কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
পিএইচডি ডিগ্রি লাভ করায় জন্মভূমিতে সংবর্ধিত জবি অধ্যাপক
অধ্যাপক ড. তপন কুমার পালিতের হাতে সম্মাননা ক্রেস্ট তোলে দিচ্ছেন অতিথিরা। ছবি- আই নিউজ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে সম্মানসূচক পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক বিশিষ্ট লেখক-গবেষক ড. তপন কুমার পালিত। তাঁর এই অর্জনে মৌলভীবাজারের কমলগঞ্জে তাঁর নিজ জন্মভূমিতে সংবর্ধনা দিয়েছেন এলাকাবাসী।
বুধবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার পতনঊষার ইউনিয়নের বৃন্দাবনপুর আবুল ফজল চৌধুরী উচ্চ বিদ্যালয় হলরুমে স্কুল কর্তৃপক্ষ ও এলাকাবাসীর আয়োজনে এ সংবর্ধনা প্রধান করা হয় অধ্যাপক ড. তপন কুমার পালিতকে।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি প্রভাষক মোহাম্মদ আব্দুল আহাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমদ, পতনঊষার ইউপি চেয়ারম্যান অলি আহমদ খান, সাবেক চেয়ারম্যান প্রকৌশলী তওফিক আহমদ বাবু, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইলিয়াছুর রহমান মহরম, অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুর রহিম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিছবাহুর রহমান চৌধুরী, সহকারী প্রধান শিক্ষক প্রমোদ চন্দ্র দেবনাথ, শিক্ষক ও কবি নিখিল কান্তি গোস্বামী প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন অধ্যাপক ড. তপন কুমার পালিত। ছবি- আই নিউজ
অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয় ও এলাকাবাসীর পক্ষ থেকে সংবর্ধিত অতিথি ড. তপন কুমার পালিতকে ফুলের তোড়া ও ক্রেস্ট প্রদান করা হয়।
এ সময় সংবর্ধিত অতিথির বক্তব্যে ড. তপন কুমার পালিত বলেন, এলাকার সন্তান ও স্কুলের প্রাক্তন ছাত্র হিসেবে আপনাদের দেয়া এই সম্মানে আমি আপ্লুত। আমার সাফল্যের পিছনে পরিবারের পাশাপাশি আমার স্কুল ও এলাকাবাসীর অবদান অনস্বীকার্য। আপনাদের সকলের আশীর্বাদে আমার আগামী পথচলা যাতে আরও সমৃদ্ধ হয় সেই চেষ্টা করবো।
তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে পিএইচডি ডিগ্রি অর্জন উপলক্ষে আমার গ্রামের স্কুল আবুল ফজল চৌধুরী উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ ও এলাকাবাসী যে বিশাল আয়োজন করে আমাকে যে ভালোবাসা দেখিয়েছেন সে জন্য অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আই নিউজ/এইচএ
আই নিউজ ভিডিও গ্যালারী
হানিফ সংকেত যেভাবে কিংবদন্তি উপস্থাপক হলেন | Biography | hanif sanket life documentary | EYE NEWS
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’