সাজু মারছিয়াং, শ্রীমঙ্গল
আপডেট: ১৯:২৬, ২৬ জানুয়ারি ২০২৩
খাসি পুঞ্জির প্রাকৃতিক গাছ কাটার পাঁয়তারা বন্ধের দাবি
![প্রেস ব্রিফিংয়ে খাসিয়া প্রতিনিধিরা। ছবি- আই নিউজ প্রেস ব্রিফিংয়ে খাসিয়া প্রতিনিধিরা। ছবি- আই নিউজ](https://www.eyenews.news/media/imgAll/2021April/খাসিয়া-পুঞ্জির-খবর-eyenews-2301261913.jpg)
প্রেস ব্রিফিংয়ে খাসিয়া প্রতিনিধিরা। ছবি- আই নিউজ
কুলাউড়া উপজেলাধীন ঝিমাই খাসি পুঞ্জির প্রাকৃতিক গাছ কাটার পাঁয়তারা বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন করেছে বৃহত্তর সিলেট আদিবাসী অধিকার সুরক্ষা নাগরিক কমিটি এবং কুবরাজ আন্তপুঞ্জি উন্নয়ন সংগঠন।
বৃহ্স্পতিবার (২৬ জানুয়ারি) মৌলভীবাজার প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে বিভিন্ন খাসি পুঞ্জির বিশেষ কৃষি ঐতিহ্যবাহী পানজুম, পরিবেশ-প্রাণ-প্রকৃতি, আদিবাসীদের জীবন-জীবিকা, প্রথাগত ভূমির মালিকানা, ঐতিহ্য, সংস্কৃতি, অস্তিত্ব রক্ষার দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে নয়দফা দাবি উত্থাপন করা হয়। এগুলো হলো-
- ঝিমাই খাসি পুঞ্জির পান জুমের প্রাকৃতিক গাছ বিধি বহির্ভূত ভাবে কাটার পাঁয়তারা বন্ধ করতে হবে।
- ঝিমাই পুঞ্জির যাতায়াতের রাস্তায় চা বাগান কর্তৃপক্ষের সকল বাঁধা অপসারন করতে হবে
- ডুলুকছড়া, বেলকুমা, নুনছড়া সহ বিভিন্ন পুঞ্জির আদিবাসীদের বিরুদ্ধে হয়রানি মূলক মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।
- সামাজিক বনায়নের আড়ালে প্রভাবশালী ভূমিখেকোদের আশ্রয় প্রশ্রয় দেওয়া বন্ধ করতে হবে। আদিবাসীদের ভোগদখলীয় প্রাকৃতিক বনভূমিতে কোন প্রকার সামাজিক বনায়ন প্রকল্প গ্রহণ করা যাবেনা।
- খাসিয়া পানচাষ পদ্ধতিকে বিশেষ কৃষি ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়ে উৎপাদন ও বিপননের সকল পর্যায়ে রাষ্ট্রীয় পৃষ্টপোষকতা দিতে হবে। বিনা সুদে কৃষি ঋন ও পানের ন্যায্য বাজার মূল্য নিশ্চিত করতে হবে।
- আদিবাসীদের শিক্ষা, স্বাস্থ্য, বিশুদ্ধ পানি, উন্নত যোগাযোগ ব্যবস্থা, বিদ্যুৎ সংযোগ প্রভৃতি নাগরিক সুবিধা নিশ্চিত করতে হবে।
- আদিবাসীদের ঐতিহ্যগত ভূমির মালিকানা ও শান্তিপূর্ন ভোগদখল নিশ্চিত করতে হবে।
- বৃহত্তর সিলেটের আদিবাসীদের ভূমি সমস্যা সমাধানের লক্ষে বিশেষ ভুমি কমিশন গঠন করতে হবে।
- পান চাষের একমাত্র অবলম্বন প্রাকৃতিক গাছ কেটে আদিবাসীদের উচ্ছেদের ষড়যন্ত্র বন্ধ করতে হবে।
লিখিত বক্তব্য উপস্থাপন করেন কুবরাজ আন্তপুঞ্জি উন্নয়ন সংগঠনের সাধারণ সম্পাদক ফ্লোরা বাবলি তালাং।
Eye News YouTube Video
প্রকৃতির সন্তান খাসি - খাসিয়া জনগোষ্ঠী | Eye News
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’