মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ২১:২০, ৭ ফেব্রুয়ারি ২০২৩
জেলা প্রশাসন ও আল খায়ের ফাউন্ডেশন
মৌলভীবাজারে উন্নতমানের কম্বল ও সেলাই মেশিন বিতরণ (ভিডিও)
মৌলভীবাজারে উন্নতমানের কম্বল ও সেলাই মেশিন বিতরণ
মৌলভীবাজারের সুবিধাবঞ্চিত দরিদ্র মানুষের মধ্যে সেলাই মেশিন ও কম্বল বিতরণ করেছে জেলা প্রশাসন ও আল খায়ের ফাউন্ডেশন।
মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) মৌলভীবাজার জেলা প্রশাসনের আয়োজনে শিল্পকলা একাডেমি মিলনায়তনে এসব সেলাই মেশিন ও কম্বল বিতরণ করা হয়।
হরিজন, চা-শ্রমিক, নির্মাণ শ্রমিকসহ দরিদ্রজনদের মধ্যে সেলাই মেশিন ও কম্বল তুলে দেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক মল্লিকা দে, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বর্ণালি পাল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহীনা আক্তার, আল খায়ের ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর তারেক মাহমুদ সজিব।
-
মৌলভীবাজারের সুবিধাবঞ্চিত দরিদ্র মানুষের মধ্যে সেলাই মেশিন ও কম্বল বিতরণ (ভিডিও দেখতে Watch on YouTube অপশনে ক্লিক করুন)
আয়োজকেরা জানান, দুইশত চা শ্রমিক, হরিজন সম্প্রদায় ও নির্মাণ শ্রমিকদের মধ্যে সেলাই মেশিন, উন্নতমানের কম্বল ও টুপি বিতরণ করা হয়। এছাড়া পঞ্চাশজন অসহায় দুস্থ নারীদের সেলাই মেশিন বিতরণ করা হয়।
জেলা প্রশাসক মীর নাহিদ আহসান বলেন, জেলায় এবার প্রায় ৪১ হাজার শীতার্ত মানুষের মাঝে সরকারের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এছাড়াও বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান শীতবস্ত্র বিতরণ করেছে। এরই ধারাবাহিকতায় আল খায়ের ফাউন্ডেশন শীতবস্ত্র বিতরণ করে। এছাড়া ৫০ টি দরিদ্র পরিবারের নারীদের সেলাই মেশিন দেয়া হয়েছে। এই পরিবারগুলো সেলাই করে আয় করতে পারবে। নিজেরাও স্বাবলম্বী হবেন।
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’