মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজার পৌর বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি পালন
![শহরের বিক্ষোভ মিছিল করে পৌর বিএনপি। ছবি- আই নিউজ শহরের বিক্ষোভ মিছিল করে পৌর বিএনপি। ছবি- আই নিউজ](https://www.eyenews.news/media/imgAll/2021April/মৌলভীবাজারে-পৌর-বিএনপির-বিক্ষোভ-মিছিল-eyenews-2301161901.jpg)
শহরের বিক্ষোভ মিছিল করে পৌর বিএনপি। ছবি- আই নিউজ
চলমান সংসদ বাতিল, নির্দলীয়-নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা বাস্তবায়নের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির সমর্থনে মৌলভীবাজার শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে মৌলভীবাজার পৌর বিএনপি।
আজ সোমবার (১৬ জানুয়ারি) বিএনপির বিক্ষোভ মিছিলটি শহরের কোর্ট রোড থেকে শুরু হয়ে চৌমোহনা চত্বর হয়ে এম সাইফুর রহমান সড়কে গিয়ে শেষ হয়। মিছিলে বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন ধরণের সরকারবিরোধী স্লোগান দিতে দিতে শহর প্রদক্ষিণ করেন। চৌমোহনা চত্বর এসে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন পৌর বিএনপির সদস্য সচিব মনোয়ার আহমেদ রহমান। সঞ্চালনা করেন যুগ্ম আহ্বায়ক কাউন্সিলর আনিসুজ্জামান বায়েছ।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মুহিতুর রহমান হেলাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল হক।
কেন্দ্র ঘোষিত এই কর্মসূচিতে বিদ্যুতের মূল্য কমানো এবং বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি জানান নেতাকর্মীরা।
সমাপনী বক্তব্যে পৌর বিএনপির সদস্য সচিব মনোয়ার আহমেদ রহমান বলেন ফ্যসিস্ট, দুর্নীতিবাজ, গণতন্ত্রহরণকারী সরকারের পদত্যাগ করে অবিলম্বে নির্দলীয়-নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন সহ ১০ দাবি এবং বিদ্যুতের মূল্য কমানোর দাবী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি দিতে হবে।
প্রতিবাদ মিছিল ও সামবেশে আরো উপস্থিত ছিলেন মৌলভীবাজার পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র নেতা রুনু আহমদ, লতিফ মিয়া, ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাহমুদুর রহমান, সাংগঠনিক সম্পাদক দুলাল আহমেদ, ২ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি এইচ এম শফিক, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহমদ, ৩ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম আহমদ, ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সহিদ আহমদ জুনেদ, সাধারণ সম্পাদক মিঠু তরফদার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান বাহার খাঁন, ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শুকুর মিয়া, সহ-সাধারণ সম্পাদক মিলাদ হোসেন, ৬ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মুহিবুল হাসান, ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আমিন আহমেদ, সহ সাধারণ সম্পাদক তালেব হোসেন, ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল কালাম, ৯ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক জহির আহমদ প্রমুখ।
আই নিউজ/এইচএ
আইনিউজে আরও পড়ুন-
- কোমরে বাশি, হাতে তালি — গানই মদিনা ভাই’র জীবন-মরণ
- ‘গাছ হেংলানেছে- পয়সা মিলেগা’ : চা শ্রমিক ও চা শিল্প
- পোশাক নয়, নফসের বিরুদ্ধে জিহাদ জরুরি
দুবাইয়ে লটারি জিতে একরাতে কোটিপতি বাংলাদেশী যুবক | দুবাই প্রবাসী
মানুষ হত্যা করেছে মা হাতিকে, দুধের জন্য কাঁদছে বাচ্চা হাতিটি
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’