নিজস্ব প্রতিবেদক
ডিআইজি মফিজ উদ্দীনকে মৌলভীবাজার পৌরসভার নাগরিক সংবর্ধনা
ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদের হাতে সম্মাননা তোলে দেয়া হচ্ছে। ছবি- আই নিউজ
সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদকে বদলিজনিত বিদায় উপলক্ষে নাগরিক সংবর্ধনা দিয়েছে মৌলভীবাজার পৌরসভা।
বুধবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে স্থানীয় জনমিলন কেন্দ্রে পৌর মেয়র ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য নেছার আহমদ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংবর্ধিত বিদায়ী ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, সাবেক অতিরিক্ত সচিব বনমালী ভৌমিক, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে ডিআইজি ছাড়াও আরো বক্তব্য রাখেন কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক রফিকুর রহমান, বড়লেখা পৌরসভার মেয়র আবু ইমাম মো. কামরান চৌধুরী, পাবলিক প্রসিকিউটর (পিপি) ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রাধা পদ দেব সজল, মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পান্না দত্ত, মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা শামসুল হক প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দীন মাসুদ।
সংবর্ধনা অনুষ্ঠানে সাংবাদিক, শিক্ষক, ইউপি চেয়ারম্যান, পুলিশ কর্মকর্তা এবং পৌরসভার বিভন্ন পর্যায়ের নাগরিকেরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে যানজটমুক্ত আধুনিক মৌলভীবাজার শহরের পরিকল্পনার কথা তুলে ধরেন ডিআইজি। তিনি বক্তব্যে মৌলভীবাজার শহরের প্রতি তাঁর মুগ্ধতা প্রকাশ করেন।
বক্তব্যের শেষে নিজের লেখা কবিতা ‘ভালোবাসার সিলেট’ আবৃত্তি করে শোনান মফিজ উদ্দিন আহম্মেদ।
বক্তারা বলেন, ডিআইজি মফিজ উদ্দিন ছিলেন একজন উদ্যমী ও আন্তরিক পুলিশ কর্মকর্তা। সিলেট রেঞ্জ পুলিশের আধুনিকায়নে তিনি সর্বদা তৎপর ছিলেন। অনেক সংস্কার করেছেন। বিট পুলিশিংকে আরো গতিশীল করেছেন। মানুষের সেবা দিতে চেষ্টা করেছেন। সত্যিকারের একজন জনবান্ধব পুলিশ কর্মকর্তা ছিলেন মফিজ উদ্দিন আহম্মেদ।
আই নিউজ/এইচএ
আই নিউজ ভিডিও গ্যালারী
হানিফ সংকেত যেভাবে কিংবদন্তি উপস্থাপক হলেন | Biography | hanif sanket life documentary | EYE NEWS
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’