মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ০১:২৩, ৩১ মার্চ ২০২৩
বিদেশ থেকে এসে ভাতিজাকে পেটালেন দুই চাচা, হাসপাতালে মৃত্যু
বিদেশ থেকে এসে দুই চাচা মিলে ভাতিজাকে পিটিয়ে গুরুত আহত করেছেন। পরে চিকিৎসাধীন অবস্থায় আহত ভাতিজা রাজু মিয়ার (২২) মৃত্যু হয়েছে। এ ঘটনাটি ঘটেছে মৌলভীবাজার সদর উপজেলার কাগাবলা ইউনিয়নে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান ইমন মোস্তফা অভিযুক্ত দুই চাচা শাহ আলম (৩৪) ও জাকির হোসেনকে (৩৬) আটক করে পুলিশে হস্তান্তর করেছেন। নি হ ত রাজু মিয়া কাগাবলা ইউনিয়নের সাতবাক গ্রামের হাদিস মিয়ার ছেলে। সে পেশায় টমটম চালক ছিলো। বাবা ও ছেলে মিলে টমটম চালাতেন।
স্থানীয় লোকজন জানান রাজুর চাচা শাহ আলম ও জাকির হোসেন মধ্যপ্রাচ্যের দুবাইয়ে থাকেন। রাজুর সাথে শাহ আলমের স্ত্রীর পরকীয়া সম্পর্ক আছে বলে লোকমুখে শোনা যায়। এ বিষয়ে শাহ আলম ক্ষুব্ধ ছিলেন।
গ্রামের লোকজন বলেন, শাহ আলম ও জাকির হোসেন সোমবার (২৭ মার্চ) কাউকে না জানিয়ে দেশে আসেন। তারা বাড়িতে না উঠে একটি হোটেলে উঠেন। বুধবার (২৯ মার্চ) দুপরের দিকে ইউনিয়নের ভিন্নিগ্রামে দুই চাচাভাতিজা রাজুর উপর হামলা চালান। রড দিয়ে পেটাতে থাকেন।
এসময় স্থানীয় মানুষ তাদের নিবারণ করেন। রাজুকে উদ্ধার করেন। তখন দুই ভাইয়ের চেহারায় মুখোশ পরা ছিলো যেনো তাদের চেনা না যায়। ইউপি চেয়ারম্যান ইমন মোস্তফা আই নিউজকে বলেন, ঘটনা বিবেচনায় মনে হয়েছে দুই ভাই ভাতিজার উপর ক্ষুব্ধ ছিলেন। পরিকল্পনা করে দেশে আসেন। বাড়িতে না উঠে হোটেলে উঠেন। হামলার সময় স্থানীয় ইউপি সদস্য উপস্থিত লোকজনকে নিয়ে ক্ষুব্ধ দুই ভাইকে প্রতিহত করেন।
আহত রাজুকে প্রথমে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়। অবস্থার অবনতি হলে পরে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে বুধবার দিবাগত রাত তিনটার দিকে রাজুর মৃত্যু হয়। ইউপি চেয়ারম্যান বলেন, হামলার পর তারা যেন বিদেশে পালিয়ে যেতে না পারে সেজন্য পাসপোর্ট জব্দ করে রেখেছিলাম। রাজুর মৃত্যুর ঘটনায় দুই ভাইকে আটক করে থানায় সোপর্দ করেছি।
মৌলভীবাজার সদর মডেল থানার ওসি হারুনূর রশীদ চৌধুরী বলেন, অভিযুক্ত দুই আসামীকে পুলিশ আটক করেছে। আইনানুগ প্রক্রিয়ার মধ্য দিয়ে চার্জশিট দেওয়া হবে। এদিকে জানা গেছে, বৃহস্পতিবার (৩০ মার্চ) রাতে মামলার প্রস্তুতি চলছে। নি হ তে র বাবা হাদিস বাদী হয়ে মামলা করবেন।
আইনিউজ/এইউএস
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’