রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি
রাজনগরে আটকে আছে উপজেলা পরিষদ ভবনের উদ্বোধন
![রাজনগর উপজেলা পরিষদ ভবন (নতুন)। ছবি- সংগৃহীত রাজনগর উপজেলা পরিষদ ভবন (নতুন)। ছবি- সংগৃহীত](https://www.eyenews.news/media/imgAll/2023February/রাজনগর-উপজেলা-পরিষদ-eyenews-2302251708.jpg)
রাজনগর উপজেলা পরিষদ ভবন (নতুন)। ছবি- সংগৃহীত
মৌলভীবাজারের রাজনগরে নির্মাণ কাজ সমাপ্তের আট মাস পেরিয়ে গেলেও আটকে আছে উপজেলা পরিষদ ভবনের উদ্বোধনের সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও মাল্টিপারপাস হলরুম। দুইদফা উদ্বোধনের উদ্যোগ নিলেও বাস্তবে ভেস্তে যায় উদ্যোগ। ফলে ৭ কোটি টাকা ব্যায়ে নির্মিত এই ভবন ও হলরুম পরে রয়েছে অব্যবহৃত অবস্থায়।
জানা যায়, প্রথম দফায় উপজেলা চেয়ারম্যানের নাম না রাখায় জটিলতার সৃষ্টি হলে করোনা মহামারীর কথা বলে বন্ধ করে দেয়া হয় উদ্বোধনী অনুষ্ঠান। এরপর দ্বিতীয় দফায় চলতি মাসের ২৬ ফেব্রুয়ারি উদ্বোধনের উদ্যোগ নিলেও স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ সাইফুল ইসলাম মজুমদারের স্বাক্ষরিত এক পত্রে বাদ দিতে হয় দ্বিতীয় দফার উদ্যোগও। ফলে আবারও পেছালো ভবনের উদ্বোধন কাজ।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত বছরের ৭ জুলাই ভবনটি উদ্বোধনের জন্য তারিখ নির্ধারণ করা হয়। উপজেলা চেয়ারম্যানের নাম উদ্বোধন ফলকে না থাকায় এসময় উদ্বোধনে জটিলতা সৃষ্টি হয়। পরে করোনা পরিস্থিতির কথা বলে বন্ধ করা হয় অনুষ্ঠান। উপজেলা পরিষদের সভায় উদ্বোধনী নামফলকে উপজেলা চেয়ারম্যানের নাম রাখার সিদ্ধান্ত নিয়ে ওই বছরের ১৩ জানুয়ারি সংসদ সদস্যের থেকে অনুষ্ঠানের সময় চাইতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে পত্র দেন উপজেলা চেয়ারম্যান। ১৭ জানুয়ারি পর্যন্ত উদ্বোধনের তারিখ নির্ধারণ না করায় চেয়ারম্যান আবারো স্থানীয় সরকার বিভাগের সচিব বরাবর পত্র পাঠান।
ওই পত্রে উল্লেখ করেন, স্থানীয় আওয়ামী লীগের অর্ন্তদ্বন্ধের কারণে সংসদ সদস্য ভবনটি উদ্বোধনে আগ্রহ প্রকাশ করছেন না। পরে চলতি মাসের ২ তারিখে উপজেলা চেয়ারম্যান বহিঃবাংলাদেশ ছুটিতে থাকাবস্থায় ভবনটি উদ্বোধনের তারিখ নির্ধারণ স্থগিত রাখতে ইউএনওকে পত্র লিখেন এবং ৫ ফেব্রুয়ারি তিনি লন্ডনে চলে যান।
১৬ ফেব্রুয়ারি সংসদ সদস্য ইউএনওকে পত্র দিয়ে ২৬ ফেব্রুয়ারি সকাল ১১ টায় ভবন উদ্বোধনের জন্য অভিপ্রায় ব্যক্ত করেন। ইউএনও বিষয়টি পরিষদকে না জানিয়েই উদ্বোধনের জন্য বিধিমোতাবেক ব্যবস্থা নিতে উপজেলা প্রকৌশলীকে পত্র পাঠান। কিন্তু উপজেলা চেয়ারম্যান বহিঃবাংলাদেশ ছুটি শেষে দেশে ফিরলে ভবনের উদ্বোধন করতে গত বুধবার জেলা প্রশাসককে নির্দেশ দিয়ে স্থানীয় সরকার বিভাগের উপজেলা-২ শাখার উপসচিব মোহাম্মদ সাইফুল ইসলাম মজুমদার এক পত্রে জানান। এরই মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার মিতা প্রশিক্ষণে চলে যান। ফলে আবারো উদ্বোধন আটকে যায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশিক্ষণে থাকায় তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করেও বক্তব্য পাওয়া যায়নি।
রুটিন দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) সানজিদা আক্তারকে ফোন দিলেও তিনি কল রিসিভ করেন নি। জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সাথে যোগাযোগের চেষ্টা করলেও তিনি কল রিসিভ করেন নি।
আই নিউজ/এইচএ
আই নিউজ ইউটিউব চ্যানেলে ভিডিও দেখুন
জলময়ূর পাখির সাথে একদিনের দারুণ গল্প | A story with Water Peacock
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’