আই নিউজ ডেস্ক
নারী নিপীড়ন: সিলেট সম্মিলিত সাংস্কৃতিক জোট সভাপতিকে অব্যাহতি

নারী নিপীড়নের অভিযোগে সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সভাপতির পদ থেকে আমিনুল ইসলাম চৌধুরী লিটনকে অব্যাহতি দেয়া হয়েছে। একইসঙ্গে বাতিল করা হয়েছে তার জোটের প্রতিনিধি পরিষদের সদস্যপদ। তবে আমিনুল ইসলাম লিটন সব অভিযোগ মিথ্যা দাবি করেছেন।
রোববার রাতে জোটের ভারপ্রাপ্ত সভাপতি শামসুল আলম সেলিম ও সাধারণ সম্পাদক গৌতম চক্রবর্ত্তীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আমিনুল ইসলাম লিটনের বিরুদ্ধে নিপীড়নের অভিযোগ তুলছেন সংস্কৃতি অঙ্গনের একাধিক নারী। এ নিয়ে কদিন ধরে সিলেটে ব্যাপক সমালোচনা চলছে। সমালোচনার মুখে রোববার জোটের পক্ষ থেকে এমন ঘোষণা এলো।
এর আগে শনিবার রাতে গণমাধ্যমে বিবৃতি দিয়ে অভিযুক্ত আমিনুল ইসলাম লিটনকে সিলেটের সব ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ডে অবাঞ্ছিত ঘোষণা করে নগরনাট নামের একটি নাট্য সংগঠন।
রোববার রাতে সাংস্কৃতিক জোটের বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার রাতে জোটের কার্যালয়ে সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের কার্যনির্বাহী পরিষদের জরুরি সভা হয়েছে। সভায় সর্বসম্মতিক্রমে লিটনকে অব্যাহিত দেয়ার সিদ্ধান্ত হয়।
সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সহসভাপতি শামসুল আলম সেলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গৌতম চক্রবর্তীর সঞ্চালনায় ওই সভায় গৃহীত সিদ্ধান্তে বলা হয়, কয়েকদিন আগে আমিনুল ইসলাম চৌধুরী লিটনের বিরুদ্ধে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে গুরুতর কিছু অভিযোগ প্রকাশিত হয়। এর পরিপ্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে তাকে সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সভাপতির দায়িত্ব পালন থেকে বিরত রাখা হয়। পরবর্তী সময়ে পরিস্থিতি ও পর্যবেক্ষণে স্পষ্টত প্রতীয়মান হয় যে কোনোভাবেই তার জোটের সঙ্গে সম্পৃক্ত থাকার সুযোগ নেই।
তাই জোটের কার্যনির্বাহী পরিষদ লিটনকে সভাপতির পদ থেকে অব্যাহতি প্রদান ও প্রতিনিধি পরিষদের সদস্যপদ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে এবং এখন থেকে তিনি আর সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের কেউ নন বলেও সিদ্ধান্ত নেয় সভা। পাশাপাশি সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সহসভাপতি শামসুল আলম সেলিমকে জোটের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দেয়া হয়।
আমিনুল ইসলাম লিটনের বিরুদ্ধে সম্প্রতি অবমাননকার মন্তব্যের অভিযোগ তোলেন তার থিয়াটারেরই এক নারী কর্মী। এ নিয়ে আলোচনার মধ্যে আরও কয়েকজন নারী সামাজিক যোগাযোগমাধ্যমে লিটনের বিরুদ্ধে হেনস্তা ও নিপীড়নের অভিযোগ আনেন। এর মধ্যে কয়েকজন শিশু বয়সে নিপীড়নের শিকার হওয়ার অভিযোগও তোলেন।
এই আলোচনা-সমালোচনার মধ্যেই দুটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যেগুলো লিটনের সঙ্গে ভুক্তভোগী দুই তরুণীর আলাপ বলে দাবি করা হচ্ছে। ছড়িয়ে পড়া অডিও ক্লিপে পুরুষ কণ্ঠে নিপীড়নের দায় স্বীকার করে ক্ষমা চাইতে শোনা যায়।
এ অবস্থায় রোববার এক ফেসবুক পোস্টে আমিনুল ইসলাম লিটন এসব অভিযোগ মিথ্যা ও ষড়যন্ত্রমূলক বলে দাবি করেছেন। ছড়িয়ে পড়া অডিও ক্লিপের পুরুষ কণ্ঠটি তার নয় দাবি করে তিনি বলেন, এগুলো তার কণ্ঠের মতো করে এডিট করা হয়েছে।
আই নিউজ/এইউ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’