শ্রীমঙ্গল প্রতিনিধি
৩টি চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার করেছে শ্রীমঙ্গল পুলিশ
নবীনগরের বীরগাঁও থেকে উদ্ধার করা তিনটি মোটরসাইকেল। ছবি- আই নিউজ
এক বিশেষ অভিযানে চোরাইকৃত তিনটি মোটরসাইকেল উদ্ধার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ। সেই সঙ্গে চোর চক্রের অন্যতম এক সক্রিয় সদস্য গ্রেফতার করেছে পুলিশ।
শ্রীমঙ্গল থানার ওসি (তদন্ত) মো. আমিনুল ইসলাম আই নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
শ্রীমঙ্গল থানা সূত্রে জানা যায়, গত ২০ মার্চ রাত অনুমানিক সাড়ে ৮টার দিকে শ্রীমঙ্গলের বিরাইমপুরের (কলেজরোড) তানভীর আহমেদ (৪২) এর বাসা থেকে একটি লাল রঙের হিরো স্প্লেন্ডার ১০০ সিসির মোটরসাইকেল চুরি হয়। এই ঘটনায় শ্রীমঙ্গল থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী।
পরে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন সরদারের দিক নির্দেশনায় ওসি (তদন্ত) মো. আমিনুল ইসলামের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৪ মার্চ) ভোর ৩টায় ব্রাহ্মনবাড়িয়ার নবীনগরের বীরগাঁও এলাকায় অভিযান চালানো হয়। তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযুক্তের অবস্থান নিশ্চিত করে পুলিশ। অভিযানে বীরগাঁও থেকে মোটরসাইকেল চুরির ঘটনায় অভিযুক্ত শুক্কুর মিয়া (২৭) কে আটক করে পুলিশ।
শুক্কুর মিয়া (২৭) নবীনগর থানার বীরগাঁও গ্রামের মৃত আছমত আলীর ছেলে। সে স্থায়ীভাবে বীরগাঁওয়ে বসবাস করে বলে জানিয়েছে পুলিশ। এসময় শ্রীমঙ্গলে চুরি হও সেই লাল রঙ্গের HERO SPLENDAR ১০০ সিসি মোটরসাইকেলটিও পাওয়া যায়।
গ্রেফতারকৃত আসামী শুক্কুর মিয়া আন্তঃজেলা মোটরসাইকেল চোর দলের অন্যতম সক্রিয় সদস্য হিসেবে এলাকায় ব্যাপক পরিচিত বলেও জানায় পুলিশ। এসময় শুক্কুর মিয়াকে জিজ্ঞাসাবাদে ও তার বাড়ি থেকে আরও দুইটি চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত শুক্কুর মিয়া চুরির ঘটনা স্বীকার করে তার সহযোগী আসামীদের নাম ঠিকানা প্রকাশ করেছে পুলিশের কাছে। চুরির ঘটনায় জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতার অভিযান চলমান রয়েছে বলে জানিয়েছেন শ্রীমঙ্গল থানার ওসি (তদন্ত) মো. আমিনুল ইসলাম।
আই নিউজ/এইচএ
আই নিউজ ইউটিউব চ্যানেলে ভিডিও দেখুন
জলময়ূর পাখির সাথে একদিনের দারুণ গল্প | A story with Water Peacock
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’