সিলেট
সিলেটে মুখোমুখি আওয়ামী লীগ-বিএনপি, উত্তপ্ত নগরী
নগরীতে উত্তাপ ছড়ানোয় সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনীর। ছবি- সংগৃহীত
নিজেদের আলাদা কর্মসূচি নিয়ে সিলেট নগরীতে দেশের প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি রাজপথে নেমেছে। প্রায় পাঁচ বছর পর সিলেটের রাজপথে দুই পক্ষের রাজনীতিতে উত্তাপ দেখা গেলো। এদিকে দুই দলের মুখোমুখি অবস্থানের ফলে সতর্ক অবস্থানে আছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
তবে এ আশঙ্কা উড়িয়ে দিয়ে দুই দলের নেতাকর্মীরা বলছেন, সিলেটের রাজনীতিতে প্রতিদ্বন্দ্বিতা আছে। কিন্তু কোনো প্রতিহিংসা নেই। রাজনৈতিক এ উত্তাপ দাঙ্গা হাঙ্গামায় রূপ নেবে না বলে জানিয়েছে দল দুইটির নেতৃবৃন্দ।
জানা গেছে, আজ শনিবার (৪ ফেব্রুয়ারি) ১০ দফা দাবিতে দুপুরে সিলেট রেজিস্ট্রারি মাঠে সমাবেশকে ঘিরে ইতোমধ্যে অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছে। সমাবেশে সফল করতে বিএনপি নেতাকর্মীরা সেখানে উপস্থিত হচ্ছেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নেতাকর্মীদের উপস্থিতি আরও বাড়ছে। এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী বেগম সেলিমা রহমান।
অন্যদিকে একই দিনে বিএনপির নৈরাজ্য ও সহিংসতা বন্ধে আওয়ামী লীগ সিলেটে ‘শান্তি সমাবেশ’ করছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। আজ শনিবার (৪ ফেব্রুয়ারি) বেলা ৩টায় শুরু হবে এই সমাবেশ।
এ বিষয়ে সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী জানান, আমরা সবসময় শান্তির পক্ষে। আমরা শান্তিতে বিশ্বাসী বন্দুকের নলের ওপর বিশ্বাসী নই। আমরা রাজনৈতিক সহাবস্থানের পক্ষে। তাই আমরা উদারতা দেখিয়ে নিজেদের কর্মসূচির স্থান পরিবর্তন করেছি।
সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী জানান, আমরা শান্তিপূর্ণভাবে সমাবেশ করতে চাই। অহিংস আন্দোলন চালিয়ে যেতে চাই। নেতাকর্মীদেরও বলেছি, যাতে তারা কোনো ধরনের বিশৃঙ্খলায় না জড়ায়। অতীতে সমাবেশ ঘিরে আওয়ামী লীগের সঙ্গে বিএনপির কোনো সংঘাত হয়নি, এবারও হবে না। কেননা সিলেট শান্তির নগরী।
এদিকে উভয় দলের কর্মসূচিকে ঘিরে সর্বোচ্চ সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। সমাবেশকে ঘিরে ইতোমধ্যে তিন শতাধিক পুলিশ সাজোয়া যানসহ মাঠে অবস্থান করছেন।
এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) সুদীপ দাস জানান, কোনো ধরনের বিশৃঙ্খলা ও অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, এ জন্য নগরীর সবগুলো মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন আছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সদা তৎপর রয়েছে।
আই নিউজ/এইচএ
আই নিউজ ইউটিউব চ্যানেলে ভিডিও দেখুন
জলময়ূর পাখির সাথে একদিনের দারুণ গল্প | A story with Water Peacock
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’