আই নিউজ ডেস্ক
প্রতারণার মাধ্যমে তরুণীর ২০ লাখ টাকা আত্মসাত, গ্রেফতার আসামী
সিলেটের ভয়ংকর প্রতারক মামুনুর রশিদ তুহিন ওরফে মামুনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ মার্চ) সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
বুধবার দুপুরে বিয়ানীবাজার পৌরশহর এলাকা থেকে বিয়ানীবাজার থানার এএসআই মৃদুল দাস তার সঙ্গীয় ফোর্স নিয়ে মামুনকে আটক করেন। তার বিরুদ্ধে ছাতকের এক তরুনীর কাছ থেকে প্রতারণার মাধ্যমে প্রায় ২০ লক্ষ টাকা আত্মসাৎ এর অভিযোগে আদালত কর্তৃক গ্রেফতারি পরোয়ানা ছিলো। আটক মামুন সিলেট নগরীতে বসবাস করলেও তার গ্রামের বাড়ি বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নের পাড়িয়াবহর গ্রামে। সে একই গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
সূত্র জানায়, আটক মামুন সিলেটের সংঘবদ্ধ একটি প্রতারক চক্রের অন্যতম হোতা। ২০২১ সালে ছাতকের এক তরুণীর বিরুদ্ধে ডিবিতে মাদক মামলা হয়েছে এমন নাটক সাজিয়ে তার পরিবারের কাছ থেকে বিভিন্ন সময়ে ১৯ লক্ষ ৪০ হাজার টাকা হাতিয়ে নেয় আটক মামুন ও তার সহযোগীরা। শুধু তাই নয় মামলা থেকে রক্ষা করার প্রলোভন দেখিয়ে তার প্রথম বিয়ের তথ্য গোপন করে ঐ তরুণীকে বিয়ে করে। এ ঘটনায় ভিকটিম তরুণীর বাবা ফিরোজ মিয়া আদালতে অভিযোগ দায়ের করলে আদালত তা আমলে নিয়ে তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন।
প্রতারক মামুন এ ঘটনা ছাড়াও যুক্তরাষ্ট্র প্রবাসী তার আপন চাচার কাছ থেকে জমিজমার কাগজপত্র টিক করার কথা বলে পাওয়ার অফ অ্যাটর্নি এনে সিলেট নগরীর বাসাসহ প্রায় ২ কোটি টাকার সম্পত্তি বিক্রি করেছে বলে অভিযোগ রয়েছে।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম জানান, আটক মামুনের বিরুদ্ধে বিজ্ঞ আদালত কর্তৃক গ্রেফতারি পরোয়ানা ছিলো। বৃহস্পতিবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’