মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ১৬:২৯, ৫ ফেব্রুয়ারি ২০২৩
মৌলভীবাজারে ব্যাডমিন্টন টুর্নামেন্টে দর্শকমুগ্ধতা
মৌলভীবাজার পৌরসভার আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেলো এক জমাজমাট ব্যাডমিন্টন টুর্নামেন্ট। শুক্রবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যারাতে ফাইনাল ম্যাচে হাজারো দর্শকদের সমাগম ঘটে। টানটান উত্তেজনা আর দর্শকদের উল্লাসধ্বনির মধ্য দিয়ে খেলা শেষ হয়।
আকর্ষণী এই খেলা দেখতে মৌলভীবাজার ছাড়াও সিলেট, সুনামগঞ্জ এবং ব্রাহ্মণবাড়িয়া থেকেও দর্শকেরা এসেছেন। হবিগঞ্জের নবীগঞ্জ থেকে প্রতিদিন খেলা দেখতে এসে সেরা দর্শক পুরস্কার পেয়েছেন এক ব্যাডমিন্টনপ্রেমী।
সিলেট থেকে আসা দর্শক আব্দুস সামাদ বলেন, ‘এমন সুন্দর, পরিপাটি ও গোছানো আয়োজন সত্যিই আমাকে মুগ্ধ করেছে। যে কারণে খেলার টানে সিলেট থেকে মৌলভীবাজারে এসেছি।’
১২ বছরের কিশোর তানভির আজিজ বলে, আমার বাসার পাশে এই খেলা হয়েছে। খেলার টানে প্রায় প্রতিদিন ছুটে এসেছি।
মেয়র উন্মুক্ত দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে একাটুনা ব্রাদার্স। রানার্স-আপ হয়েছে ইনাতগঞ্জ ফাইটার্স।
ফাইনাল খেলায় মূল আকর্ষণ ছিলেন জাতীয় চ্যাম্পিয়ন নাইম ও নিজাম। এই দুই তারকা প্লেয়ার খেলেন একাটুনার পক্ষে। ঢাকা থেকে নিয়ে আসা আরো দুই প্লেয়ার তানভীর ও লোকমান জুটি খেলেন ইনাতগঞ্জের পক্ষে।
শুক্রবার রাতে শহরের হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে জমজমাট এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমানের সভাপতিত্বে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন সংসদ সদস্য নেছার আহমদ, জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহর রহমান, বড়লেখা পৌরসভার মেয়র আবু ইমাম মো. কামরান চৌধুরী প্রমুখ।
আরো উপস্থিত ছিলেন মৌলভীবাজার পৌরসভার কাউন্সিলর ফয়সল আহমদ, আসাদ হোসেন মক্কু, সৈয়দ সেলিম হক, অ্যাডভোকেট পার্থ সারথি পালসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।
চ্যাম্পিয়ন দলকে মোটরসাইকেল এবং রানার্স-আপ দলকে ফ্রিজ উপহার দেওয়া হয়। এছাড়া ম্যান অব দ্যা ফাইনালসহ অন্যান্য বিজয়ীদের ক্রেস্ট দেওয়া হয়।
নবীগঞ্জ থেকে প্রতিদিন খেলা দেখতে এসে সেরা দর্শক পুরস্কার পেয়েছেন ব্যাডমিন্টনপ্রেমী বাবলু আহমদ।
সুন্দর, পরিপাটি, সাজানো-গোছানো এই খেলার আয়োজনে নেপথ্যে কাজ করেছেন মৌলভীবাজার পৌরসভার ৪ নং ওয়ার্ডের তরুণ কাউন্সিলর সালেহ আহমদ পাপ্পু এবং ক্রীড়াপ্রেমীরা।
টুর্নামেন্টে ৩২টি দল অংশগ্রহণ করে।
সালেহ আহমদ পাপ্পু বলেন, মেয়র ফজলুর রহমানের নির্দেশনা ও প্রেরণায় আমরা সুন্দর এই আয়োজন করতে পেরেছি। চেষ্টা ছিলো সুন্দর একটি টুর্নামেন্ট আয়োজন করার। সকলের সহযোগিতায় সেটা সফল হয়েছে।
মেয়র ফজলুর রহমান বলেন, মৌলভীবাজার পৌরসভার উদ্যোগে নিয়মিত খেলাধুলার আয়োজন করা হবে। আগামীতে ফুটবল, ক্রিকেট, ভলিবল, কাবাডি ইত্যাদি প্রতিযোগিতার আয়োজন করা হবে।
আই নিউজ/এইচএ
ভিডিও : জলময়ূর পাখির সাথে একদিনের দারুণ গল্প | A story with Water Peacock
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’