কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
কমলগঞ্জে সমাপ্ত হলো তিনদিন ব্যাপী বইমেলা ও নাট্য উৎসব
বইমেলা ও নাট্য উৎসবের সমাপনী অনুষ্ঠানে কথা বলছে সাবেক চিফ হুইপ আব্দুস শহীদ এমপি। ছবি- আই নিউজ
কমলগঞ্জে সমাপ্ত হলো তিনদিন ব্যাপী বইমেলা ও নাট্য উৎসব ক্ষুদ্র নৃ-জাতিগোষ্ঠীর নাট্য উৎসব। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস উপলক্ষে প্রথমবারের মতো এ উৎসবের আয়োজন করে কমলগঞ্জ উপজেলা প্রশাসন।
আজ বুধবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ, অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা স্কাউটস সম্পাদক মোশাহীদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো.রফিকুর রহমান, কমলগঞ্জ সরকারি গণমহাবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপিকা মঞ্জুশ্রী রায়, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমদ, কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এম, মোসাদ্দেক আহমেদ মানিক, উপজেলা দুর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল, রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, মাধবপুর ইউপি চেয়ারম্যান আসিদ আলী, আলীনগর ইউপি চেয়ারম্যান নিয়াজ মুর্শেদ রাজু, জেলা পুস্তক প্রকাশক সমিতির সভাপতি জযবের আহমদ, সাধারণ সম্পাদক মুহিবুর রহমান, উপজেলা লাইব্রেরী সমিতির সভাপতি মো. আনোয়ার হোসেন।
বইমেলায় বিভিন্ন প্রকাশনী সংস্থা ও সাহিত্য সংগঠনের পক্ষ থেকে ২০টি স্টল অংশ নেয়। এছাড়া কমলগঞ্জের প্রায় স্থানীয় কবি-লেখকের বইও প্রদর্শনী করা হয় মেলায়। মেলার দ্বিতীয় দিন কবি ও লেখক সমাবেশ অনুষ্ঠিত হয়।
বইমেলায় মাতৃছায়া লাইব্রেরী স্টলের স্বত্তাধিকারী নিরঞ্জন দেব জানান, প্রথমবারের মতো অনুষ্ঠিত বই মেলায় বেশ জমে উঠেছে। আশা করি এ ধারা আগামীতে অব্যাহত থাকবে। এ মেলাকে কেন্দ্র করে কবি-লেখকদের মিলনমেলা জমে উঠেছিল। বইমেলা আয়োজনের জন্য তিনি উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানের আলোচনা সভা শেষে উদীচী শিল্পীগোষ্ঠী, মণিপুরি ললিতকলা একাডেমি ও ধলাই খেলাঘর আসরের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক পরিবেশিত হয়।
উল্লেখ্য, গত সোমবার বিকেল ৪ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে কমলগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বই মেলার আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বর্ণালী পাল।
আই নিউজ/এইচএ
আই নিউজ ভিডিও গ্যালারী
হানিফ সংকেত যেভাবে কিংবদন্তি উপস্থাপক হলেন | Biography | hanif sanket life documentary | EYE NEWS
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’