আই নিউজ ডেস্ক
অবশেষে ভূমিহীনমুক্ত হচ্ছে বিশ্বম্ভরপুর!
‘বাংলাদেশে একজন মানুষও গৃহহীন, ভূমিহীন থাকবে না’-প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে জেলার বিশ্বম্ভরপুর উপজেলা গৃহহীন ও ভূমিহীনমুক্ত এলাকার স্বীকৃতি পাচ্ছে। আগামী ২২ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই উপজেলাকে গৃহহীন ও ভূমিহীনমুক্ত উপজেলা ঘোষণা করবেন। ওইদিন তৃতীয় ও চতুর্থ পর্যায়ে নির্মিত ১৮৪ টি ঘরের গৃহসনদ ও নামজারীর কবুলিয়ত ও পর্চ তুলে দেওয়া হবে। জমিসহ ঘর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন। এসব গৃহের জন্য বরাদ্দ ছিল ২ লক্ষ ৮৪ হাজার ৫০০ টাকা।
বিশ্বম্ভরপুর উপজেলায় আশ্রয়ণ প্রকল্প- ২ এর আওতায় গত বছরের পহেলা ডিসেম্বর ভূমিহীন ও গৃহহীন (ক শ্রেণি) গৃহনির্মাণ কার্যক্রম শুরু হয়। ১ম পর্যায়ে ১৫০ টি, ২য় পর্যায়ে ৬০ টি, ৩য় পর্যায়ে ৩৫৯টি, ৪র্থ পর্যায়ে ১১২ টি সহ মোট ৬৮১ টি পরিবারকে একক গৃহে এবং ৫০ টি পরিবারকে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক সেমিপাকা ব্যারাকে পুনর্বাসিত করা হয়। সবমিলিয়ে ৭৩১ টি পরিবারকে পুনর্বাসন করা হয়।
আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়নে ২০৪, পলাশ ইউনিয়নে ৫২, সলুকাবাদ ইউনিয়নে ১৭৩, বাদাঘাট (দ:) ইউনিয়নে ২০১ এবং ধনপুর ইউনিয়নে ১০১ পরিবারকে পুনর্বাসিত করা হয়েছে। পুনর্বাসিত পরিবারগুলোকে বিনামূল্যে নিরবিচ্ছিন্ন বিদ্যুত সংযোগ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে প্রতি ১০ পরিবারের জন্য ১ টি টিউবওয়েল, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক বিনামূল্যে সার ও বীজ প্রদান সহ বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করা হয়েছে।
উপজেলার বাঘমারা গ্রামের স্বামী পরিত্যাক্তা মোছাৎ তাজেদা বললেন, ‘ইলাখান ঘরও থাকতাম পারমু স্বপ্নেও কল্পনা করছিলাম না।’ লক্ষীপুর গ্রামের নেপাল বর্মন বলেন, ‘শেখের বেটির লাগি বাইচ্চা-কাইচ্চা লইয়া মাথা গুজার ঠাই অইলো’।
বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাদিউর রহিম জাদিদ বললেন, উপজেলায় ৭৩১ পরিবারের মধ্যে সরকারিভাবে ভূমি ও গৃহ নির্মাণ করে দেয়া হয়েছে। আগামী ২২ মার্চ মাননীয় প্রধানমন্ত্রী জেলার প্রথম উপজেলা হিসেবে বিশ্বম্ভরপুর উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘেষণা করবেন। গৃহহীন-ভূমিহীন মানুষেরা দুই শতক জমির ওপর টিনশেডের সেমি পাকা ঘর পাচ্ছেন। প্রতিটি গৃহের জন্য বরাদ্দ ছিল ২ লক্ষ ৮৪ হাজার ৫০০ টাকা। এছাড়াও নামজারী ও কবুলিয়তের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বরাদ্দ প্রদান করা হয়।
আরও পড়ুন
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’