রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি
আপডেট: ২২:০৯, ২৭ জানুয়ারি ২০২৩
রাজনগরে আ. লীগের নবগঠিত কমিটির পরিচিতি সভা
রাজনগরে আ. লীগের নবগঠিত কমিটির পরিচিতি সভায় বক্তব্য রাখছেন নেছার আহমদ এমপি।
মৌলভীবাজারের রাজনগর উপজেলা আওয়ামী লীগের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। শুক্রবার (২৭ জানুয়ারি) বিকেলে রাজনগর বাজারের কেন্দ্রীয় সড়কের উপর এই সভা হয়। পরে সন্ধ্যায় সিলেটের বিভিন্ন সংগীত শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজাদ মিয়া চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য নেছার আহমদ।
নেছার আহমদ এমপি তার বক্তব্যে বলেন, ‘১৯৭০ সালের নির্বাচনেও এই উপজেলার মানুষ বঙ্গবন্ধুকে এখানকার আসন উপহার দিয়েছিল। রাজনগরের নৌকায় বিপুল ভোট দিয়ে বারবার প্রমাণ করেছে এই মৌলভীবাজার-রাজনগর আসন শেখ হাসিনার দুর্গ। আগামী নির্বাচনেওে ঐক্যবদ্ধ উপজেলা আওয়ামী লীগের নেতৃত্বে এই আসন শেখ হাসিনাকে উপহার দেয়া হবে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্জ্ব মিছবাহুর রহমান। উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাহেদুজ্জামান আনছারী মনাই ও সাংগঠনিক সম্পাদক নজমুল হক সেলিমের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাতি মাহমুদুর রহমান, আওয়ামী লীগ নেতা বশারত আলী, ফরজান আহমদ, আতাউর রহমান চৌধুরী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল কাদির ফৌজি, সেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক আকমল হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি রুবেল আহমদ প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, তাঁতীলীগ, কৃষকলীগসহ দলটির অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে সন্ধ্যায় সিলেট বিভাগের খ্যাতিমান সংগীত শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়।
আইনিউজ/এইচকে/মো. ফরহাদ হোসেন
ভিডিও : মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল | ICU | CCU | Dialysis | Emergency Call
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’