রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রেমের ফাঁদে ফেলে কিশোরী অপহরণ : ধর্ষণের অভিযোগে মামলা
![পুলিশের কাছে আটক অভিযুক্ত প্রেমিক আলী আহমদ। ছবি- আই নিউজ পুলিশের কাছে আটক অভিযুক্ত প্রেমিক আলী আহমদ। ছবি- আই নিউজ](https://www.eyenews.news/media/imgAll/2023February/রাজনগরে-অপহরণের-পর-ধর্ষণের-অভিযোগে-মামলা-eyenews-2302231623.jpg)
পুলিশের কাছে আটক অভিযুক্ত প্রেমিক আলী আহমদ। ছবি- আই নিউজ
তিন মাস আগে রাজনগর উপজেলার একটি শিক্ষা প্রতিষ্ঠানের অষ্টম শ্রেণির ছাত্রী শাপলার (ছদ্মনাম) সাথে মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক গড়ে তোলে সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের কেউটি হাওর এলাকার অলিউর রহমানের ছেলে মো. আলী আহমদ।
সম্প্রতি শাপলার (১৩) সাথে দেখা করার কথা বলে রাজনগরে আসে আলী আহমদ (২০)। গাড়িতে ঘুরাঘুরির নাম করে তাকে নিয়ে চলে যায় কানাইঘাটে। এ ঘটনায় খোঁজাখুঁজি করে মেয়েকে না পেয়ে রাজনগর থানায় অভিযোগ করলে প্রযুক্তির সহায়তায় অবস্থান নিশ্চিত হয়ে মঙ্গলবার রাত ১০টার দিকে পুলিশ গিয়ে আলী আহমদকে গ্রেপ্তার করে।
এঘটনায় অপহরণ ও ধর্ষণের অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়েছে।
পুলিশ জানায়, গত ১৩ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৯টার দিকে শাপলার সাথে দেখা করে মো. আলী আহমদ। গাড়িতে করে ঘুরাঘুরি করার একপর্যায়ে তাকে নিয়ে চলে যায় কানাইঘাট উপজেলার লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের দূর্গম পাহাড়ি এলাকা কেউটি হাওরে। এদিকে স্কুল থেকে বাড়ি না ফেরায় মেয়েটির দরিদ্র বাবা সমাজের লোকলজ্জার ভয়ে মেয়ে নিখোঁজ হওয়ার বিষয়টি গোপন রেখে তাকে বিভিন্ন জায়গায় খুঁজতে থাকেন।
ঘটনার ৮দিন পেরিয়ে গেলেও মেয়েকে খুঁজে না পেয়ে গত সোমবার রাজনগর থানায় নিখোঁজের ডায়েরী করেন। তাকে খোঁজার দায়িত্ব পরে উপপরিদর্শক (এসআই) মো. সওকত মাসুদ ভূঁইয়ার উপর। তদন্তে বেরিয়ে আসে উপজেলার মুন্সিবাজার এলাকায় এসে অপহরণের দিন সকাল সাড়ে ৯টার সময় আলী আহমদ শাপলার বাড়ির ফোনে কল দিয়ে তার সাথে যোগাযোগ করা হয়।
ফোন নাম্বার শনাক্ত করে প্রযুক্তির সহায়তায় আলী আহমদের অবস্থান নিশ্চিত হয়ে মঙ্গলবার রাতে কানাইঘাটের কেউটি হাওরের দূর্গম এলাকায় অভিযানে যান এসআই মো. সওকত মাসুদ ভূঁইয়া ও এসআই মো. সুলেমান আহমেদসহ পুলিশের একটি দল। সেখানে ছেলে-মেয়েকে জিজ্ঞাসাবাদ করে থানায় নিয়ে আসা হয়। পরে নাবালিকা মেয়েটির কাছ থেকে বিস্তারিত জেনে মেয়েটির বাবা লিখিত অভিযোগ করলে মো. আলী আহমদের নামে রাজনগর থানার মামলা (নং-১২, তারিখ- ২৩/০২/২০২৩ইং) করেন।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় বলেন, অভিযোগ পাওয়ার পরপরই আমরা মেয়েটিকে উদ্ধারের কাজ শুরু করি। মেয়েটিকে উদ্ধারের দায়িত্বে থাকা কর্মকর্তাদের কানাইঘাট উপজেলার কয়েক কিলোমিটার দূর্গম পাহাড়ি এলাকা পায়ে হেটে পাড়ি দিতে হয়েছে।
এঘটনায় অপহরণ ও ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। আসামীকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মেয়েটির মান সম্মানের কথা বিবেচনা করে তার নাম ঠিকানা গোপন রাখা হয়েছে বলেও জানান ওসি।
আই নিউজ/এইচএ
আই নিউজ ইউটিউব ভিডিও : মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল | ICU | CCU | Dialysis | Emergency Call
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’