সিলেট
সিলেটে পাল্টাপাল্টি কর্মসূচিতে হ্যাট্রিক করছে আ. লীগ-বিএনপি
![আওয়ামী লীগ এবং বিএনপির দলীয় চিহ্ন। আওয়ামী লীগ এবং বিএনপির দলীয় চিহ্ন।](https://www.eyenews.news/media/imgAll/2023February/সিলেটে-আওয়ামী-লীগ-বিএনপির-পাল্টাপাল্টি-কর্মসূচি-eyenews-2302231245.jpg)
আওয়ামী লীগ এবং বিএনপির দলীয় চিহ্ন।
সিলেটে একমাসের মধ্যেই দুইবার পাল্টাপাল্টি কর্মসূচি পালন করেছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগ এবং অন্যতম বিরোধী বিএনপি। সিলেট নগরীতে পাল্টাপাল্টি কর্মসূচিতে এবার হ্যাট্রিক করতে যাচ্ছে দল দুইটি। জানা গেছে, শীঘ্রই তৃতীয় দফায় একইদিনে প্রায় কাছাকাছি সময়ে পাল্টাপাল্টি কর্মসূচি করবে দল দুইটি। ফলে আবারও নতুন করে উত্তাপ ছড়াচ্ছে নগরী জুড়ে।
আগামী শনিবার (২৫ ফেব্রুয়ারি) জেলা বিএনপির পদযাত্রা কর্মসূচি রয়েছে। একইদিন শান্তি সমাবেশ ডেকেছে আওয়ামী লীগ। এর আগেও দুইবার এভাবে একইসময়ে কাছাকাছি দূরত্বে কর্মসূচি পালন করেছে বিএনপি-আওয়ামী লীগ। তবে বড় ধরনের কোনো সহিংসতার ঘটনা ঘটেনি। এবারও এরকম কিছু না ঘটার আশ্বাস দুই দলের নেতৃবৃন্দের। তবে দিয়েছেন আঘাত আসলে পাল্টা আঘাতের ইঙ্গিতও।
গত ৪ ফেব্রুয়ারি সিলেটে বিএনপির বিভাগীয় সমাবেশ ছিল। সেদিন শান্তি সমাবেশ করে আওয়ামী লীগ। এরপর ১৮ ফেব্রুয়ারি মহানগর বিএনপির পদযাত্রা কর্মসূচি ছিল। সেদিন নগরীতে মানববন্ধন করে মহানগর আওয়ামী লীগ।
জানা গেছে, গত ১৮ ফেব্রুয়ারি নতুন কর্মসূচি ঘোষণা করে কেন্দ্রীয় বিএনপি। ঘোষণা অনুসারে, আগামী শনিবার সিলেট জেলা বিএনপির নেতা-কর্মীরা পদযাত্রা কর্মসূচি পালন করবেন।
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী সিলেটভিউকে জানান, গণতন্ত্র ‘পুনরুদ্ধার’, খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনসহ বিভিন্ন দাবিতে শনিবার বেলা ২টা রেজিস্ট্রারি মাঠ থেকে শুরু হবে জেলা বিএনপির পদযাত্রা। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আম্বরখানায় গিয়ে এই পদযাত্রা শেষ হবে।
তিনি বলেন, ‘আমাদের কর্মসূচি শান্তিপূর্ণ। আমরা কোনো বিশৃঙ্খলা করি না, বিশৃঙ্খলা চাই না। কিন্তু বিএনপির দেখাদেখি পাল্টাপাল্টি কর্মসূচি দেওয়াটা রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত। এগুলো কাম্য নয়।’
বিএনপি নেতারা জানান, পদযাত্রা কর্মসূচি সফল করতে সবধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। জেলার আওতাধীন সকল ইউনিটের নেতা-কর্মীরা এই কর্মসূচিতে যোগ দেবেন।
এদিকে, গতকাল বুধবার রাতে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে সংবাদবিজ্ঞপ্তি প্রেরণ করা হয়। এতে জানানো হয়, আগামী শনিবার বেলা ৩টায় নগরীর চৌহাট্টাস্থ শহীদ মিনার প্রাঙ্গনে জেলা-মহানগর আওয়ামী লীগের শান্তি সমাবেশ হবে। বিএনপি-জামায়াতে ‘নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের’ প্রতিবাদে এই শান্তি সমাবেশ হবে বলে জানানো হয়েছে।
এ ব্যাপারে সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি মাসুক উদ্দিন আহমদ বলেন, ‘চিহ্নিত অপশক্তি গোষ্ঠীর বিরুদ্ধে আমাদের কর্মসূচি। শান্তির বার্তা সর্বত্র পৌঁছে দিতে আমাদের শান্তি সমাবেশ।’
আই নিউজ/এইচএ
আই নিউজ ভিডিও গ্যালারী
হানিফ সংকেত যেভাবে কিংবদন্তি উপস্থাপক হলেন | Biography | hanif sanket life documentary | EYE NEWS
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’