মো. ফরহাদ হোসেন, রাজনগর (মৌলভীবাজার)
সড়ক দুর্ঘটনায়
শবে বরাতে ফুপুর কবর জিয়ারত শেষে ফেরার পথে মারা গেলেন যুবক
সড়ক দুর্ঘটনায় নিহত যুবক সাহেদ আহমদ (২৪)। ছবি- আই নিউজ
ফুফুর কবর জিয়ারত করতে গিয়েছিলেন সাহেদ আহমদ (২৪) সহ তার আরো দুই ফুফাতো ভাই। জানতেন না তার জানাযা হয়তো পড়তে হবে কিছুক্ষণ পর। কবর জিয়ারত শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গিয়েছে এই যুবকের।
জানা গেছে, নিহত যুবকের বাড়ি মৌলভীবাজারের রাজনগর উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের নয়াটিলা গ্রামে। নিহত সাহেদ ওই গ্রামের মৃত আকদ্দছ মিয়ার ছেলে।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার সদর ইউনিয়নের চৌধুরী বাজারে এ দুর্ঘটনা ঘটে। ঘটনায় তার সাথে থাকা আরো দুই মোটরসাইকেল আরোহী ও এক রিক্সাচালক আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও নিহতের প্রতিবেশীরা জানান, মঙ্গলবার (৭ মার্চ) বিকেলে শবে বরাত উপলক্ষে সাহেদ আহমদ ও তার ফুফাতো ভাই রাজনগরের উত্তরভাগ ইউনিয়নের বড়দল গ্রামের কনর মিয়ার ছেলে রাফি মিয়া (১৭) ও বালাগঞ্জ উপজেলার কাইস্তঘাট (গৌড়িপুর) এলাকার পঙ্কি মিয়ার ছেলে সুমন মিয়া (২১) মিলে মোটরসাইকেলে (সিলেট ট ১২-৬৫৭৩) কুলাউড়ার ব্রাহ্মণবাজার ইউনিয়নের গোবিন্দপুর এলাকায় এক ফুফুর কবর জিয়ারত করতে যান।
সেখান থেকে বাড়ি ফেরার সময় মৌলভীবাজার-সিলেট আঞ্চলিক মহাসড়কে রাজনগর সদর ইউনিয়নের চৌধুরীবাজার এলাকায় গেলে মৌলভীবাজারমুখী একটি ট্রাক (ঢাকা মেট্রো ট ১৬-৮৯১১) ওভারট্যাকিং করার সময় সামনে থেকে তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে আরোহীরা সবাই ছিটকে পড়ে যায়। অদূরেই আরো একটি রিক্সাকে ধাক্কা দেয় বেপরোয়া ট্রাকটি। এতে আহত হয় সদর ইউনিয়নের পার্শ্বিপাড়া এলাকার রিক্সাচালক সুবোধ কর (৪৫)।
পরে স্থানীয়রা সাহেদ আহমদকে উদ্ধার করে রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় আহত মোটরসাইকেল আরোহী রাফি মিয়া ও সুমন মিয়া মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে ও রিক্সাচালক সুবোধ কর রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয়রা ট্রাকটিকে ধাওয়া করে ধরে থানা পুলিশের হেফাজতে দিয়েছে। তবে ট্রাক চালক পালিয়ে গেছে।
নিহতের আত্মীয় মো. খয়রুল ইসলাম বলেন, সাহেদ তার ফুফুর কবর জিয়ারত করতে আরো ফুফাতো ভাইদের সাথে কুলাউড়ার ব্রাহ্মণবাজারের গোবিন্দপুর গিয়েছিল। সেখান থেকে ফেরার পথে চৌধুরীবাজার এলাকায় দুর্ঘটনায় সে মারা যায়। সে উপার্জন করে খুব কষ্টে তার পরিবার চালিয়ে আসছিল।
কর্তব্যরত চিকিৎসক অসীম কুমার বিশ্বাস বলেন, সাহেদকে হাসপাতালে নিয়ে আসার পর তার হৃদস্পন্দন, প্রেশার সহ আনুষঙ্গিক বিষয় পরীক্ষা করে দেখি সে মারা গেছে।
রাজনগর থানার ওসি (তদন্ত) মো. হুমায়ুন কবির বলেন, নিহতের সুরতহাল করা হয়েছে। পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। ট্রাকটি পুলিশের হেফাজতে রয়েছে।
আই নিউজ/এইচএ
Eye News Youtube ভিডিও : মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল | ICU | CCU | Dialysis | Emergency Call
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’