রমুখ।
আই নিউজ/এইচএ
আইনিউজে আরও পড়ুন-
- কোমরে বাশি, হাতে তালি — গানই মদিনা ভাই’র জীবন-মরণ
- ‘গাছ হেংলানেছে- পয়সা মিলেগা’ : চা শ্রমিক ও চা শিল্প
- পোশাক নয়, নফসের বিরুদ্ধে জিহাদ জরুরি
দুবাইয়ে লটারি জিতে একরাতে কোটিপতি বাংলাদেশী যুবক | দুবাই প্রবাসী
মানুষ হত্যা করেছে মা হাতিকে, দুধের জন্য কাঁদছে বাচ্চা হাতিটি
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’