সাইফুল ইসলাম সুমন, জুড়ী
জুড়ীতে পরিবেশমন্ত্রী
বিএনপি ক্ষমতায় গেলে আবারও জঙ্গীবাদের উত্থান হবে
প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন পরিবেশমন্ত্রী। ছবি- আই নিউজ
সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি বলেছেন, বিএনপি সরকারের আমলে দেশে জঙ্গিবাদের উত্থান হয়েছে। তারা আবারো ক্ষমতায় আসলে শায়েখ আব্দুর রহমান ও বাংলা ভাইয়ের মত জঙ্গিবাদের উত্থান হবে। খালেদা জিয়ার সরকার শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে একসাথে ১৩ টি গ্রেনেড নিক্ষেপ করেছে। অগ্নি সন্ত্রাসীরা আবার যাতে কোন অবস্থায় বাংলাদেশের ক্ষমতায় না আসতে পারে সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
শনিবার (১ এপ্রিল) দুপুরে মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ, রোগীদের মাঝে চেক বিতরণ, শিক্ষার্থীদের মাঝে পিসি বিতরণ ও উপকারভোগীদের মাঝে কার্ড ও খাদ্য শস্য বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন।
বক্তব্যে পরিবেশমন্ত্রী বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। শেখ হাসিনার সরকার উন্নয়নে বিশ্বাসী। প্রধানমন্ত্রী দেশকে নিয়ে দূরদর্শী চিন্তা করেন বলেই দেশ এগিয়ে যাচ্ছে। ডিজিটাল ও স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার্থীদের হাতে ট্যাব তুলে দিচ্ছেন। ট্যাব বিতরণের মাধ্যমে বর্তমান প্রজন্ম স্মার্ট ও ডিজিটাল বাংলাদেশ গঠনে ভূমিকা রাখবে।
তিনি আরো বলেন, বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। সরকার কৃষকদের মাঝে প্রণোদনা সহ সার ও বীজ প্রদান করছে। তাই কৃষকদের কে এক ইঞ্চি জমিও অনাবাদি না রাখার আহ্বান জানান তিনি।
এ সময় তিনি আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন। ২০৪১ সালের ভিশন বাস্তবায়ন ও দেশের উন্নতির ধারাকে অব্যাহত রাখতে আওয়ামীলীগের বিকল্প নেই বলেও জানান মন্ত্রী।
উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা মো. শফিকুল ইসলামের সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার রঞ্জন চন্দ্র দে'র সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. মাসুক মিয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্মা, জেলা পরিষদের সদস্য মো. বদরুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ জসিম উদ্দিন প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন জুড়ী থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন, বীরমুক্তিযোদ্ধা আব্দুস শহীদ চৌধুরী খুশি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মনসুর আলী, একাডেমিক সুপারভাইজার মো. আলাউদ্দিন, পূর্বজুড়ী ইউপি চেয়ারম্যান রুয়েল উদ্দিন, ফুলতলা ইউপি চেয়ারম্যান আব্দূল আলীম সেলু, আওয়ামীলীগ নেতা আব্দুল কাদির, আব্দুল কাদির দারা, কাঞ্চন চক্রবর্তী, তাজুল ইসলাম, ইমরুল ইসলাম, মঈনুল ইসলাম, আফজাল হোসেন চিকন, উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি আহমদ কামাল অহিদ, সাধারণ সম্পাদক শেখরুল ইসলাম, জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক সাইফুল ইসলাম সুমন, সহ সভাপতি হারিছ মোহাম্মদ, জুড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মনিরুল ইসলাম, যুবলীগ নেতা হাসান তারেক, মো. শাহ আলম, এডভোকেট আব্দুল মতিন, আবুল খায়ের সায়মন, প্রধান শিক্ষক রতীশ চন্দ্র দাশ, আরমান আলী, মৃনাল কান্তি দাশ, সমাজসেবক হাবিবুর রহমান হাবিব, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল ভূঁইয়া উজ্জ্বল, ছাত্রলীগ নেতা আরিফুল ইসলাম, হুমায়ুন রশীদ, সাইদুল ইসলাম, আল আমিন প্রমুখ।
আই নিউজ/এইচএ
আই নিউজ ইউটিউব চ্যানেলে ভিডিও দেখুন
জলময়ূর পাখির সাথে একদিনের দারুণ গল্প | A story with Water Peacock
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’