শ্রীমঙ্গল প্রতিনিধি
২০ দরিদ্র শিক্ষার্থীর ভর্তির ভার নিল নিবারণ চন্দ্র দাশ ট্রাস্ট
দরিদ্র শিক্ষার্থীর হাতে চেক তোলে দেয়া হচ্ছে। ছবি- আই নিউজ
টাকার অভাবে ভর্তি হতে না পাড়া ২০জন শিক্ষার্থীর ভর্তির দায়িত্ব নিল শিক্ষক নিবারণ চন্দ্র দাশ মেমরিয়াল ট্রাস্ট। সেই সাথে আরো ৪০ জন শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি দিয়েছে প্রতিষ্ঠানটি।
আজ বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকালে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভুনবীর দশরত উচ্চ বিদ্যালয় এণ্ড কলেজে এ সহায়তার অর্থ তুলে দেন প্রয়াত শিক্ষক নিবারণ চন্দ্র দাশের ছেলে নবারুণ দাশ রিপন।
এর আগে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ঝলক কান্তি চক্রবর্তীর সভাপতিত্বে শিক্ষা বৃত্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলার প্রাক্তন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আছকির মিয়া।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অষ্ট্রেলিয়া প্রবাসী অমল দত্ত, ঢাকা কেন্দ্রীয় কারাগার এর সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষ, ভূনবীর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রশিদ ও শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী ও ব্যবসায়ী সমতির সদস্য আক্তার হোসেন।
এসময় নিবারন চন্দ্র দাশ মেমরিয়াল ট্রাস্ট-এ জেলা সুপার সুভাস ঘোষ এর সহধর্মীনী নগদ ২০ হাজার টাকা ও অষ্টেলিয়া প্রবাসী অমল দত্তের সহধর্মীনী আরো ১০ হাজার টাকা অনুদান তোলে দেন ভুনবীর দশরত উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে এর অধ্যক্ষের হাতে। যা দরিদ্র শিক্ষার্থীর জন্য ব্যয় করা হবে।
উল্লেখ্য, প্রয়াত শিক্ষক নিবারণ চন্দ্র দাশ শ্রীমঙ্গল ভুনবীর দশরত উচ্চ বিদ্যালয়ে দীর্ঘদিন সুনামের সাথে শিক্ষকতা করেন। শিক্ষক বাবার স্মৃতি রক্ষার্থে নিবারণ চন্দ্র দাশের সন্তানরা পিছিয়ে পড়া এলাকায় শিক্ষার আলো পৌছে দিতে এ ট্রাস্ট গঠন করেন এবং বিগত কয়েক বছর ধরে শিক্ষা বৃত্তিসহ দরিদ্র শিক্ষার্থীতের পাশে দাঁড়াচ্ছে এ ট্রাস্ট।
আই নিউজ/এইচএ
আইনিউজে আরও পড়ুন-
- কোমরে বাশি, হাতে তালি — গানই মদিনা ভাই’র জীবন-মরণ
- ‘গাছ হেংলানেছে- পয়সা মিলেগা’ : চা শ্রমিক ও চা শিল্প
- পোশাক নয়, নফসের বিরুদ্ধে জিহাদ জরুরি
দুবাইয়ে লটারি জিতে একরাতে কোটিপতি বাংলাদেশী যুবক | দুবাই প্রবাসী
মানুষ হত্যা করেছে মা হাতিকে, দুধের জন্য কাঁদছে বাচ্চা হাতিটি
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’