রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি
রাজনগরে আশ্রয়ন প্রকল্পের ১৫৪টি ঘর হস্তান্তর কাল

রাজনগরে হস্তান্তরের অপেক্ষায় প্রকল্পের ঘরগুলো। ছবি- আই নিউজ
মৌলভীবাজারের রাজনগর উপজেলায় তৃতীয় পর্যায়ের ৭টি ও চতুর্থ পর্যায়ের বরাদ্দকৃত ১৪৭টি মিলিয়ে মোট ১৫৪ টি ঘর হস্তান্তর করা হবে আগামীকাল ২২ মার্চ (বুধবার)। এদিন একইসঙ্গে রাজনগর উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত উপজেলা হিসেবেও ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এসব ঘর হস্তান্তর করবেন। উপজেলার ফতেপুর, পাঁচগাঁও, কামারচাক ও মনসুরনগর ইউনিয়নের ভূমিহীন ও গৃহহীন পরিবারকে এসব ঘর দেয়া হচ্ছে।
এর আগেও প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ধাপে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঘর দেয়া হয়। সোমবার (২০ মার্চ) বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার মিতা।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, আগামী বুধবার চতুর্থ পর্যায়ে নির্মিত সব গৃহ ও তৃতীয় পর্যায়ে উদ্বোধনের বাকী থাকা গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করা হবে। চতুর্থ পর্যায়ে উপজেলার ফতেপুর ইউনিয়নে ৪৭টি, পাঁচগাঁও ইউনিয়নে ২১টি, কামারচাক ইউনিয়নে ৭০টি ও মনসুরনগর ইউনিয়নে ৯টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের প্রত্যেককে দুই শতাংশ জমির উপর নির্মিত ঘরের চাবি ও কবুলিয়ত দলিল দেয়া হবে। প্রতিটি ঘর নির্মানে ২ লক্ষ ৮৪ হাজার ৫০০ টাকা করে বরাদ্দ দেয়া হয়েছিল।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্প-২ এর তত্ত্বাবধানে জেলা ও উপজেলা প্রশাসনের নেতৃত্বে এসব ঘর নির্মিত হয়েছে। এ কার্যক্রমের মাধ্যমে স্থানীয় ভূমিহীন ও গৃহহীনরা মাথাগোঁজার ঠাই পাবে। এই পর্যায়ের গৃহ হস্তান্তরের মাধ্যমে উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করা হবে। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বুধবার সকাল ৯টা থেকে উপকারভোগী ও সুধীজনদের নিয়ে বিভিন্ন আনুষ্ঠানিকতা শেষ করা হবে।
প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান খান, মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তি চক্রবর্তী, সহকারী কমিশনার (ভূমি) সানজিদা আক্তার, রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায়, রাজনগর প্রেসক্লাবের সভাপতি আউয়াল কালাম বেগ, সহসভাপতি আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক আব্দুর রহমান সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফরহাদ হোসেন, তথ্য প্রচার ও প্রকাশনা সম্পাদক আহমদউর রহমান ইমরান, সদস্য সাইদুল ইসলাম, আলীম আল মুনিমসহ সাংবাদিকবৃন্দ।
আই নিউজ/এইচএ
আই নিউজ ইউটিউব চ্যানেলে ভিডিও দেখুন
জলময়ূর পাখির সাথে একদিনের দারুণ গল্প | A story with Water Peacock
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’